Google maps for Bangladesh টাইটেলে ঢাকার এক অভিজাত হোটেলে গত 16th July,2019 অনুষ্ঠিত হয়েছিল এক অনুষ্ঠান ।
যেখানে উপস্থিত ছিল Google Maps Team এর 14 জন Google Officer , 8 জন লোকাল গাইড , Kormo app এর প্রতিনিধি ও সহযোগী সংস্থার ঊর্ধ্বতন বাক্তি বর্গ । ৭০-৮০ জন টেক মিডিয়া সাংবাদিক ।গত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
A photo there Bangladesh state minister of ICT division ( black coat ) in middle , Google team and local guide Bangladesh all member
A picture there Bangladesh local guides logo printed Tshirt in State minister hand & few local guides standing beside him
কি কি ছিল এই অনুষ্ঠানে:
A picture there Googler “Krish V” talking
অনুষ্ঠানের কি নোট স্পিকার অথবা মূল বক্তা ছিল গুগল ম্যাপের Product Director "Krish Vitaldevara " ,
তিনি তার বক্তব্য তুলে ধরেন গুগল ম্যাপে বাংলাদেশের কার্যক্রম। কন্ট্রিবিউশন পরিমাণ এবং অন্যান্য তথ্য চিত্র।
এরপরে তিনি তুলে ধরেন গুগল ম্যাপের নতুন তিনটি ফিচার যা বাংলাদেশের জন্য এর মাঝে 2 টি ফিচার তৃতীয় কোন দেশ যা চালু হতে যাচ্ছে
ফিচার তিনটি ছিল
১. মোটরবাইক বা দ্বিচক্রযান এর জন্য আলাদা লেন প্রদর্শন
২. বাংলা ভয়েস কমান্ড দিয়ে গুগল ম্যাপ পরিচালনা করা
৩. সেফটি: এটি চাইলে যে কেউ তার রাইড শুরু করার সময় চালু তার অবস্থান তার পরিবার-পরিজনের সাথে শেয়ার করতে পারে।
ফিচার এর কিছু ছবি নিচে যুক্ত করা হল
দেখান হচ্ছে কিভাবে বাইক রাইড রুট কাজ করে এবং এর মাকানিজম কি , কারা কিভাবে করল বিশদ বর্ণনা , এখানে AI আর Image Processing এর বাপার গুলো ও তুলে ধরা হয় ।
বাংলা ভয়েজ নেভিগেশন কিভাবে কাজ করে তার ডেমো দেখানো হয় । পাশাপাশি দেখান হয় কি ভাবে সেটিং করবে তার Android Device এ । সাথে চলে সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া এই ফিচারের উপর
Stay Safer এখানে দেখানো হয় একজন ব্যবহারকারী যখন কোথাও যাত্রা শুরু করে তখন কিভাবে তার গন্তব্যের পথ খুঁজে বের করবে এবং তার পরিবার-পরিজনের সাথে তার রুট শেয়ার করবে।এই অপশনটি চালু করে রাখলে যদি রুট থেকে 500 মিটার সরে যায় তবে স্বয়ংক্রিয়ভাবে তাকে নোটিফিকেশন দিবে যে চালক তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে ।একই সময়ে তার পরিবার-পরিজনের কাছে একটি নোটিফিকেশন যাবে তার সর্বশেষ গতিপথের
Kormo app নিয়ে যত কথা
গুগল ম্যাপের তিনটি ফিচার দেখানোর পাশাপাশি উদ্বোধন করা হয় গুগলের একটি ইনকিউবেশন প্রজেক্ট কর্ম। এটি একটি অ্যাপ ভিত্তিক চাকরি খোঁজার প্ল্যাটফর্ম। যেখানে বিভিন্ন ধরনের চাকরির সন্ধান পাওয়া যাবে।পাশাপাশি থাকবে বিভিন্ন রকম স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সহ অন্যান্য বিষয় বস্তু।
এসকল কথা তুলে ধরেন গুগোল অফিসার বেকি রাসেল
মানীয় প্রতিমন্ত্রীর বক্তব্য
মাননীয় প্রতিমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যের ধন্যবাদ জ্ঞাপন করেন গুগোল টিমকে এছাড়া তুলে ধরেন পূর্বে সরকারের সাথে গুগলের নানারকম কর্মকাণ্ডের কথা।এছাড়াও নি আশা ব্যক্ত করেন ভবিষ্যতে দিনগুলোতে গুগল সব সময় বাংলাদেশ সরকারের সকল ডিজিটাল কার্যক্রম পরিচালনায় সঙ্গে থাকবেন। পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সরকারের বিভিন্ন তথ্য প্রযুক্তি কর্মকাণ্ডের সর্বশেষ উন্নয়ন চিত্র তুলে ধরেন সাংবাদিকদের সামনে।
মদ্ধভোজ / লাঞ্চের কিছু ছবি
lunch এর সময় গ্রহন করা খাবারের কিছু ছবি
Local Guides Feed back Session
গুগল অফিসার নিক এর আহ্বানে লাঞ্ছ শেষে গুগোল অফিসারগণ বাংলাদেশের লোকাল গাইড দের সাথে বসে বিভিন্ন এ দেশের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে ভবিষ্যতের দিনগুলোতে কাজে দিবে।
Bangladesh local Guides member রা সকল সমস্যা নোট করে গুগল টিম এর কাছে হস্তান্তর করে
উপহার যা ছিল উপস্থিত লোকাল গাইড দের জন্য
Bangladesh Local Guides Member দের একটি গ্রুপ ছবি