Tools for Next-Gen series-2 workshop banner organized by Bangladesh Local guide,
আমাদের এই ওয়ার্কশপ আয়োজন যাতে করে একেবারে প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের Google Tools , Maps এর ব্যাবহার হাতে কলমে শেখাতে চাই , যাতে আরো সুন্দর ও তথ্য বহুল হয়ে উঠে Google Maps ও Local Guides Connect Forum.
বাংলাদেশ লোকাল গাইড আয়োজিত ইহা একটি ২১৪ তম মিটাপ এই কর্মশালা চলবে প্রায় দুই ঘন্টাখানি ব্যাপি। এবং আমাদের চেষ্টা থাকবে প্রান্তিক পর্যায়ে Google map এবং Local guide conect Forum এর টুকিটাকি নিয়ে বিস্তারিত আলোচনা করা এবং নতুন দের ধারনা দেয়া সাথে সাথে Local guiding এর সাথে যুক্ত করা।
মিটাপ শুরু হবে সকাল ৯ টায় পরিচয় পর্বের মধ্যে দিয়ে এবং আমাদের মুল লক্ষ সুন্দর একটি ওয়ার্কশপ শেষ করে উপস্থিতির সবার জন্য হালকা থেকে ভারি নাশতা এবং কোমল পানীয়র ব্যাবস্থা থাকবে।
২য় বারের মত বাংলাদেশ লোকাল গাইডের কোন মিটাপ হোস্ট করতে যাচ্ছি। আমি আশাবাদী আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবো ইন শা আল্লাহ।
Meetup Location& Time Details
Host: Mohammad Palash
Date: August 15, 2023
Time: 09:00 AM - 11:00 AM
Location : DC park , Munshignaj
Meetup Organized by: Bangladesh Local Guides
Meetup No : BDLG-214
#bdlg214 #214thmeetup
Google map link
https://maps.app.goo.gl/PKVugwcs474yvrVG6
#localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #BangladeshGoogle