গাজীপুরের লোকাল গাইডরা মিলে meet-up করতে চাই । সকলের পরমর্শ চাই
Hello @Mehedi672
Nice to meet you and I believe I can still say welcome to local guides connect. To search for meet-up or even posts from local guides in Gazipur,all you need to do is search the community using the same name of the town or city.
For Instance I believe they have been a number of meet-ups in Gazipur.
I believe there are more if you search the community using the task bar. I fished out these just to show. You can also find a post in your preferred language check Here
Nevertheless there are procedures for organising a meet-up on connect. Please look at How-to-organize-a-successful-meet-up . Maybe @MukulR an accessibility champion from Bangladesh will link you up with local guides there.
Cheers
Thanks
আপনার উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ @Mehedi672 ভাই। মিটাপ করার জন্য আপনাকে আগে মিটাপ সাবমিট করতে হবে এখানে। তাই আপনার পরিচিত স্থানীয় লোকাল গাইডদের সাথে আলোচনা করে ঠিক করুন কি নিয়ে মিটাপ করতে চাচ্ছেন। বিষয় ঠিক করে তারিখ ও সময় নির্ধারণ করে কানেক্টে মিটাপ সাবমিট করুন। অন্য লোকাল গাইডরা যাতে আপনার মিটাপ সম্পর্কে জানতে পারে সেজন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে মিটাপ নিয়ে পোষ্ট করুন। আপনি বাংলাদেশ লোকাল গাইডস বা লোকাল গাইডস বাংলার সদস্য হলে আপনার মিটাপ ওখানে অনুমতি সাপেক্ষে পোষ্ট করতে পারেন। এভাবেই আপনি গাজীপুরে মিটাপ করতে পারেন। শুধু এখানে পোষ্ট করে তেমন কাউকে পাবেন বলে মনে হয় না। আপনার আপনার উদ্যোগের জন্য আবারো ধন্যবাদ।
@SholaIB thanks a lot for tagging me to me this post .
thank you…
@Mehedi672 hello. I’m from gazipur you can call meetup I’ll meet with you
ধন্যবাদ ভাই আপনাকে @Mazharul_BDLG