*Caption: The banner of “Exploring Kaptai’s James: A Local Guides Gathering” Meetup. Banner design by Local Guide @Bishnu_Modhu *
প্রিয় লোকাল গাইডস,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, “Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering” শিরোনামে, বাংলাদেশী লোকাল গাইডস দের প্রিয় কমিউনিটির Bangladesh Local Guides আবারো একটি মেগা মিটআপ আয়োজন করতে যাচ্ছে। যেটা এই কমিউনিটির ২১০তম মিটআপ।
নিবন্ধন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত বাংলাদেশী লোকাল গাইডস দের নিয়ে আয়োজিত দুই দিনের এই মিটআপটিতে বেশ কিছু বাংলাদেশী লোকাল গাইডদের সাথে দেখা করার একটি চমৎকার সুযোগ তৈরি হবে। একে অপরের সাথে পরিচিত হওয়া, অভিজ্ঞতা বিনিময় এবং সকলের সাথে সকলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হওয়াটা একটা চমৎকার ব্যাপার। যা প্রত্যেকটি মেগা মিটআপ এর আকর্ষণীয় বিষয়।
এবারের মিট আপ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের রাঙামাটি জেলার কৃত্রিম লেক “কাপ্তাই লেক” এটি “কাপ্তাই হ্রদ” নামেও সুপরিচিত।
এই মিটআপ আয়োজনে যা যা থাকছেঃ
• প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কাপ্তাই লেক ঘুরে দেখা ও তার সৌন্দর্য উপভোগ করা।
• ফটোওয়ার্ক,
• সন্ধ্যায় বার বি কিউ পার্টি
• গুগল ম্যাপস ও কানেক্ট ফোরাম নিয়ে আলোচনা এবং প্রশ্নউত্তর পর্ব।
• প্রাকৃতিক পরিবেশে তাঁবুতে রাত্রি যাপন সহ বেশকিছু এক্টিভিটি।
(উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে তুলে ধরা হলো)
মিটআপের বিস্তারিত তথ্য সমূহঃ
Meet-Up Title: Exploring Kaptai’s Hidden Gems: A Local Guides Gathering
Meet-up Host: Md Abdus Sattar
Meet-Up No: 210th
Meet-Up Date:
May 19, 2023, 8:00 AM [ Friday ] - May 20, 2023, 3:30 PM [ Saturday ]
Location: Bargee Lake Valley Camping, Kapati, Rangamati
Attendees: Selected by Registration Process
#bdlg210 #210thmeetup #localguidesconnect #localguides #letsguide #bdlg #BDLG #Bangladesh
96 Likes
শুভ কামনা রইলো @AbdusSattar ভাই
11 Likes
Best wishes for upcoming mega meetup.
#BDLG
#210thMeetUpBDLG
#LocalGuidesConnet
#BangladeshLocalGuides
7 Likes
প্রকৃতি থেকে হোক নতুন অবিজ্ঞতা…
মিটাপের সফলতা কামনা করি।
8 Likes
শুভ কামনা রইলো আশা করি সবাই মিলে খুব ফলপ্রসূ এক মিটাপ হবে ইন শা আল্লাহ @AbdusSattar
9 Likes
@AbdusSattar ভাই শুভকামনা আপনার জন্য
8 Likes
খুভ চমৎকার মিটাপ হবে ইনশাআল্লাহ, এবং আপনার উপর দিয়ে এক্সট্রা প্রেশার যাবে
7 Likes
হোস্ট হওয়ার খুশিতে শুক্রবার রাতে এক্সট্রা ট্রিট পাওনা রইলাম।
6 Likes
অনেক অনেক শুভকামনা সাত্তার ভাই @AbdusSattar ইনশাআল্লাহ সবার সাথে মিটাপে দেখা হবে।
8 Likes
@AbdusSattar Hpoe for the best. Wishing a successful and memorable meetup.
5 Likes
Best wishes for this meet up.
5 Likes
Dear @AbdusSattar Bhai
It’s really great to have you as the host of the 210th Meet-up.
Good luck to all the participants of this year’s meetup at the breathtaking Kaptai Lake in the Rangamati District of Chittagong Hill Tracts, Bangladesh!
The evening barbeque party promises to be a delightful experience, fostering connections and joyful camaraderie among fellow enthusiasts.
Make the most of the diverse activities, including the overnight stay in tents, immersing yourselves in the tranquil and authentic natural environment.
May this meetup be an enriching and unforgettable experience for all, fostering new friendships and creating lasting memories. Best of luck and enjoy every moment!
Best regards.
3 Likes
@AbdusSattar শুভকামনা রইল ভাই, সাথে যারা মিটাপে উপস্থিতি থাকবেন তাদের সুস্থতা কামনা করি
6 Likes
ইনশাআল্লাহ দেখা হচ্ছে। মিটআপের সফলতা কামনা করি।
5 Likes
@zoburaz ভাই আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
মিটআপে দেখা হবে ইনশাআল্লাহ
5 Likes
শুভকামনা @AbdusSattar ভাই। মিট আপের সাফল্য কামনা করি। আসা করি সবার সাথে দেখা হবে।
3 Likes
বাংলাদেশ লোকাল গাইড সব সময় সুন্দর ও ইউনিক মিটআপ করে থাকে। এই সব মিটআপ এ যোগ্যতাসম্পন্ন লোকাল গাইড এটেন্ড করে থাকে।
ধন্যবাদ
@AbdusSattar ভাই
এই রকম একটি মেগা মিটআপ আয়োজন করার জন্য।
5 Likes
@GaziSalauddinbd আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
3 Likes