Experience from Local Guide Clean the World Dhaka 07 Feb 2020

গত 7 ফেব্রুয়ারি 2020

রোজ শুক্রবার লোকাল গাইড বাংলা থেকে আয়োজন করা হয় লোকাল গাইড ক্লিন দা ওয়ার্ল্ড ঢাকা মিট আপের।

উক্ত মিট আপ এ উপস্থিত ছিল 40 জন লোকাল গাইডস ।

7 তারিখে সকাল 8 টা 30 মিনিটে আমরা উক্ত মিটাবে চেক ইন করি।

আমরা সকল লোকাল গাইড গণ সমবেত হওয়ার পর সকাল আটটা 40 মিনিটে আমাদের টি শার্ট, গ্লাভস, মাক্স ইত্যাদি বন্টন করে সবার মাঝে ছড়িয়ে দেই।

সকলেই সম্মিলিতভাবে হ্যান্ড গ্লাভস মাক্স ইত্যাদি পরিধান করার পর আমরাই পার্কটিতে এর আশেপাশে পরিচ্ছন্ন করার অভিযানে নেমে পড়ি।

আমরা সকলে সম্মিলিতভাবে অপচনশীল বস্তু প্লাস্টিকে বিভিন্ন ধরনের ইত্যাদি যাবতীয় ময়লা গুলি সংগ্রহ করি।

ময়লা গুলিকে আমরা একটি ব্যাগে ভরে নেই।

মৌলিক চারটি ভাগে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতার এই পর্বে অংশগ্রহণ করে।

লোকাল গাইড দের ময়লা সংগ্রহের একটি দৃশ্য।

তারপরে সম্মিলিত সবাই আমরা পরিচ্ছনতার বিষয়ে আলোচনা করি , কিভাবে আমাদের আশেপাশে এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়। পরিচ্ছন্নতার বিষয়ে সবাইকে সচেতন করা যায় এবং এই মর্মে স্বীকৃতি প্রদান করেছি আমরা আমাদের চারপাশে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব।

তারপরে সবাই মিলে সম্মিলিতভাবে একটি গ্রুপ ছবি তুলি এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি।

উপস্থিত লোকাল গাইড বাংলা গ্রুপের সকল সদস্যবৃন্দ একই ফ্রেমে বন্দি।

অনুষ্ঠানের আরো কয়েকটি স্থিরচিত্র আপনাদের জন্য তুলে ধরা হলো

উপস্থিত মিটআপে লোকাল গাইড এর একটি ছবি।

পরিশেষে একটি কথা না বললেই নয় , যাদের জন্য এই অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

যাদের প্রতি চির কৃতজ্ঞ @ShafiulB

যার উৎসাহ এই কাজে আরো পথ দেখিয়েছে তিনি হচ্ছেন আমাদের প্রিয় কানেক্ট মডারেটর @ermest

ধন্যবাদ সবাইকে। ?

41 Likes

@user_not_found ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়া জন্য।

4 Likes

Hi @user_not_found

Congratulations!

It always makes my day when I see amazing initiatives like your!

Thank you for bringing your stone to the building!

Well done and keep it up!

Julien

3 Likes

আপনাকে ধন্যবাদ @user_not_found আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য

ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য

Thank you Moderator @Julien44 @for your valuable comments, it also inspire to do better something :v:

1 Like

আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

এমন সুন্দর আয়োজন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতে আরও ভালো আয়োজনে আপনার সঙ্গে থাকতে পারবো।

সব সময় শুভকামনা নিরন্তর।

:v::v::v::v:

আপনাদের উপস্থিতির কারণে অনুষ্ঠানটি এত সুন্দর হয়েছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

@MS_Pathan

1 Like

@user_not_found ,

Thanks For Sharing

আমিও কিন্তু উপস্থিত ছিলাম, সবমিলিয়ে অনেক ভাল ছিল।

ভাই, অসাধারণ বর্ননা করেছেন. একদম মনের কথা. অনেক ভালো লাগলো. ভালো থাকবেন.

পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

@JamiC

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং সুন্দর মতামত প্রদানের জন্য।

@ShakilAK

2 Likes

ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রদানের জন্য আসলে সকলের উপস্থিতি আমাদের অনেক ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আরও মিট আপ করতে পারব । শুভকামনা

@Eng_Motiur

@user_not_found আপনাৱ সফলতা. সবাই অনেক কষ্ট কৱেছে আমি জানি.

জি ভাই আপনি ঠিক বলেছেন।

আপনাকে ধন্যবাদ।

@Mohammadalauddin

আশা করছি আবার দেখা হবে।

শুভ কামনা।

1 Like