Google Tools for Next-Gen workshop banner with the Official Logo of the Bangladesh Government, the Golden Jubilee Logo of Bangladesh, and the Centenary Celebration Logo of Father of the Nation is attached above
Bangladesh Local Guides এবং Divisional Commissioner Khulna [ DC Office Khulna ] যৌথ ভাবে আয়োজন করতে যাচ্ছে একটি টেক ওয়ার্কশপ , যেখানে কলেজ ও বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীদের শেখানো হবে Google Tools এর ব্যাবহার যেমন Google Class room ,Google Drive , Google lens , Google maps , Local Guides Connect ও Google Meet ।
সরকারী ভাবে উদ্যোগ নেয়া এই কর্মশালায় বাংলাদেশ লোকাল গাইড যুক্ত হচ্ছে প্রায় ৩ ঘন্টা ব্যাপী কর্মশালা সফল যাবে সম্পন্ন করতে , ইহা বাংলাদেশ লোকাল গাইডের 199 তম মিট আপ হিসেবে আমরা উল্লেখ করতে চাই ।
মিট আপ এর সার সংক্ষেপ
Meetup Name : Google Tools for Next Gen
BDLG Meetup No: 199
Date: November 24,2022
Time: 10:30 AM -01:00PM
Location : District Shilpakala Academy ,Khulna
Participant: Students selected by DC office
এই ওয়ার্কশপে আমরা প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের Google Tools , Maps এর ব্যাবহার হাতে কলমে শেখাতে চাই , যাতে আরো সুন্দর ও তথ্য বহুল হয়ে উঠে Google Maps ও Local Guides Connect Forum.
উল্লেখ্য যে COVID 19 এর পূর্বে Bangladesh Local Guides এর কলেজ - বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক চল্মান ছিল যা আবারো 2023 তে শুরু করার পরিকল্পনা রয়েছে ।
Your submitted meet-up was approved just a couple of hours ago! Please keep in mind that meet-up approval can take up to 72 hours, so it’s best to submit your meet-up well in advance of the meet-up date. Thanks for your understanding and good luck on the workshop!!