৩৩ তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে, মাসব্যাপী লোককারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৪।
আয়োজনে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন,
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
গ্রামবাংলার ঐতিহ্য গভীরভাবে ফুটিয়ে তুলতে গ্রামীণ সংস্কৃতির আদলে তৈরি বাহারি সব তৈজসপত্রের আলোকেই আয়োজন করা হয় এ মেলা। দর্শনার্থীদের উপচেপড়া ভিড় যেন লেগেই থাকে। মেলায় বানানো, প্রদর্শনী ও বিক্রয় করা হয় বেতের ঝুঁড়ি, ঘোড়ার গাড়ি, শঙ্খ, মৃৎশিল্প, বাঁশ-বেত, ঝিনুকের মালা, একতারা, দোতারা, বাঁশি, বেতের টুপি, কাঠের পুতুল, মাটির হাঁড়ি, নকশিকাঁথা ও জামদানি শাড়ি প্রভৃতি।
আছে বায়োস্কোপ, পুতুল নাচ, নাগরদোলা, সারাদেশের লোকজ শিল্পীরা প্রতিদিন গান পরিবেশন করেন।
এবার মেলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- ১৬ জানুয়ারী থেকে মাসব্যাপী ১৫ ফেব্রুয়ারী অব্দি চলবে এই মেলা
- মেলা যেখানে অনুষ্ঠিত হয়: সোনারগাঁ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের মাঝের মাঠে।
- স্টল এর বিবরনী: হস্তশিল্প, মৃত শিল্প, বাশ ও বেতশিল্প, পাটশিল্প, পিতল ও কাসা শিল্প, শোলা শিল্প, কাঠ শিল্প, জামদানী শিল্প, কামার শিল্প, নকশিকাঁথা মোট ৩২ টি ষ্টল। এগুলো বানানো, প্রদর্শনী ও বিক্রয় চলছে।
- ৫৫ টি অস্থায়ী স্টল, এছাড়াও বেশ কিছু স্থায়ী ষ্টল রয়েছে পুরো কমপ্লেক্স জুড়ে। যেখানে রয়েছে বিভিন্ন হস্ত শিল্প, জামদানী শাড়ি, খেলনা সামগ্রী, খাবারের দোকান ইত্যাদি।
- সারা দেশের বিভিন্ন জেলা থেকে দোকানীরা ও কারু শিল্পীরা এসেছে।
- প্রদর্শনীর সময়: অন্যান্য সময়ে সকাল ১০ টায় খোলা হয় বিকেল ৫ টায় বন্ধ। মেলা চলাকালীন ১ মাস রাত ১০ টা অব্দি খোলা।
প্রবেশ ফী:
- মুল ফটক প্রবেশ ফী ৫০ টাকা।
- শিক্ষা সফরের ছাত্র ছাত্রীদের জন্য ৩০ টাকা।
- ৪ বছরের নিচের শিশুদের জন্য ফ্রী।
- মুল ফটক বিদেশীদের জন্য ১০০ টাকা।
- মেলা চলাকালীন সময়ে বিকেল ৫ টার পর টিকিট লাগে না।
- বড় সরদার বাড়ি প্রবেশ ফী ১০০ টাকা
- বড় সরদার বাড়ি বিদেশীদের জন্য ২০০ টাকা
যেভাবে যাবেনঃ
-
ঢাকা থেকে প্রথমে গুলিস্তান, মাওলানা ভাষানী হকি স্টেডিয়াম এর সামনে থেকে দোয়েল অথবা স্বদেশ পরিবহনে করে ৬৫ টাকায় মোগরাপাড়া বাসস্ট্যান্ড,( চাইলে চৈতি টেক্সটাইল এর সামনে ও নামতে পারেন। ঢাকা থেকে আসলে আমি রিকমেন্ড করবো এই রুটে যাওয়ার জন্য) তারপর অটো বা রিক্সা করে ২০ টাকায় সোনারগাঁ লোক ও কারুশিল্প যাদুঘর।
-
চট্টগ্রাম বা ওই দিকের জেলা গুলো থেকে আসলে মোগরাপাড়া বাসস্ট্যান্ড নেমে অটো বা রিক্সা করে ২০ টাকায় সোনারগাঁ লোক ও কারুশিল্প যাদুঘর।
এই মেলার আগের সকল পোস্ট: