রমাদান মাস মুসলিমদের জন্য এক আনন্দময় ও বরকতের মাস। সারাদিন সিয়াম পালন করার পর সন্ধ্যার সময় নিজে ইফতার করা এবং অন্যান্য রোজাদার মানুষকে ইফতার খাওয়ানো অনেক সাওয়াব এর কাজ। এই মাসে সকল মুসলিম চেষ্টা করে সকল দরিদ্র ও অসহায় মানুষকে ইফতার করানোর জন্য। এসময় প্রায় প্রতিটি মসজিদে ফ্রী ইফতার এর ব্যাবস্থা থাকে যা সকলের জন্য উন্মুক্ত। ধনী গরীব সকলে একই সাথে বসে খাবার খায় ও শ্রেনীবৈষম্য ভুলে যায়।
আজ এখানে আমার এলাকার আশেপাশের কিছু মসজিদের লোকেশন দিচ্ছি যেখানে বিনামূল্যে ইফতার করানো হয়।
খুবই ইন্টারেস্টিং, জেনে ভালো লাগলো। কখনো যদি রমাদানে জাপান থাকি তাহলে অবশ্যই ট্রাই করবো ইনশাআল্লাহ। ছবিতে মনে হচ্ছে খিচুড়ি টাইপের কিছু, আর সাদা বাটিতে কালো কালারের এটা কী…?
Your AI generated iftar photo made me drool. Literally. And It’s only the middle of the day of my fasting.
This is a beautiful and timely post. Iftars are distributed for free at all the mosques here too. I had a chance attending a few iftars when I was in Florida. Here are some photos of the iftars I attended:
সাদা কাপে এ কোকো পুডিং ছিল। সাথে ছিল Bulgur Pilaf যেটা একটা তুর্কিস পোলাও। Bulgur হচ্ছে Whole wheat এর একটা Form। যার সাথে তুর্কিস স্পাইস দিয়ে পোলাও এর মত রান্না করা হয়। আরো ছিল তুর্কিস সেমাই এর স্যুপ ও sauteed chicken. @Soykot_azam
রোজার মাঝামাঝি সময়ে ক্ষিদে বাড়িয়ে দেওয়ার জন্য দু:ক্ষিত @SoniaK আপু।
জেনে অবাক হবেন যে আপনার ছোলা জিলাপি চপ ও স্যুপ এর ছবি যখন দেখলাম তখন আমারো রোজার মাত্র শুরুর অংশ। আজকে সারাদিন ক্ষিদে নিয়েই থাকতে হবে।
অত্যন্ত খুশি হলাম আপনার ইউএসএ এর খাবার দেখে, খাবারের বৈচিত্র্য ও ভিন্নতা টেস্ট করে দেখতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন অব্ধি সকল রমাদান ই দেশে কাটানো হয়েছে। আশাকরি আল্লাহ চাইলে কোন এক রমাদানে দেশের বাইরে এমন একটা অভিজ্ঞতা হবে।
ধন্যবাদ @Trishatishu বিস্তারিত বলার জন্য।
আসলে খাবারের বৈচিত্র্য ও ভিন্নতা সবসময়ই আমাকে আকর্ষণ করে। টার্কিস ডিশ এখনো অব্দি খাওয়া হয়নি। তবে দেখে মনে হয়েছে খুবই স্বাস্থ্যকর ও সুস্বাদু হয়েছে।