Google tools For youth gen series-2 experience share

লোকাল গাইডের কোন মিটাপে এটা আমার প্রথম অভিজ্ঞতা। এম্নিতে আমি টুকটাক ম্যাপে কন্ট্রিবিউশান করতাম কিন্তু তেমন কোন ধারনা ছিলোনা তাই সুযোগ পেয়ে অংশগ্রহণ করি। খুব ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে ম্যাপ কন্ট্রিবিউশান কানেক্ট ফোরাম সহ জানা অজানা অনেক কিছু শিখতে পেরেছি বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কে আন্তরিক ধন্যবাদ।

#bdlg #bangladeshlocalguide #localguideconnect

29 Likes

মিটাপে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ @Joyhasan শুভ কামনা রইলো।

7 Likes

আশা করি খুবই ভালো উপভোগ করেছেন @Joyhasan এবং পরবর্তীতে আরো কিছু পোষ্ট পাবো।

5 Likes

@Joyhasan স্বাগতম আপনাকে, আমাদের সংগে থাকার জন্য ধন্যবাদ

4 Likes

বাহ! দেখে ভালো লাগছে। হ্যাঁ এমন প্রোগ্রামে যেতে যেতে আসলে অনেক কিছু শিখে যাবেন! @Joyhasan

1 Like