Exploring Shashi Lodge: A Day in a Maharaja's Mansion

বাংলাদেশের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সমৃদ্ধ একটি স্থান হলো “শশী লজ”। এটি প্রাচীন সময়ে মহারাজা শশীকান্ত আচার্য তার বাসভবন হিসেবে ব্যবহার করতেন। ব্রহ্মপুত্র নদের অদূরে, এই রাজবাড়ী অবস্থিত।

যাত্রা শুরু হইয়েছিল জয়দেবপুর চৌরাস্তা থেকে, একদম সকাল সকাল সবাই রেডি হয়ে যাত্রা শুরু করে দেই । যেহেতু বিশ্ব-বিদ্যালয় এর ট্যুর ছিল তাই বাস হিসেবে সেইখানের বাসই নিয়েছিলাম ।

ঢাকা-ময়মনসিংহ মহা-সড়ক দিয়ে ছুটে চলছিলাম । সাথে ছিল গিটারের সুরে গান আর আড্ডা । বিশ্ব-বিদ্যলয়ে বড় ভাইদের সাথে বন্ডিং এর জন্য এমন একটা ট্যুর আসলেই অনেক কাজে আশে আর সেইটা যদি হয় শুধুমাত্র নিজের জেলার বড় ভাইদের সাথে তাহলে তো আর কথাই নাই ।

দুপুর নাগাদ আমরা ময়মনসিংহ শহরে প্রবেশ করে যাই, সেইখানে গিয়েই প্রথমে সবাই চলে যাই ব্রহ্মপুত্র নদের কাছে, ঘুরা ঘুরি খাওয়া দাওয়া সব মিলিয়ে অসাধারণ এক অভিক্ষতা ।

ব্রহ্মপুত্র নদের ধারে জয়নূল আবেদিন পার্কে হাঁটাহাঁটি অনেক বড় বড় গাছ দেখা, দুপুর গড়িয়ে কখন যে বিকেল হয়ে গেল টেরই পেলাম নাহ ।

এর পরে আবার বাসে উঠে চলে গেলাম আমাদের মুল গন্তব্য “শশী লজ” । যদিও আমাদের ইচ্ছে ছিল সেইখানেই প্রথমে যাওয়া তবে আমরা যখন এসেছিলাম তখন ছিল বন্ধ । তাই বিকেলে আবার চলে আসলাম । সবাই এক এক করে বাস থেকে নেমে দুকে গেলাম শশী লজে । একসময়কার রাজবড়ী এখনও দাঁড়িয়ে আছে তার গৌরব নিয়ে । ভিতরে ঘুরে ঘুরে দেখালম অনেক কিছু । সেই সময় কার মহারাজাদের ব্যবহৃত অনেক কিছুই এখনো আছে অক্ষত এবং যেইগুলা সংক্ষন করা আছে এইখানে দর্শনার্থীদের জন্য । পিছনের দিকে রয়েছে একটি দীঘি । ঘুরে ঘুরে সব কিছু দেখা + ছবি তুলায় ব্যস্ত হয়ে পরলাম সবাই ।

আসলেই প্রাচীন সব রাজা - মহারাজাদের বাড়ী কিংবা তাদের ব্যবহৃত জিনিসপত্র দেখলে মনে হয় তারা কত কিছু করেছে । আর আমরা এখন কি করছি । একটা বাড়িতে যে কত কিছু করা যায় , কত সুন্দর করে করা যায় একটা বাড়িকে সেইটা শুধু আগের দিনের রাজা- মহারাজাদের প্রাসাদ কিংবা বাড়ি দেখলেই বুঝযা যায় । এখন আমরা শুধু থাকার জন্যই বড় বড় বিল্ডিং তৈরি করি ।

যাই হোক অনেক কিছুই বলে ফেললাম । আশা করি পুরো টাই পরেছেন । যারা পরেছেন তাদের জানাই ধন্যবাদ । অবশ্যই পুরোটা লিখা পড়ার পরে আপনার মনে কথা গুলো জানাবেন, যে আসলেই কি আগের দিনের মত বাড়ি এমন সুন্দর করে আমাদের এখন করা উচিত নাকি আমরা এখন যেইভাবেই করেছি সেইভাবেই ঠিক আছে ?

28 Likes

@alaminkarno সুন্দর একটি ঐতিহাসিক স্থানের ভ্রমন বিবরনী ভাগ করার জন্য ধন্যবাদ

3 Likes

@alaminkarno

Interessanter Bericht mit schönen Bildern

3 Likes

সুন্দর ভ্রমন বিবরণ শেয়ার করেছেন @alaminkarno ভাই।

ময়মনসিংহে দুবার গিয়েছিলাম কিন্তু এখানে যাওয়া হয়নি।

3 Likes

খুবই সুন্দর পোস্ট @alaminkarno

2 Likes

সুন্দর ভাবে তুলে ধরেছেন। @alaminkarno

3 Likes

@alaminkarno que buen post! realmente quedo genial el lugar. se disfuto muchisimo.

3 Likes

@alaminkarno In Sha Allah akdin jabo :ok_hand:

3 Likes

ছবিগুলো সুন্দর হইছে। @alaminkarno ভাই, শেয়ার করার জন্য ধন্যবাদ।

3 Likes

@alaminkarno অনেক সুন্দর লিখেছেন, ধন্যবাদ।