Chatim flower has many medicinal properties. The deer of this flower is much higher. Chatim flower is found in all countries of South Asia including Bangladesh. In our country.
আমাদের গ্রামে প্রচুর ছাতিম গাছ আছে। অনেক বড় গাছও আছে কিন্তু এর ফুল কখনো দেখিনি জানিওনা যে এ গাছে ফুল ধরে। ছোটবেলা শুনতাম এ গাছের কাঠ দিয়ে নাকি দিয়াশলাইয়ের কাঠি তৈরি করে এ কথাটা কতটুকু সত্য তাও জানিনা। @GaziSalauddinbd অসংখ্য ধন্যবাদ ভাই এ গাছ সংক্রান্ত একটি সুন্র পোস্ট শেয়ার করার জন্য।
@GaziSalauddinbd Bhai আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা পোস্ট করার জন্য। আমার এলাকায়এটাকে ছাইতন গাছ বলে এর ছাল বা চামরা দেখি মাঝে মাঝে মানুষ তুলে নিয়ে যায় কি কাজ হয় জানিনা আবার এর ফুল এর গনধ কিনতু বেস ভালো। আবার এলাকার মধুর চাক যারা কাটে তারা বলে এই ফুলের মধু নাকি ভালো হয়। কেননা এখন সরিষা ফুল হয়নি তাই মৌমাছি ছাইতন ফুল থেকে মধু সগ্রহ করে।
Thanks @GaziSalauddinbd for your interest in the Community Photo Challenge but you need to submit a photo that you have uploaded to Google Maps, not just any regular photo. And you also need to explain why the photo is good and how it can support the local business. Please read the post again for the requirements! Looking forward to your proper submission!