লোকাল গাইডের কোন মিটাপে এটা আমার প্রথম অভিজ্ঞতা। এম্নিতে আমি টুকটাক ম্যাপে কন্ট্রিবিউশান করতাম কিন্তু তেমন কোন ধারনা ছিলোনা তাই সুযোগ পেয়ে অংশগ্রহণ করি। খুব ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে ম্যাপ কন্ট্রিবিউশান কানেক্ট ফোরাম সহ জানা অজানা অনেক কিছু শিখতে পেরেছি বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি কে আন্তরিক ধন্যবাদ।