Fog such a strangely beautiful city In the month of Chaitra, the fog in Dhaka is such a strangely

এপ্রিলের আজ 09 তারিখ। এই সময়টায় মূলত দেশে ভ্যাপসা গরম অনুভূত হয়। আর ঢাকা শহরে বিশেষ করে পুরান ঢাকা শহরে প্রচুর গরম থাকে।

মূলত এই সময়টাতে আমরা পূর্ববর্তী সময় গুলোতে ঢাকার ভয়ানক রূপ দেখতে পেতাম, প্রচণ্ড গরমে ঘরে থাকা যেত না ।

কুয়াশাচ্ছন্ন ঢাকা শহর

ভ্যাঁপসা গরম আমাদের জীবন যাপন করে দিতো বিপর্যস্ত।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে এই সময়ে ঢাকায় দেখা মিলছে কুয়াশার, রাতের পরিষ্কার আকাশে দেখা মিলছে সুন্দর ফকফকা চাঁদের এবং তারার মেলা, দিনের বেলা মিলছে আগের চেয়ে বেশী পাখির কিচির মিচির এর শব্দ ।

মানুষের ঘরে থাকার সুযোগে যেন বাংলাদেশের প্রকৃতি নিজেকে ঢেলে সাজিয়ে নিচ্ছে, ‘আখলাকুল মাখলুকাত’ – সৃষ্টির সেরা জীব মানুষকে হয়তো প্রকৃতি ভালো করে বুঝিয়ে দিচ্ছে সেরা জীবের কাছে সে এতদিন তার প্রাপ্য সম্মান টা পাচ্ছিলো না।

সদরঘাট এলাকায় সন্ধ্যেবেলার একটি ছবি

চলুন দেখে নেই কুয়াশা ঢাকা আজকের ঢাকা ও পারশ্ববর্তী এলাকার ছবি।

40 Likes

@user_not_found ভাই, প্রথম ছবিটি কী যাত্রাবাড়ি ফ্লাই ওভার থেকে তোলা ছবি?

আপনার observation আমাকে অবাক করেছে.

সত্যি এখন এই সময়ে কুয়াশা!! চিন্তাই করা যায় না!!!

1 Like

@ShakilAK

এটি মগবাজার ফ্লাই ওভার।

ধন্যবাদ @user_not_found দাদা শেয়ার করার জন্য। উপরের ছবিগুলি আমায় অবাক করেছে। এবং আপনার বিবরণ ও যথাযথ।

#হ্যাপি গাইডিং