"সোনালী সন্ধ্যা - Golden Evening" RECAP

“সোনালী সন্ধ্যা” শিরোনামে ছিল বাংলাদেশ লোকাল গাইডস এর 173 তম মিট-আপ। সোনালী সন্ধ্যা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটি আনন্দঘন মুহূর্ত সন্ধ্যা।

বাংলাদেশ লোকাল গাইডস কমিউনিটি থেকে প্রতিবার চেষ্টা করা হয় একটু ভিন্নভাবে মিট-আপ আয়োজন করার। তারই ধারাবাহিকতায় এবারেরও আয়োজন করা হয় এই ভিন্নধর্মী মিট-আপ। এবারের মিট-আপে পুরোনো লোকাল গাইডদের অংশগ্রহণ ছিল সবচে বেশি, তাই একে পূর্ণমিলনি ও বলা যায়।
পুরোনো অনেক সদস্য আছেন যারা কাজের ব্যস্ততার জন্য দীর্ঘ দিন ধরে মিট-আপে অংশগ্রহণ করতে পারেনি তাদের মধ্য থেকে অনেকেই এবার অংশগ্রহণ করেছেন।

বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে এই মিট-আপটি হোস্ট করি আমি বিষ্ণু মধু

উক্ত মিট আপ ছিল ফুড ক্রল কেন্দ্রিক যেখানে আমরা 20 জন লোকাল গাইড উপস্থিত হয়েছিলাম বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করতে এবং পাশাপাশি একটু আনন্দঘন সময় একসাথে অতিবাহিত করার জন্য।

এই আয়োজনটি ছিল মূলত খাওয়া-দাওয়াকে কেন্দ্র করে সাথে গল্প করা ও ছবি তোলা। যে কারণে আমরা ভেনু হিসেবে নিয়েছিলাম সম্প্রতি জনপ্রিয় “এরিস্টোক্রেট লাউঞ্জ” যা একটি বুফে রেস্টুরেন্ট।

মিট-আপের যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়
১. এখানে মূলত সবাই সবার ম্যাপ কন্ট্রিবিউশন প্রোফাইল একে অপরের সাথে শেয়ার করে এবং পর্যালোচনার মাধ্যমে কি করা উচিত বা কি বাদ দেয়া উচিত এগুলো নিয়ে আলোচনা করেন।
২. কানেক্ট পোস্ট নিয়ে পর্যালোচনা
৩. কমিউনিটির কার্যক্রম বৃদ্ধি করতে কি কি পদক্ষেপ গ্রহন করা দরকার তা নিয়ে আলোচনা
৪. সাউথ এশিয়া মিট আপ বা 175 তম মিটআপের সম্ভাব্য স্থান নিয়ে আলোচনা

মিটাপ সামারি
Meet Up Name: সোনালী সন্ধ্যা / Golden Evening
BDLG Meetup Number: 173 th
Meet Up Date: November 14, 2021
Number of Attendees: 20
Location: Dhanmondi, Dhaka.

68 Likes

অনেক সুন্দর করে বিস্তারিত বর্ননা দিয়েছেন, আর ছবিগুলোও অনেক সুন্দর হয়েছে। আর খাবার গুলো দেখতে খুবই সুস্বাদু লাগছে @Bishnu_Modhu

অবার লিখবেন, ধন্যবাদ

9 Likes

বাংলাদেশ লোকাল গাইডসের আয়োজিত চমৎকার এবং একটু ব্যতিক্রমী এই মিটআপে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য @Bishnu_Modhu আপনাকে এবং বাংলাদেশ লোকাল গাইডস কে অসংখ্য ধন্যবাদ।

8 Likes

It was an amazing meet-up @Bishnu_Modhu , I enjoyed it a lot and ate a lot :yum: . Thanks for hosting this nice meet-up.

7 Likes

@Bishnu_Modhu

নিঃসন্দেহে এটি একটি প্রশংসনীয় উদ্যোগ ছিল। ধন্যবাদ এমন একটি উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেয়ার জন্য। :heart:

5 Likes

@Bishnu_Modhu খাবার এর ছবি গুলো খুব লোভনিয় ছিলো. :yum:

3 Likes

আমার জীবনের একটি স্মরণীয় দিন ছিল সেদিন। বাংলাদেশ লোকাল গাইড টিমের প্রতি আমি কৃতজ্ঞ উক্ত মিটাপে স্থান দেয়ার জন্য। :heart: :innocent:

@Bishnu_Modhu আপনাকে ধন্যবাদ ব্রো এত সুন্দর একটা আয়োজনের উদ্যোগ নেয়ার জন্য। :heart: :heart_eyes:

5 Likes

amazing :heart:

missed it :cold_sweat:

5 Likes

ব্যস্ততার কারণে অংশগ্রহণ করতে পারিনি।

মনে হয় অনেক কিছু মিস করে ফেললাম

4 Likes

অফিশিয়াল প্রতিবন্ধকতা কাটিয়ে মিটয়াপে অংশগ্রহণ করতে না পারার কষ্ট অনেকটা লাঘব হয়েছে পোস্ট পড়ে আর প্রানোজ্বল ছবিগুলো দেখে। ধন্যবাদ দাদা :heart:

3 Likes

@Bishnu_Modhu সুন্দর গুছিয়ে লেখা পোস্ট। খুব ভাল অভিজ্ঞতা ছিল আমার জন্য। এটা আমার জীবনের প্রথম ফিজিক্যাল মিটআপ।

2 Likes

ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামত প্রদানের জন্য @AbdullahAM আপনার সাথে অনেক দিন আগে মিট-আপে একবার দেখা হয়েছিল। আশাকরি আবার দেখা হবে। আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

আপনাকে ধন্যবাদ ভাইয়া মিট-আপেঅংশগ্রহণ করার জন্য @AbdusSattar এভাবেই সব সময় পাশে থাকার আহ্বান রইলো।

ধন্যবাদ ভাইয়া @MukulR আপনারা পাশে ছিলেন বলেই এত সুন্দর আয়োজন সম্ভাব হয়েছে।

আপনারা অংশগ্রহণ করেছেন বলে এত সুন্দর আয়োজন হয়েছে দাদা @Designer_Biswajit এভাবেই পাশে থাকবেন এবং পাশে রাখবেন।

খাবার গুলো ও খুব মজাদার ছিল ভাইয়া @sohanul_islam24

ধন্যবাদ দাদা @AbirAryan আপনাদের সকলকে নিয়েই বাংলাদেশ লোকাল গাইডস পরিবার।

ধন্যবাদ ভাইয়া @anazizullah আপনার সাথে অনেক দিন দেখা হয় না ভাইয়া। আপনাদের অনেক মিস করি ভাইয়া।

আশাকরি খুব তাড়াতাড়ি পরবর্তী মিট-আপে দেখা হবে ভাই @Mehedi_Murad_92

ধন্যবাদ ভাই @Polash0001 যারা চাকরি করেন তাদের প্রায় সকলেরই একই সমস্যা ভাই। আমি কয়েক দিন আগে বলে ছুটির ব্যবস্থা করেছিলাম।

এবারের মিট-আপে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া @IshtiakAhmed আপনার সাথে পরিচয় হয়ে বেশ ভালো লেগেছে। আশাকরি পরবর্তী আয়োজন গুলোতে এভাবেই পাশে থাকবেন। আপনারা পাশে আছেন বলেই বাংলাদেশ লোকাল গাইডস এতটা পথ পাড়ি দিতে পেরেছে।

6 Likes

এই রকম সন্ধ্যা বার বার ফিরে আসুক

4 Likes

Thank you @Bishnu_Modhu for an amazing evening time.

3 Likes

খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ দাদা @Bishnu_Modhu আপনাকে এতো সুন্দর একটা মিট-আপের আয়োজন করার জন্য। ছছবিগুলো খুবই সুন্দর হয়েছে।

3 Likes

একেক পোস্টের আবেদন একেকরকম হয়। এই পোস্টে খাবারের ছবিগুলো সুন্দর হওয়াটা ছিল পোস্টের মূল আবেদন। এবং সেটা একদম পারফেক্টলি হয়েছে। এমন আয়োজন দারুন বুস্ট করে। @Bishnu_Modhu

4 Likes

@Bishnu_Modhu প্রোগ্রামটি অনেক সুন্দর হয়েছে ভাই, ব্যস্ততার জন্য উপস্থিত থাকতে পারলাম না, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে

3 Likes

Wow!.. It seems so tasty and delicious!.. Being a Bengali boy from West Bengal, India… It’s absolutely pleasurable to glance down the mouth-watering and fresh foods which seems to be very tasty in its own kind!.. Can’t wait to gobble it!!! :grin: :grin: :grin:

2 Likes

আপনারা চাইলে অবশ্যই বার বার ফিরে আসবে ভাই @Mazharul_BDLG

ভাইয়া, আপনাকে বিশেষ ধন্যবাদ এত দূর থেকে এসেঅংশগ্রহণ করার জন্য @MehadeHasan

আপনাকে ও অনেক অনেক ধন্যবাদ ভাই মিট-আপে অংশগ্রহণ করার জন্য @Papel_Mahammud আপনার সাথে আবার আমার প্রথম মিট-আপ ছিল।

ভাইয়া আপনাদের অনেক মিস করি :disappointed_relieved: @RafsanRana আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শেখার বাকি আছে। আগের মতো এখন আর আপনাদের সাথে দেখা হয়না কথা হয়না… সময় পেলে মিট-আপে আসবেন ভাই।

ধন্যবাদ ভাই @SunMoon পরবর্তীতে অবশ্যই দেখা হবে। যত দিন যাচ্ছে ততই সবাই ব্যস্ত হয়ে পরছে।

ধন্যবাদ দাদা @Saprativ_Das খাবার গুলো খুব মজাদার ছিল।

5 Likes

ভিন্ন ধরণের একটা মিট আপ করেছেন সবাই,

3 Likes