বাংলাদেশ লোকাল গাইডের ২০০ তম মিটাপে আমার দেখা কদমতলা ফরেস্ট স্টেশন সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলনা ।
দেখতে দেখতে শেষ হয়ে গেল বাংলাদেশ লোকাল গাইডের ২০০ তম মিটাপ, 23 ও 24 ডিসেম্বর, ছিল আমার স্মরণীয় দিনগুলোর মাঝে অন্যতম।
যাদের জন্য বাংলাদেশ লোকাল গাইডের ২০০ তম মিটাপের কার্যক্রম সম্পাদিত হয়েছে তাদের অবদান বলে শেষ করা যাবে না, এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের বাংলাদেশ লোকাল গাইডের বড় ভাই, প্রতিষ্ঠাতা, হোস্ট, মেন্টর, সদস্যদের ও পরিচালকবৃন্দদেরকে, সবাই ছিল আত্মনিবেত প্রাণ, এক কথায় বাংলাদেশ লোকাল গাইডের মেগা মিটাপের গুলো অন্য রকম আলাদা ধরনের।
প্রথমদিনের কার্যক্রম শেষ করে সকালে ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে আমরা পুরো টিম রওনা দেই লঞ্চ জার্নিতে, সুন্দরবন ঘুরে আমরা দুইটি জায়গায় স্টপেজ দেই, কলাগাছিয়া ও কদমতলা ফরেস্ট স্টেশন।
কদমতলা ফরেস্টেশন টি ছিল অত্যন্ত নিরিবিলি ও কোলাহল মুক্ত, প্রাকৃতিক পরিবেশ ম্যানগ্রোভ বন উপভোগ করা যায় এজন্য আমার অনেক ভালো লেগেছে, আসলে সুন্দরবনের একেকটা জায়গার ফিলিংস একেক রকম, তা বলে বোঝানো যাবে না। বন বিভাগের সরকারি বাড়িগুলো উঁচুতে করে তৈরি করা, যাতে বন্যার সময় পানি না ঢুকতে পারে আছে মিঠা পানির পুকুর সেখানে আমাদের লোকাল গাইডের এক বড় ভাই গোসল করেছিল, ওখানে দুইটি তেঁতুল গাছ ছিল, সবগুলো গাছে তেতুল দিয়ে পরিপূর্ণ ছিল, আমাদের অনেক লোকাল গাইড সেখান থেকে তেতুল খেয়েছিল জানা গেছে তেঁতুল নাকি অনেক টক ছিল।
এই এরিয়াটা ছিল ম্যানগ্রোভ বন প্লাস কিছুটা জনবসতি, সবশেষে বলা যায় এখানে দারুণ একটি অভিজ্ঞতা হয়েছিল আমার।
ফটো বিস্তারিত…
Kodomtola forest station
Location - https://goo.gl/maps/b9xMmhdx6DDMUZWv6
65HJ+XF8
#bdlg200 #200thmeetup #localguidesconnect #localguides #letsguide #localguidesbd #BDLG #Bangladesh #localguidesbd