First Tent Night Experience In My Life

বাংলাদেশ লোকাল গাইডের ২০০ তম মিট আপ আয়োজন করা হয়েছিল সুদূর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের কলবাড়িতে।

সারা বাংলাদেশ থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে ৪৭ জন লোকাল গাইড নির্বাচন করা হয়।

এই ৪৭ জনকে নিয়ে ডিসেম্বর ২৩-২৪ তারিখে একটি জমকালো মিট আপ অনুষ্ঠিত হয়েছে বরসা রিসোর্টে।

উক্ত মিট আপে অংশগ্রহণকারীদের রাত্রি যাপনের জন্য রিসোর্টে রুমের ব্যবস্থা করা হয়।

কিছু লোকাল গাইড সদস্যগন আগে থেকে পরিকল্পনা করে তাবু নিয়ে আসেন রাত্রি যাপনের জন্য।

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

জীবনের এ এক ভিন্ন রকম অভিজ্ঞতা।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকাল গাইডগন ৫ টি তাবু নিয়ে আসেন।

আমি আমার জীবনে কোন দিনও তাবুতে রাত্রি যাপন করিনি বিধায় এটি নিয়ে আমার আগ্রহের শেষ নেই।

আমি আয়োজকদের আমার ইচ্ছার কথা জানাই এবং তারা আমাকে তাবুতে রাত্রি যাপনের অনুমতি প্রদান করেন।

এবারের মিট আপটি সুন্দরবনের কোল ঘেষে নদীর পাড়ে অনুষ্ঠিত হয়।

এমনিতেই শীত কাল তার উপর নদীর তীর বর্তী হওয়ায় প্রচুর শীত অনুভূত হচ্ছিল।

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

লোকাল গাইড কমিউনিটি থেকে আগেই নির্দেশনা ছিল যেন পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় নিয়ে নেওয়া হয়।

একটি সুবিশাল খোলা জায়গায় ৫ টি তাবু স্থাপন করা হয় এবং তাবুর মাঝখানে আগুন জ্বালানো হয় যেন আগুনে শীতের প্রকোপ কিছুটা হলেও কমে।

এ পর্বে প্রথমেই সকল সদস্যরা নিজেদের পরিচয় প্রদান করেন এবং কমিউনিটির সিনিয়র সদস্যদের কাছে অন্য সদস্যরা গুগল ম্যাপ ও কানেক্ট ফোরাম নিয়ে নানান ধরনের সমস্যা নিয়ে প্রশ্ন করেন এবং সিনিয়র সদস্যরা তার উত্তর প্রদান করেন।

ছবিঃ আমি এবং বাংলাদেশ লোকাল গাইডের সদস্যরা

ছবিঃ আমি এবং বাংলাদেশ লোকাল গাইডের সদস্যরা

ছবিঃ তাবুর পাশে আগুন , ছবি তুলেছেন লোকাল গাইড শাহরিয়ার রায়হান ভাই

এরপর এ বছর নির্বাচিত দুই জন গাইডিং স্টার কে কমিউনিটির অন্য সদস্যদের সাথে পরিচয় করে দেয়া হয় এবং তাদের কে গাইডিং স্টার হওয়া সম্পর্কে নানান প্রশ্ন করা হয়।

এ পর্যায়ে বিভিন্ন খাবারের আয়োজন করা হয় এবং সবাই মিলে গিটারের তালে তালে সম্মিলিত ভাবে গান পরিবেশন করেন।

ছবিঃ লোকাল গাইড নাজিম ভাইএর

তাবুতে রাত্রি যাপনের জন্য তাবুতে নানান রকমের সুরক্ষা পদ্ধতি গ্রহণ করা হয়।

তার মধ্যে তাবু সেট করার পর নিচ থেকে যেন ঠান্ডা বের হতে না পারে তার জন্য ই ফোম ব্যবহার করা হয়েছে তার পর ই ফোমের উপর ২ টি তোশক বিছানো হয়েছে যেন শীতে আরাম পাওয়া যায় তার উপর চাদর বিছানো হয়েছে।

গায়ে দেয়ার জন্য কম্বল, বালিশ সব কিছুর ব্যবস্থা ছিল।

বাইরে থেকে যেন সাপ বা পোকামাকড় ভিতরে প্রবেশ করতে না পারে তার জন্য তাবুতে দুই স্তরের ব্যবস্থা ছিল।

বাইরে যতোটা ঠান্ডা ছিল তাবুর ভিতরে তত ঠান্ডা ছিলো না।

ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

;ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

;ছবিঃ লোকাল গাইড মাহবুব ইসলাম

রাতের খাবার খাওয়ার পর একটি তাবুতে আমি এবং মাহাবুব হাসান মুন্না ভাই প্রবেশ করি।

অন্য তাবুর একটিতে আব্দুস সাত্তার ভাই

একটিতে যুবরাজ ভাই ও গাজী সালাউদ্দীন ভাই

একটিতে তানভির ভাই ও সানমুন ভাই

এবং একটিতে আজিজ ভাই রাত্রি যাপন করেন।

তাবুর ভেতর এক অন্যরকম পরিবেশ ঠান্ডা কম এবং চারপাশে নীরবতা।

শুরুতে এতো শীতের মধ্যেও গরম ই লাগছিল আমার শেষ রাতে হালকা ঠান্ডা লেগেছিল।

খুবই আরামদায়ক ঘুম হয়েছে আমি সহ সকলের।

ধন্যবাদ বাংলাদেশ লোকাল গাইড কে এতো সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ এই মিট আপের হোস্ট জনাব ইঞ্জিনিয়ার নাসির উদ্দীন ভাইকে।

মাহাবুব হাসান মুন্না ভাই, আব্দুস সাত্তার ভাই, বিন্ষু মধু দাদা, যুবরাজ ভাই, মিঠু ভাই, নাজিম ভাই, হিমু ভাই, নুরে আলম ভাই,আজিজ ভাই অয়ন , বিশাল সহ সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল এই মিট আপ।

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রত্যাশায় রইলাম হয়তো আবার কোন দিন তাবুতে রাত্রি যাপনের সুযোগ পাবো।

ধন্যবাদ সবাইকে।

#bdlg200 #200thmeetup #localguidesbd #BDLG #bdlgmegameetup #localguidesconnect #meetup

60 Likes

ভালো ত ছবি তুলছেন ভাই, সব তাবু ছবি, অন্য রকম ভালো লাগছে দেখে :heart: :sparkling_heart: :purple_heart: :heavy_heart_exclamation:

@MahbubIslam

5 Likes

@MahbubIslam আমি দুইটি তাঁবু নিয়েছিলাম। লেখা ভাল লাগল।

5 Likes

@SanjayBDLG ধন্যবাদ ভাই আপনাকে যে আপনি দুটি তাবু নিয়েছিলেন।

আশা করি ভবিষ্যতে ও এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

আবারো ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।

4 Likes

@Ayeshashimu সুন্দর মতামতের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিনিয়র লোকাল গাইড :heart: আপু

4 Likes

Last 150th meetup time we some local guides also spent night at tent. Great experience for me. @MahbubIslam thanks for sharing your tent experience & well written brother.

3 Likes

খুব সুন্দর করে লিখেছেন ভাইয়া, ছবিগুলো দেখে আপনাদের সবার কথা আবারো মনে পড়ছে

4 Likes

কিছু ব্যক্তিগত সমস্যা থাকায় আমি মিটআপ এ অংশগ্রহণ করার জন্য আবেদন করিনি।

কিন্তু এখন আপনাদের দেখে হিংসা হচ্ছে @MahbubIslam ভাই।

আমার এখনো তাবুতে ঘুমানোর অভিজ্ঞতা হয়নি।

খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন ভাই!

4 Likes

@MehadeHasan You are a senior local guide i always try to learn from you.

Thank you very much for your valuable comment.

2 Likes

@NasimJ আমি ব্যক্তিগত ভাবে প্রত্যাশা করেছিলাম আপনি মিট আপে থাকবেন কিন্তু আপনাকে না দেখে হতাশ হয়েছিলাম।

যাই হোক ইনশাআল্লাহ নেক্সট মিট আপে দেখা হবে।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

শুভকামনা রইলো ভাই আপনার জন্য।

3 Likes

তাবু নিয়ে আপনার পোস্ট ভালো হইছে।

2 Likes

আপনার মিটআপের অভিজ্ঞতা ও প্রথম তাবুতে রাত্রি যাপনের অনুভূতি জেনে বেশ ভালো লাগলো @MahbubIslam । আমাদের সাথে সুন্দর মুহূর্তগুলোর ছবি ভাগাভাগি করে নেওয়ার জন্য ধন্যবাদ।

3 Likes

ভালো লিখেছেন ভাই @MahbubIslam

ছবিগুলোও অনেক সুন্দর, আমারও ইচ্চা ছিল টেন্টে থাকবো । কিন্তু আমার ঠান্ডার সমস্যা আছে তাই রিস্ক নেই নি।

4 Likes

ইনশাল্লাহ @MahbubIslam ভাই!

4 Likes

একটি আশ্চর্যজনক অভিজ্ঞতা মত শোনাচ্ছে! @MahbubIslam

3 Likes

@NahidHossain @Papel_Mahammud @Saiyen @MonirHB Thanks a lot all of u.

4 Likes

উপস্থাপনা দারুণ। ভালো লেগেছে অনেক।

যদিও টেন্টে থাকার ইচ্ছেটা অপূর্ণ রয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম।

3 Likes

@MahbubIslam আমি কখনো তাবুতে থাকিনি, এন্তু ছবি তুলেছিলাম এবার মিটাপে এসে। অনেক ভালো লেগেছে

2 Likes

@Nupur248 @TajkiyaNijami আপনাদের সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

1 Like

@MahbubIslam এর আগে ১৫০ তম মিটআপে তাবুতে থাকার সৌভাগ্য হয়েছিল। এবারও সেই সুযোগ আর মিস করতে চাইনি, তাই রাতে তাবুতে ছিলাম

1 Like