" এক্সপেরিয়ান্স শেয়ারিং মিটআপ -২০১৯ " শিরোনামে অনুষ্ঠিত হলো বিডিএলজির ১২৩ তম মিটআপ। সারা দেশ থেকে আসা ১৮৬ জন লোকাল গাইড নিয়ে আয়োজিত হয়েছিল মিটাআপটি৷ ভেন্য ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়াম।
১২৩ তম মিটআপ এর হোস্ট ছিলেন শামীম শুভ। দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭টা পযন্ত চলে অনুষ্ঠান৷ ২টি সেশন এ সাজানো ছিল। ১ম সেশন, ফটোসেশন, স্নাক্র ব্রেক, ২য় সেশন আর শেষ ছিল ক্লোজিং ও সারপ্রাইজ সেশন৷
বরাবরের মতো অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাফসান রানা। দিন ব্যাপি এ সম্মেলনে ছিল ব্যাসিক ম্যাপিং, গুগল স্ট্রট ভিউ, ম্যাপ বিষয় নানা সমস্যা সমাধান, কানেক্ট ফোরামসহ নানা বিষয়।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশর থেকে সম্প্রতি কানেক্ট মডারেটর হওয়া সুমাইয়া জাফরিন চৌধুরি, তিনি শোনান তার লোকাল গাইড থেকে কানেক্ট মডারেটর হওয়ায় গল্প। আপু নারী লোকাল গাইড দের জন্য একজন অনুপ্রেরনা।
ছিল ফটোসেশান পর্ব, বিডিএলজির লোগোর সাথে মিল রেখে টি-শার্ট ছিল সাদা ও কমলা, ১৮৬ টি হাঁসি দেশের পতাকা সাথে নিয়ে টিম নিসর্গ এর ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছি আমরা। দূর্দান্ত এই ছবিটির জন্য ধন্যবাদ টিম নিসর্গ কে।
তারপর ছিল স্নেক্স ব্রেক। ইউআইইউ ফুড কোডে খাবার শেষে আমরা ফিরে আসি অডিটোরিয়ামএ।
এবার প্রতক্ষিত মূল পর্ব, মানে গল্প শোনার পালা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো পাযে্ল গেম খেলছি কারণ #connectlive এই হ্যাসট্যাগ টি ইন্সটাগ্রামে ফলো করতাম, সেখানে সকল কানেক্ট লাইভ সম্মেলন অংশগ্রহণকারীরা তাদের পোস্ট শেয়ার করতেন বলে প্রায় আনেক সেশন, গিফট, ওপেনিং, ক্লোজিং পার্টি সম্পর্কে ধারনা আগে থেকেই ছিল, মাহাবুব ভাইয়া ভাস্য মতে স্লাইড ইমেজ ও আমার দেখা ইমেজ গুলো মিলাচ্ছিলাম।
শুরুতেই তিনি তিন দিন ব্যাপি আয়োজনর বর্ণণা দেন, আর কিছু ছবি শেয়ার করেন। আসছে বছর কানেক্ট সম্পর্কে প্রস্তুতি ও প্রয়োজনীয় কর্মকান্ড সম্পর্কে বলেন৷ তিনি ম্যাপস " Most Q & Ans " ক্যাটাগরিতে অ্যওয়ার্ড পেয়েছেন।
সারা বছরের নানা কর্মকান্ড উপর ভিওি করে পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের সাথে জারিত সকল কে অসংখ্য ধন্যবাদ। এছাড়া সার্বিক আয়োজনের সহযোগিতা করেন ইউআইইউ ডিএসএ, স্টার টেক ইন্জিনিয়ারিং লিঃ, রকমারি ডট কম, টিম নিসর্গ, জিনিম বাংলাদেশ৷ আশা করছি আগামী দিনের পথ চলায়ও তারা আমাদের পাশে থাকবেন।
Pictures from :BDLG photo Album





