Google Tools for Youth Gen, Series-3

Caption: Google Tools for Youth Gen Series-3 meetup banner, Design by Bangladesh Local guide

হ্যালো লোকাল গাইডস বন্ধুরা,

বাংলাদেশের দিনাজপুর জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী উপজেলা বিরল। এই বিরল উপজেলায় google ম্যাপিং এর দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। তারই পরিপ্রেক্ষিতে উপজেলা পর্যায়ে কিছু নতুন ও পুরাতন লোকাল গাইডদেরকে নিয়ে “বাংলাদেশ লোকাল গাইডস” এর সার্বিক সহযোগিতায় একটি মিট-আপ এর আয়োজন করতে যাচ্ছি।

মিট-আপের প্রয়োজনীয় বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলোঃ

Meet-up Title: Google Tools for Youth Gen, Series-3

Host: Jogodish Sorker

Date: August 18, 2023

Time: 04:00 PM - 6:30 PM

Location : Mohajonbari, Birol, Dinajpur

Meetup Organized by: Bangladesh Local Guides

Meetup No : BDLG-215

  • মিটআপের কর্মসূচির অংশ হিসেবে থাকছে, নির্ধারিত সময়ে বিরল উপজেলা শহীদ মিনার চত্বরে উপস্থিত হয়ে একে অপরের সাথে প্রাথমিক পরিচিতির মাধ্যমে মিটআপ শুরু হবে। এরপর বিরল শহীদ মিনার চত্বর থেকে মহাজন বাড়ি রেস্টুরেন্ট পর্যন্ত আমারা ম্যাপিং করবো। একেবারে নতুন লোকাল গাইড এবং লোকাল গাইডে আগ্রহীদেরকে, google ম্যাপসের বিভিন্ন ফিচার এর সঠিক ব্যবহার কিভাবে করতে হয় এবং লোকাল গাইডিং এর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী মিসিং প্লেস অ্যাড করা, প্লেসের তথ্য আপডেট করা, নতুন ফটো ও ভিডিও শেয়ার করা ও রিভিউ রাইটিং সহ বিভিন্ন বিষয়ের উপর হাতে-কলমে ধারণা দেওয়া।

ম্যাপিং শেষ আমরা, বিকাল ৫.৩০ মিনিটে মহাজন বাড়িতে পৌঁছে ওখানে একটি আলোচনা পর্বে অংশগ্রহণ করব। আলোচনা পর্বের মধ্যে থাকবে, মূল পরিচিতি পর্ব, ম্যাপিং নিয়ে সবার সাথে অভিজ্ঞতা বিনিময়, লোকাল গাইড কানেক্ট ফোরাম সম্পর্কে নতুনদেরকে ধারণা দেওয়া সহ প্রাসঙ্গিক আরো অন্যান্য বিষয়ে আলোচনা শেষে মহাজন বাড়িতে চা-নাস্তা করে, সন্ধ্যা ৬:৩০ মিনিটে আমরা আমাদের মিটআপ শেষ করব।

#bdlg215 #215thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh

80 Likes

চমৎকার আয়োজন এর সফলতা কামনা করছি দাদা @Jogodish আশা করি আপনার হাত ধরে নতুন নতুন লোকালগাইডগন ম্যাপ এবং কানেক্ট ফোরামে অংশগ্রহণ করবে।

7 Likes
  1. @MohammadPalash হুম দাদা অবশ্যই আমি নতুনদের গুগল ম্যাপ ও কানেক্ট ফোরাম ভালো ধারণা দিয়ে এই প্লাটফর্মে আনতে চেষ্টা করব কতটুকু পারবো তা জানিনা।
19 Likes

দাদা, মিটাপ এর সফলতা কামনা করছি।

4 Likes

@Jogodish এই মিট আপে আমি অংশগ্রহণ করব।

6 Likes

@Dinajpur অংশগ্রহণ করার প্রচেষ্টা করার জন্য ধন্যবাদ🥰

15 Likes

Best wishes dada @Jogodish

5 Likes

আমার গ্রামের বাড়ি দিনাজপুরের মিটআপ হচ্ছে জেনে ভালো লাগলো, কিন্তু অংশগ্রহণ করতে পারছি না বিধায় কিছুটা খারাপ লাগছে।

গ্রামের বাড়িতে থাকলে অবশ্যই অংশগ্রহণ করতাম।

যাইহোক, মিটআপের জন্য শুভকামনা রইল!

মিটআপ আয়োজনের জন্য @Jogodish আপনাকে ও বাংলাদেশ লোকাল গাইডস কে অসংখ্য ধন্যবাদ :heart:

5 Likes

best of luck @Jogodish dada :purple_heart: :purple_heart: :purple_heart:

2 Likes

শুভ কামনা রইলো @Jogodish দাদা। মিটআপ সফলভাবে সম্পন্ন হোক।

2 Likes

@Jogodish Wishing for a successful meetup.

2 Likes

আমি মিটিংয়ে অংশগ্রহন করতে আগ্রহী

2 Likes

Hello @Jogodish

You are doing really a great work.Keep up the good work like this :+1:

9 Likes

I am excited this meeting.Hopefully through this meeting we can learn more details about Google Maps.

Thanks to the Google Maps community for organizing such a great meeting🥰

2 Likes

@Jogodish আপনাকে অসংখ্য ধন্যবাদ পার্সোনাল ভাবে আমাকে ইনভাইট করার জন্য আর এই মিট আপ এ অবশ্যই আমি অংশগ্রহণ করব।

2 Likes

Hello @Jogodish

it’s nice to know that your are organising the event. Wishing you all the best :+1:

1 Like