আজকে কথা বলব গাজীপুরের টঙ্গি কলেজ গেইট এরিয়াতে গড়ে উঠা কিছু Street ফূড কার্টের Food নিয়ে ।
আসলে বরাবরই আমরা কলেজ গেইটকে খাওয়া দাওয়া মানেই বুঝি আশেপাশে গড়ে উঠা ছোট ছোট রেস্টূরেন্ট গুলোকে, কিন্তু সময়ের সাথে সাথে সেইগুলাতে খাবারের দামে যেমন ভাড়ছি ঠিক তেমনি সব সময় একই রকমের মেনূ দেখতে দেখতে একগেয়েমি চলে আসছে ।
তাই তো যারা কিনা ঢাকা যায় শুধুমাত্র Street Food এর সন্ধানে তারা চাইলেই কলেজ গেইটের এই ছোট ফুড কার্টের ফুড গুলো ট্রাই মেরে দেখতেই পারেন, যেমন কম দাম সাথে মজাদারা এবং মুখরোচক সব আইটেম আছে এইখানে । ফুচকা, মোমো কিংবা মিটবক্স যাই হোক না কেন সব কিছুই পাচ্ছেন এইখানে অনেক সুলভ মুল্যে । এইটা এক হিসেবে অনেক ভাল কলেজ শিক্ষার্থীদের জন্য ।
ছবিঃ মিটবক্স - দামঃ ১৫০ টাকা
যারা কিনা পছন্দ করেন মেয়োনিজ সাথে মিট তারা চাইলেই আমার মত ট্রাই করতে পারেন এই মিটবক্স । আসলে প্রথমে আমি একটু চমকে গিয়েছিলাম যে আমি তো কোন আইস্ক্রিম অর্ডার দেই নি , পরে কাপ খুলে যা দেখলাম , সুন্দর কারে সাজানো সাথে মিট গুলো দেখতে আসলেই যেমন সুন্দর লেখেছে সাথে খেতেও সেই লেগেছে ।
চিত্রঃ প্যাকেজ - চাউমিন + চিকেন ফ্রাই - দামঃ ১০০ টাকা
১০০ টাকায় চাউমিন এর সাথে আবার চিকেন ফ্রাই , কলেজ গেইট যেকোন Restaurant এ শুধু চিকেন ফ্রাই এর দামই হয়ত রাখবে ১০০ টাকা, তাই দামের দিক থেকে হলেও অনেক ভাল এই প্যাকেজ ।
চিত্রঃ মোমো - দামঃ ১০০ টাকা
আসলে এখনকার সময়ের সব থেকে ভাইরাল খাবারের তালিকাতে আছে এই খাবার, সবার হয়ত ভাল লাগে না, তবে এমন যায়গাতে এসে যদি মোমো ট্রাইনা করি তাহলে কি আর চলে ? তাই তো নিয়ে নিলাম, খারাপ বলে যাবে নাহ ।
আমি যেদিন গিয়েছিলাম সেদিন সব গুলো দোকান খোলা না থাকায় অনেক কিছুই ট্রাই করতে পারি নাই । পরে আবার যদি যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেইটা ।
এই যা, এতক্ষণ ধরে আপনাদের সাথে বক বক করে যাচ্ছি বলেতেই তো ভুলে গেলাম কিভাবে খোজে পাবেন এই মজাদারা খাবার গাড়ি গুলোকে ?
খুবই সহজ, টঙ্গী কলেজ গেইট পৌরসভার রোড ধরে ভিতরের দিকে যেতে থাকবেন, পাইলট স্কুল এন্ড কলেজ পার করেই হাতের ডানেই পেয়ে যাবেন । আর নাহলে আরো সহজ করে বললে কলেজ গেইটে Rustic Lounge এর থেকে সামনে তাকালেই দেখবেন মাঠের মধ্যে অনেক গুলো ভ্যানে দোকান এবং এক সাইডে এক সাড়ি ফুড কার্ট ।
আরে এত কষ্ট করছি ক্যানে ? আপনারা তো ম্যাপ Expert!! ম্যাপ লিঙ্ক দিলেই তো পারি ।
এই যে নেন ম্যাপ লিঙ্কে ক্লিক করে চলে যান মুখরোচক এই খাবার খেতে ।
ম্যাপ লিংকঃ https://maps.app.goo.gl/buTwtRQHnqxqxDrN8
কেউ আবার পুকুর দেখে ভয় পাইয়েন না, এখন এই পুকুরেই মাটি ভরাট করে তৈরি হয়েছে মাঠ আর সেইখানেই বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত পাওয়া যাবে এই ফূড কার্ট গুলোকে ।