ভ্রমণের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি ২০২০
Visiting date: 18 February 2020
Falaknuma Palace was built by Nawab Sir Viqar-ul-Umra, the Prime Minister of Hyderabad. After a visit to Europe he decided to build a European styled residence for himself. It took almost 9 years to complete the construction of the palace started from 1884. It is one of the most popular tourist spots of Hyderabad. The Palace was later purchased by the sixth Nizam of Hyderabad, Mir Mahbub Ali Khan in 1897. The palace served as a royal guest house to him.
The palace was built in the shape of a scorpion with two stings spread out as wings in the north.
মানুষের কিছু কিছু কীর্তি দেখে মাঝে মাঝে বিষ্ময়ে অভিভূত হতে হয়। নান্দনিক সৃষ্টিশীলতা, সৌন্দর্য ও আন্তরিকতা দিয়ে গড়া এসব স্থাপনা আমাদের হ্রদয়কে বিমোহিত করে। তেমনই একটি স্থাপনা হলো ফালাকনুমা প্রাসাদ। এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে অবস্থিত অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
১৮৮৪ সালে নির্মাণ কাজ শুরু হয় এই প্রাসাদ এর। হায়দ্রাবাদের নিজাম এর প্রধানমন্ত্রী নবার স্যার ভিকার-উল-উমরা এর উদ্যোগে প্রায় নয় বছর ধরে নির্মিত হয় তার ব্যক্তিগত এই প্রাসাদ। তিনি ছিলেন একজন ভ্রমণ পিপাসু মানুষ। বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ ভ্রমণের প্রভাব তাকে নিজের জন্য এধরনের একটি বাসস্থান নির্মাণে অনুপ্রানিত করে।
Falak-numa means “Like the Sky” or “Mirror of Sky”.
The Falaknuma Palace has been constructed with Italian marble.
32 acres of area.
Approximately 2,000 feet above Hyderabad.
English architect William Ward Marrett (1840-1903) designed the palace.
ফালাকনুমা উর্দূ শব্দ যার অর্থ ”আকাশের প্রতিবিম্ব” বা ”আকাশের মত”।
প্রায় ২,০০০ ফুট উঁচুতে অবস্থিত ইতালীয়ান মার্বেলে তৈরী ৩২ একর জায়গা নিয়ে তৈরী ফালাকনুমা প্রাসাদের নকশা করেছেন র্ইংরেজ স্থপতি উইলিয়াম ওযার্ড ম্যারেট (১৮৪০-১৯০৩)।
১৮৯৭ সালের বসন্তে হায়দরাবাদের ষষ্ঠ নিজাম মীর মাহবুব আলী খানকে প্রাসাদে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি তাঁর অবস্থানের মেয়াদ বাড়িয়ে এক সপ্তাহ করেন, তারপর ১৫ দিন এবং তারপরে এক মাস বাড়িয়ে দিয়েছিলেন। ব্যাপারটি স্যার ভিকারকে প্রাসাদটি নিজামকে উপহার হিসেবে প্রদান করতে উৎসাহিত করেছিল। নিজাম তা গ্রহণ করেন, তবে প্রাসাদের কিছু মূল্য দিয়েছিলেন।
তিনি প্রাসাদটি তাঁর রাজকীয় অতিথিশালা হিসাবে ব্যবহার করতেন। তাঁর রাজকীয় অতিথির তালিকায় ছিলেন রাজা পঞ্চম জর্জ, রানী মেরী, অষ্টম এডওয়ার্ড ও জার দ্বিতীয় নিকোলাস।
প্রাসাদের বলরুমটিতে আছে দুই-টন ওজনের মানুষ চালিত একটি অর্গান রয়েছে যা বিশ্বের একমাত্র।
প্রাসাদে আছে ৬০ টি কামরা এবং ২২ টি হলরুম।
এতে আছে খোদাই করা আখরোটের ছাদসহ একটি গ্রন্থাগার রয়েছে যা উইন্ডসর ক্যাসলের প্রতিরূপ।
The list of royal visitors included King George V, Queen Mary, Edward VIII and Tsar Nicholas II.
The ballroom contains a two-ton manually operated organ said to be the only one of its kind in the world.
The palace has 60 rooms and 22 halls.
It has a library with a carved walnut roof, a replica of the one at Windsor Castle.
The dining hall can seat 101 guests. It’s the world’s largest dining hall and has chairs made of carved rosewood with green leather upholstery. Burroughs and Watts from England designed two identical billiards tables, one of which is in Buckingham Palace and the other in the palace’s billiards room.
এর ডাইনিং হলে ১০১ জন অতিথিদের বসতে পারে যা বিশ্বের বৃহত্তম। ইংল্যান্ডের ”বারোজ এবং ওয়াটস” দুটি অভিন্ন বিলিয়ার্ড টেবিল ডিজাইন করেছিলো যার একটি বাকিংহাম প্যালেসে এবং অন্যটি প্রাসাদের বিলিয়ার্ডস রুমে।
প্রাসাদটি ২০০০ সাল পর্যন্ত নিজাম পরিবারের ব্যক্তিগত সম্পত্তি ছিল এবং জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না।
২০০০ সালে তাজ হোটেল কতৃপক্ষ প্রাসাদটি সংস্কার ও পুনরুদ্ধার শুরু করে এবং ২০১০ সালের নভেম্বরে পাঁচতারা সুবিধাসহ সংস্কার করা হোটেলটি চালু হয়।
The palace was the private property of the Nizam family, and not normally open to the public, until 2000.
In 2000, Taj Hotels started renovating and restoring the palace. The renovated hotel was opened in November 2010 with five star facilities.
Entry Fee:
Entry only through Telangana Tourism (only saturday’s and Sunday’s)
Tour Option A: Rs. 3,100/- Adult and Rs. 2,480/- Child
Inclusions: Entry Tickets, Tea & Snacks, A/c Transport, Tour Guide
বর্তমানে শুধুমাত্র তেলঙ্গানা ট্যুরিজম এর মাধ্যমে এই প্রাসাদে প্রবেশ করা যায় - (কেবল শনিবার এবং রবিবার)। প্রবেশমূল্য কমপক্ষে ২০০০ রুপী প্রতি প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য।
[বিঃ দ্রঃ ১৭২০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত হায়দরাবাদে রাজত্বকারী সাতজন নিজামের মধ্যে সবচেয়ে ধনী ছিলেন সর্বশেষ, মীর ওসমান আলী খান, যাকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসাবে গণ্য করা হয়েছিল - তার প্রতিকৃতি টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ছাপা হয়েছিল। ২০০৮ সালে তিনি ফোর্বস এর সর্বকালের সেরা ধনীদের তালিকায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন (বিল গেটস ২০ তম স্থানে ছিলেন)]
[Off topic: Of the seven Nizams who governed Hyderabad from 1720 to 1948, the richest was the last, Mir Osman Ali Khan, who was regarded as the wealthiest man on earth – his portrait graced the cover of Time magazine. As recently as 2008 he was rated fifth highest on the Forbes All-Time Wealthiest List (Bill Gates ranks 20th).]
{Inside photography was not allowed.}
Location:
Engine Bowli, Fatima Nagar, Falaknuma, Hyderabad, Telangana 500053, India
5 KM from Charminar
Google Maps Location:
https://goo.gl/maps/C9berRSVhUW27KbR7
For more:
https://creativeia2702.blogspot.com/2020/04/blog-post_23.html
YouTube Link: