কেমন আছেন সবাই?
১৫ই জানুয়ারি , আগামী রবিবার আমাদের লোকাল গাইড কানেক্টএর ৮ বছর পূর্ণ হবে৷ এই উপলক্ষে আমরা ময়মনসিংহ জেলার একটি বিখ্যাত উপজেলা গফরগাঁওএ একটি ফটো ওয়ার্ক মিট আপ আয়োজন করতে যাচ্ছি ।
এই মিটআপের মাধ্যমে আমরা গফরগাঁওয়ের বিখ্যাত কিছু জায়গাকে তুলে ধরার চেষ্টা করব । যদি সেদিন ফ্রি থাকেন , তাহলে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মিটআপে অংশগ্রহন করার জন্য ।
মিটআপ এর তথ্যঃ
Time: 3.30 pm - 5.00 pm
Date: 21 Janurary, 2023
Location: Datter Bazar, Gafargaon
কি কি আনতে পারেনঃ
১. পানির বোতল।
২. ভালো ক্যামেরার ফোন।
৩. অবশ্যই মাস্ক পড়ে আসতে হবে ।
কেউ যদি আমাদের সাথে মিটআপ এ অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমাকে প্রাইভেট মেসেজে জানিয়ে নিশ্চিত করবেন।
ধন্যবাদ @NareshDarji ভাই পৃথিবীরব্যাপি কানেক্ট ডে উপলক্ষে মিটআপ আয়োজন করতে উদ্ভুদ্ধ করার জন্য।
#LGAnnivmeetup
