হ্যালো বাংলাদেশ লোকাল গাইড আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ১০ ই ফেব্রুয়ারি বাংলাদেশ লোকাল গাইড এবার নয়নাভিরাম কাপ্তাই Gungpur Garden resort এ একটি ডে ট্যুর ২০৪ তম মিটাপের আয়োজন করতে যাচ্ছে।
ব্যানার ডিজাইন: বাংলাদেশ লোকাল গাইড @Bishnu_Modhu
বাংলাদেশ লোকাল গাইড সবসময় বিশ্বাস করে আমরা পথ দেখি" আমরা পথ দেখাই তারই ধারাবাহিকতায় এবারের মিটাপ কাপ্তাইয়ে অন্বেষণ হচ্ছে। এবারের মিটাপে আমরা দেখবো এবং দেখাবো কাপ্তাই এর প্রাকৃতিক সৌন্দ্যর্য। পরিচিত হবো স্থানীয় সংস্কৃতির সাথে স্বাদ নিবো স্থানীয় সব খাবারের।
আমরা ঢাকা থেকে ৯ ই ফেব্রুয়ারি রাতে কাপ্তাই এর উদ্দ্যেশ্য রওনা হবো যথারীতি ভোরে কাপ্তাই পৌছে রিসোর্টে চেক ইন করবো। ফ্রেশ হয়ে নাশতা করে বোট নিয়ে বেড়িয়ে পরবো কাপ্তাইয়ের নয়নাভিরাম সৌন্দ্যর্য উপভোগ করতে। সেই সাথে হবে কায়াকিং বিকেলে রিসোর্টে ফিরে হবে লোকাল গাইডিং নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা পরস্পর পরস্পরের সাথে গাইডিং নিয়ে নিজেদের উদ্দ্যেশ্য অভিজ্ঞতা শেয়ার করবো চলবে সন্ধ্যা অবধি।
রাতে শুরু হবে আমাদের বারবিকিউ পর্ব এবং ক্যাম্প-ফায়ার গল্পে গল্পে চলবে লোকাল গাইডিং এর জার্নি নিয়ে আড্ডা। এবং রাতে হবে তাবুবাস।
Meetup Name: Explore Kaptai
Meetup Number :204
Meetup Date: 10th February
Meetup Time :Day Trip
Meetup Location :Gungpur Garden Resort
Google map: https://maps.app.goo.gl/BvbnfugmqHjgp3p76
Meetup Host: Mohammad palash
ধন্যবান্তে মোহাম্মদ পলাশ
#BDLG #BangladeshLocalguide #Localguideconnect #Letsguide