Google Maps For Bangladesh : New 3 features launching Program

Google maps for Bangladesh টাইটেলে ঢাকার এক অভিজাত হোটেলে গত 16th July,2019 অনুষ্ঠিত হয়েছিল এক অনুষ্ঠান ।

যেখানে উপস্থিত ছিল Google Maps Team এর 14 জন Google Officer , 8 জন লোকাল গাইড , Kormo app এর প্রতিনিধি ও সহযোগী সংস্থার ঊর্ধ্বতন বাক্তি বর্গ । ৭০-৮০ জন টেক মিডিয়া সাংবাদিক ।গত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

A photo there Bangladesh state minister of ICT division ( black coat ) in middle , Google team and local guide Bangladesh all member

A picture there Bangladesh local guides logo printed Tshirt in State minister hand & few local guides standing beside him

কি কি ছিল এই অনুষ্ঠানে:

A picture there Googler “Krish V” talking

অনুষ্ঠানের কি নোট স্পিকার অথবা মূল বক্তা ছিল গুগল ম্যাপের Product Director "Krish Vitaldevara " ,
তিনি তার বক্তব্য তুলে ধরেন গুগল ম্যাপে বাংলাদেশের কার্যক্রম। কন্ট্রিবিউশন পরিমাণ এবং অন্যান্য তথ্য চিত্র।
এরপরে তিনি তুলে ধরেন গুগল ম্যাপের নতুন তিনটি ফিচার যা বাংলাদেশের জন্য এর মাঝে 2 টি ফিচার তৃতীয় কোন দেশ যা চালু হতে যাচ্ছে

ফিচার তিনটি ছিল
১. মোটরবাইক বা দ্বিচক্রযান এর জন্য আলাদা লেন প্রদর্শন
২. বাংলা ভয়েস কমান্ড দিয়ে গুগল ম্যাপ পরিচালনা করা
৩. সেফটি: এটি চাইলে যে কেউ তার রাইড শুরু করার সময় চালু তার অবস্থান তার পরিবার-পরিজনের সাথে শেয়ার করতে পারে।

ফিচার এর কিছু ছবি নিচে যুক্ত করা হল

দেখান হচ্ছে কিভাবে বাইক রাইড রুট কাজ করে এবং এর মাকানিজম কি , কারা কিভাবে করল বিশদ বর্ণনা , এখানে AI আর Image Processing এর বাপার গুলো ও তুলে ধরা হয় ।

বাংলা ভয়েজ নেভিগেশন কিভাবে কাজ করে তার ডেমো দেখানো হয় । পাশাপাশি দেখান হয় কি ভাবে সেটিং করবে তার Android Device এ । সাথে চলে সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া এই ফিচারের উপর

Stay Safer এখানে দেখানো হয় একজন ব্যবহারকারী যখন কোথাও যাত্রা শুরু করে তখন কিভাবে তার গন্তব্যের পথ খুঁজে বের করবে এবং তার পরিবার-পরিজনের সাথে তার রুট শেয়ার করবে।এই অপশনটি চালু করে রাখলে যদি রুট থেকে 500 মিটার সরে যায় তবে স্বয়ংক্রিয়ভাবে তাকে নোটিফিকেশন দিবে যে চালক তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে ।একই সময়ে তার পরিবার-পরিজনের কাছে একটি নোটিফিকেশন যাবে তার সর্বশেষ গতিপথের

Kormo app নিয়ে যত কথা

গুগল ম্যাপের তিনটি ফিচার দেখানোর পাশাপাশি উদ্বোধন করা হয় গুগলের একটি ইনকিউবেশন প্রজেক্ট কর্ম। এটি একটি অ্যাপ ভিত্তিক চাকরি খোঁজার প্ল্যাটফর্ম। যেখানে বিভিন্ন ধরনের চাকরির সন্ধান পাওয়া যাবে।পাশাপাশি থাকবে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সহ অন্যান্য বিষয় বস্তু।
এসকল কথা তুলে ধরেন গুগোল অফিসার বেকি রাসেল

মানীয় প্রতিমন্ত্রীর বক্তব্য

মাননীয় প্রতিমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন করেন গুগোল টিমকে এছাড়া তুলে ধরেন পূর্বে সরকারের সাথে গুগলের নানারকম কর্মকাণ্ডের কথা।এছাড়াও নি আশা ব্যক্ত করেন ভবিষ্যতে দিনগুলোতে গুগল সব সময় বাংলাদেশ সরকারের সকল ডিজিটাল কার্যক্রম পরিচালনায় সঙ্গে থাকবেন। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সরকারের বিভিন্ন তথ্য প্রযুক্তি কর্মকাণ্ডের সর্বশেষ উন্নয়ন চিত্র তুলে ধরেন সাংবাদিকদের সামনে।

মদ্ধভোজ / লাঞ্চের কিছু ছবি

lunch এর সময় গ্রহন করা খাবারের কিছু ছবি

Local Guides Feed back Session

গুগল অফিসার নিক এর আহ্বানে লাঞ্ছ শেষে গুগোল অফিসারগণ বাংলাদেশের লোকাল গাইড দের সাথে বসে বিভিন্ন এ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে ভবিষ্যতের দিনগুলোতে কাজে দিবে।

Bangladesh local Guides member রা সকল সমস্যা নোট করে গুগল টিম এর কাছে হস্তান্তর করে

উপহার যা ছিল উপস্থিত লোকাল গাইড দের জন্য

Bangladesh Local Guides Member দের একটি গ্রুপ ছবি

174 Likes

Google Maps launched some new features for the Bangladeshi users today.
I am really grateful to be a part of this and having a Q&A session with google officials.
According to them Bangladesh is the second country that they are launching the features after India.
One of the feature is Bike mode,many of us use bikes in daily basis,but we could not see what road to take as it used to show the road for the cars and bikes together. Now you don’t have to! Bike mode can show you a different route with narrow road that can only accommodate bikes.
Another was stay safe feature,if you think your driver is going in a wrong route you will get a alert within 500 meters if you turn on the features,also you can do regular works in your phone while it works on background,as well as you can share the live trip with friends and family to let them know where you are!
Cool features huh!
Looking forward to get the response from you guys.

31 Likes

More opportunities will be made from Google Maps for Bangladesh.

Thanks @Abrarhamimfayz for sharing with everyone.

:bangladesh::bangladesh:

21 Likes

Hi @Abrarhamimfayz

This event looks so good. Please share more pictures and your experience.

Cheers

8 Likes

@Abrarhamimfayz very nice features, good to know when we are going to :slightly_smiling_face:

7 Likes

Thank you @SharifImran

4 Likes

Thank you @RohitGahlot , I’ll surely.

3 Likes

Thanks @CaterinaOS .

2 Likes

We in India have been using it for a while @Abrarhamimfayz very helpful feature!

4 Likes

Yes @AslamMo i got to know that, really helpful.

4 Likes

Google Maps adds new features for Bangladesh.
Google officially announced New navigation mode, revamped turn-by-turn directions in Bangla and safety features for Bangladesh.

Proud to be part of it as a Local Guide. Thanks, Google for inviting me to the announcement event.

Zunaid Ahmed Palak, state minister for ICT Division,Bangladesh attended the event as a chief guest.

There were 14 Googler from abroad, 9 Google Local Guides from Bangladesh including me and Krish Vitaldevara (director product management Google Maps); Anal Ghosh (senior program manager, Google Maps, South Asia); Bickey Russell(business and operations lead, Google) and Jessica Bayern(business development and operations, Google) were also present at the time.

After launching the new features and press event we took our lunch and after that 9 Googlers took a session of 9 local guides from Bangladesh. That was an informal feedback session with the Google Maps product team to share our thoughts and feedback about Google product and our experience contributing as a Local Guide!

That was really amazing meet-ups with many Googlers.

I was super excited when I captured a moment with all the Googlers in one frame.And they are-
Sanket Gupta, Cordula Oertel, Nick Levitt, Hyma Murthy, Ankush Sud, Torrey Hoffman, Abhilasha Rao, Anal Ghosh, Krish Vitaldevara, Bickey Russell, Jessica Bayern.
Thank you Google Local Guides Team!

32 Likes

Congrats @SumaiyaZafrin for these new features and for being part of the announcement.

Hope we can see at least basic navigation in Iran, too. We really need it like people who are living in other countries.

7 Likes

@SumaiyaZafrin It was great meeting you at the event.

Nice recap!

3 Likes

Wow, you have done a great job! I was also very excited to be a part of this announcement. Thank you so much @SumaiyaZafrin for sharing those great moment with us.

6 Likes

@SumaiyaZafrin Thanks apu for this nice share about that wonderful memorable event in Dhaka. Proud to be a participant of this event and so thankful to Local Guides team for bringing such kind of event for Local Guides in Dhaka, Banglades.

Its my pleasure that for the first time i joined any Google official event.

Proud to be a Local Guide too…

Happy Guiding!

7 Likes

This is cool @SumaiyaZafrin thanks for sharing.

2 Likes

This is a awesome feature @MahabubMunna , in India for some time!

5 Likes

Amazing features especially the 3rd one is really good to have here in India for safety reasons.

State minister holding Bangladesh local guides t-shirt is a great thing. You guys rock @MahabubMunna .

3 Likes

this feature in really helpful to anyone

3 Likes

Hello @MahabubMunna

Thank you for sharing such great event.

Thank you for interesting photos,!

Best wishes local guides Bangladesh.

4 Likes