হ্যালো লোকাল গাইডস বন্ধুরা,
বাংলাদেশের দিনাজপুর জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী উপজেলা বিরল। এই বিরল উপজেলায় google ম্যাপিং এর দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে কিছু নতুন ও পুরাতন লোকাল গাইডদেরকে নিয়ে “বাংলাদেশ লোকাল গাইডস” এর সার্বিক সহযোগিতায় একটি মিট-আপ এর আয়োজন করতে যাচ্ছি।
মিট-আপের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলোঃ
Meet-up Title: Google Tools for Youth Gen, Series-3
Host: Jogodish Sorker
Date: August 18, 2023
Time: 04:00 PM - 6:30 PM
Location : Mohajonbari, Birol, Dinajpur
Meetup Organized by: Bangladesh Local Guides
Meetup No : BDLG-215
- মিটআপের কর্মসূচির অংশ হিসেবে থাকছে, নির্ধারিত সময়ে বিরল উপজেলা শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে একে অপরের সাথে প্রাথমিক পরিচিতির মাধ্যমে মিটআপ শুরু হবে। এরপর বিরল শহীদ মিনার চত্বর থেকে মহাজন বাড়ি রেস্টুরেন্ট পর্যন্ত আমারা ম্যাপিং করবো। একেবারে নতুন লোকাল গাইড এবং লোকাল গাইডে আগ্রহীদেরকে, google ম্যাপসের বিভিন্ন ফিচার এর সঠিক ব্যবহার কিভাবে করতে হয় এবং লোকাল গাইডিং এর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মিসিং প্লেস অ্যাড করা, প্লেসের তথ্য আপডেট করা, নতুন ফটো ও ভিডিও শেয়ার করা ও রিভিউ রাইটিং সহ বিভিন্ন বিষয়ের উপর হাতে-কলমে ধারণা দেওয়া।
ম্যাপিং শেষ আমরা, বিকাল ৫.৩০ মিনিটে মহাজন বাড়িতে পৌঁছে ওখানে একটি আলোচনা পর্বে অংশগ্রহণ করব। আলোচনা পর্বের মধ্যে থাকবে, মূল পরিচিতি পর্ব, ম্যাপিং নিয়ে সবার সাথে অভিজ্ঞতা বিনিময়, লোকাল গাইড কানেক্ট ফোরাম সম্পর্কে নতুনদেরকে ধারণা দেওয়া সহ প্রাসঙ্গিক আরো অন্যান্য বিষয়ে আলোচনা শেষে মহাজন বাড়িতে চা-নাস্তা করে, সন্ধ্যা ৬:৩০ মিনিটে আমরা আমাদের মিটআপ শেষ করব।
#bdlg215 #215thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh