Local Guides টিমের উপহারটুকু আমার হাতে এসে পৌঁছেছে তাই ধন্যবাদ কিংবা প্রাপ্তি স্বীকার স্বরূপ এখানে আমার এই পোস্ট লেখা আশা করি সকলের ভাল লাগবে।
Gift পেতে কে না ভালবাসে বলুন আর যারা গুগল্প্রেমী তারা সবসময় অপেক্ষা করে গুগলের পক্ষ থেকে কোন কিছু পাওয়ার জন্য । যা তাদেরকে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে তোলে ভলান্টিয়ারি কার্যক্রম আরো বেশি যুক্ত হওয়ার ক্ষেত্রে ।
আমি মনে করি গুগলের যেকোন উপহার লোকাল গাইড কার্যক্রম কে আরো ত্বরান্বিত করবে এবং যারা নিয়মিত কন্ট্রিবিউশন করে তারা সেটিকে তাদের যোগ্য সম্মান হিসেবে ধরবে ।
কারণ প্রতিটা মানুষ কোন কর্মকাণ্ডের বিনিময়ে সরাসরি কোন প্রকার বিনিময় আশা না করলেও সেটা যে কোনভাবেই হোক তার প্রাপ্য সম্মানটুকু পাওয়ার জন্য অপেক্ষায় থাকে সেটা যে কোন ভাবেই হোক ।
এই ধরনের ছোট উপহারগুলো প্রাপ্তির দ্বারা তাদের ভিতর উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে এবং আরো মনোযোগী হবে এই প্লাটফর্মে তার সর্বোচ্চ সেবাটুকু দেয়ার জন্য ।
আশা করি ভবিষ্যতেও এই ধরনের উপহার প্রদান চলমান থাকবে যাতে নিয়মিত লোকাল গাইডগণ তাদের প্রাপ্য ভালোবাসাটুকু সংগ্রহ করতে পারে টিমের পক্ষ থেকে।
মাহাবুব হাসান