Explore Kaptai"

হ্যালো বাংলাদেশ লোকাল গাইড আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ১০ ই ফেব্রুয়ারি বাংলাদেশ লোকাল গাইড এবার নয়নাভিরাম কাপ্তাই Gungpur Garden resort এ একটি ডে ট্যুর ২০৪ তম মিটাপের আয়োজন করতে যাচ্ছে।

ব্যানার ডিজাইন: বাংলাদেশ লোকাল গাইড @Bishnu_Modhu

বাংলাদেশ লোকাল গাইড সবসময় বিশ্বাস করে আমরা পথ দেখি" আমরা পথ দেখাই তারই ধারাবাহিকতায় এবারের মিটাপ কাপ্তাইয়ে অন্বেষণ হচ্ছে। এবারের মিটাপে আমরা দেখবো এবং দেখাবো কাপ্তাই এর প্রাকৃতিক সৌন্দ্যর্য। পরিচিত হবো স্থানীয় সংস্কৃতির সাথে স্বাদ নিবো স্থানীয় সব খাবারের।

আমরা ঢাকা থেকে ৯ ই ফেব্রুয়ারি রাতে কাপ্তাই এর উদ্দ্যেশ্য রওনা হবো যথারীতি ভোরে কাপ্তাই পৌছে রিসোর্টে চেক ইন করবো। ফ্রেশ হয়ে নাশতা করে বোট নিয়ে বেড়িয়ে পরবো কাপ্তাইয়ের নয়নাভিরাম সৌন্দ্যর্য উপভোগ করতে। সেই সাথে হবে কায়াকিং বিকেলে রিসোর্টে ফিরে হবে লোকাল গাইডিং নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা পরস্পর পরস্পরের সাথে গাইডিং নিয়ে নিজেদের উদ্দ্যেশ্য অভিজ্ঞতা শেয়ার করবো চলবে সন্ধ্যা অবধি।

রাতে শুরু হবে আমাদের বারবিকিউ পর্ব এবং ক্যাম্প-ফায়ার গল্পে গল্পে চলবে লোকাল গাইডিং এর জার্নি নিয়ে আড্ডা। এবং রাতে হবে তাবুবাস।

Meetup Name: Explore Kaptai

Meetup Number :204

Meetup Date: 10th February

Meetup Time :Day Trip

Meetup Location :Gungpur Garden Resort

Google map: https://maps.app.goo.gl/BvbnfugmqHjgp3p76

Meetup Host: Mohammad palash

ধন্যবান্তে মোহাম্মদ পলাশ

#BDLG #BangladeshLocalguide #Localguideconnect #Letsguide

81 Likes

@MohammadPalash সুন্দর প্রাকৃতিক পরিবেশে মিটআপ আয়োজন করেছেন জেনে আনন্দ লাগছে। মিটআপ সফল ভাবে শেষ হোক।

8 Likes

ইন শা আল্লাহ ভাই দোয়ার দরখাস্ত রইলো @Anonymous_b94cf02d9eeadbc2e4ca1e27a5054b05

6 Likes

Best wishes brother @MohammadPalash

যেতে ইচ্চা করতেছে, কিন্তু ঢাকায় একটু কাজ থাকায়, যেতে পারতেছি না।

7 Likes

আশা করি খুব ভালো সময় কাটবে সবার সাথে।

6 Likes

ফি আমানিল্লাহ ভাই @Papel_Mahammud

4 Likes

ইন শা আল্লাহ ব্রাদার @nilniloy99 এ ছাড়াও আশা করি সবাইকে গুগল ম্যাপে একটিভ করতে আগ্রহী করতে পারবো।

3 Likes

আমি ম্যাপে এক্টিভ হলেও কানেক্টে নাই :disappointed: কানেক্ট নিয়া আলাদা প্লান আছে তাই এখন এক্টিভনা। ট্রাভেলিং ওয়েবসাইট নিয়া যখন কাজ করবো তখন এখানেও এক্টিভ থাকার প্লান এতে আমার টাইম এন্ড কনটেন্ট ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে।

5 Likes

অনেক সুন্দর একটি মিটআপ এর আয়োজন করছেন @MohammadPalash .

আশা করি, আপনাদের মিটআপ এর অভিজ্ঞতা আমাদের সাথে সুন্দর ভাবে শেয়ার করবেন।

4 Likes

অবশ্যই ভাই আশা করি পাশে থাকবেন @GaziSalauddinbd

2 Likes

ইনশাআল্লাহ অন্য একটা সময় থাকবো।

1 Like

All the best for the meetup, @MohammadPalash . Looking forward to the recap.

1 Like

oh thank you so much @SoniaK why not’

1 Like

মিস করব ভাই৷ অনেক দোয়া রইলো

বগুড়ায় একটা #Meetup এর আয়োজন করতে পারেন!!! আমার জানা মতে এখনও এখানে কেউ করেনি।

শুভকামনা রইল মিটাপ সফল হোক।

1 Like

@MohammadPalash আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। অসাধারণ জায়গা।

1 Like