গত 7 ফেব্রুয়ারি 2020
রোজ শুক্রবার লোকাল গাইড বাংলা থেকে আয়োজন করা হয় লোকাল গাইড ক্লিন দা ওয়ার্ল্ড ঢাকা মিট আপের।
উক্ত মিট আপ এ উপস্থিত ছিল 40 জন লোকাল গাইডস ।
7 তারিখে সকাল 8 টা 30 মিনিটে আমরা উক্ত মিটাবে চেক ইন করি।
আমরা সকল লোকাল গাইড গণ সমবেত হওয়ার পর সকাল আটটা 40 মিনিটে আমাদের টি শার্ট, গ্লাভস, মাক্স ইত্যাদি বন্টন করে সবার মাঝে ছড়িয়ে দেই।
সকলেই সম্মিলিতভাবে হ্যান্ড গ্লাভস মাক্স ইত্যাদি পরিধান করার পর আমরাই পার্কটিতে এর আশেপাশে পরিচ্ছন্ন করার অভিযানে নেমে পড়ি।
আমরা সকলে সম্মিলিতভাবে অপচনশীল বস্তু প্লাস্টিকে বিভিন্ন ধরনের ইত্যাদি যাবতীয় ময়লা গুলি সংগ্রহ করি।
ময়লা গুলিকে আমরা একটি ব্যাগে ভরে নেই।
মৌলিক চারটি ভাগে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতার এই পর্বে অংশগ্রহণ করে।
লোকাল গাইড দের ময়লা সংগ্রহের একটি দৃশ্য।
তারপরে সম্মিলিত সবাই আমরা পরিচ্ছনতার বিষয়ে আলোচনা করি , কিভাবে আমাদের আশেপাশে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়। পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন করা যায় এবং এই মর্মে স্বীকৃতি প্রদান করেছি আমরা আমাদের চারপাশে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব।
তারপরে সবাই মিলে সম্মিলিতভাবে একটি গ্রুপ ছবি তুলি এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি।
উপস্থিত লোকাল গাইড বাংলা গ্রুপের সকল সদস্যবৃন্দ একই ফ্রেমে বন্দি।
অনুষ্ঠানের আরো কয়েকটি স্থিরচিত্র আপনাদের জন্য তুলে ধরা হলো
উপস্থিত মিটআপে লোকাল গাইড এর একটি ছবি।
পরিশেষে একটি কথা না বললেই নয় , যাদের জন্য এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
যাদের প্রতি চির কৃতজ্ঞ @ShafiulB ।
যার উৎসাহ এই কাজে আরো পথ দেখিয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় কানেক্ট মডারেটর @ermest
ধন্যবাদ সবাইকে। ?