ক্যাফেপল্লি লিঃ মূলত গাজীপুর জেলার কাপাসিয়া থানার কাপাসিয়া টোক হাইওয়ের পাশে মিয়ার বাজার সংলগ্ন ঘন সবুজের ভেতরে নয়নাভিরাম পরিবেশে অবস্থিত একটি রেঁস্তুরা।
এই রেস্তুরাটি দেখতে অন্য সাত পাঁচটি রেঁস্তুরার মতো না। এর ডিজাইন বেশ ইউনিক। চারপাশ বিভিন্ন ধরনের ফুলের গাছ ধারা সজ্জিত করা হয়েছে।
অনেক এরিয়া নিয়ে রেস্তুরাটি তৈরি করা হয়েছে। সবচেয়ে সুন্দর দিক হলো প্রধান ভবন ব্যতিতও বাহিরে অনেক গুলো কুটির রয়েছে। যেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপযোগ করতে করতে খাবার খাওয়া যায়।
সকল কিছুর মাঝে একটা অভিযোগ, এই রেস্তুয়ায় খাবারের মানের তুলনায় খাবারের মূল্য অনেক বেশি।
সবকিছু মিলিয়ে পরিবার নিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এটি।
জায়গাটির ম্যাপস লোকেশনঃ ক্যাফে পল্লী
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।
#bdlg , #bangladeshlocalguide