Every experience makes you grow

" এক্সপেরিয়ান্স শেয়ারিং মিটআপ -২০১৯ " শিরোনামে অনুষ্ঠিত হলো বিডিএলজির ১২৩ তম মিটআপ। সারা দেশ থেকে আসা ১৮৬ জন লোকাল গাইড নিয়ে আয়োজিত হয়েছিল মিটাআপটি৷ ভেন্য ছিল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়াম।
১২৩ তম মিটআপ এর হোস্ট ছিলেন শামীম শুভ। দুপুর ৩ টা হতে সন্ধ্যা ৭টা পযন্ত চলে অনুষ্ঠান৷ ২টি সেশন এ সাজানো ছিল। ১ম সেশন, ফটোসেশন, স্নাক্র ব্রেক, ২য় সেশন আর শেষ ছিল ক্লোজিং ও সারপ্রাইজ সেশন৷

বরাবরের মতো অনুষ্ঠানের সঞ্চালনা করেন রাফসান রানা। দিন ব্যাপি এ সম্মেলনে ছিল ব্যাসিক ম্যাপিং, গুগল স্ট্রট ভিউ, ম্যাপ বিষয় নানা সমস্যা সমাধান, কানেক্ট ফোরামসহ নানা বিষয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশর থেকে সম্প্রতি কানেক্ট মডারেটর হওয়া সুমাইয়া জাফরিন চৌধুরি, তিনি শোনান তার লোকাল গাইড থেকে কানেক্ট মডারেটর হওয়ায় গল্প। আপু নারী লোকাল গাইড দের জন্য একজন অনুপ্রেরনা।

ছিল ফটোসেশান পর্ব, বিডিএলজির লোগোর সাথে মিল রেখে টি-শার্ট ছিল সাদা ও কমলা, ১৮৬ টি হাঁসি দেশের পতাকা সাথে নিয়ে টিম নিসর্গ এর ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছি আমরা। দূর্দান্ত এই ছবিটির জন্য ধন্যবাদ টিম নিসর্গ কে।

তারপর ছিল স্নেক্স ব্রেক। ইউআইইউ ফুড কোডে খাবার শেষে আমরা ফিরে আসি অডিটোরিয়ামএ।

এবার প্রতক্ষিত মূল পর্ব, মানে গল্প শোনার পালা, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো পাযে্ল গেম খেলছি কারণ #connectlive এই হ্যাসট্যাগ টি ইন্সটাগ্রামে ফলো করতাম, সেখানে সকল কানেক্ট লাইভ সম্মেলন অংশগ্রহণকারীরা তাদের পোস্ট শেয়ার করতেন বলে প্রায় আনেক সেশন, গিফট, ওপেনিং, ক্লোজিং পার্টি সম্পর্কে ধারনা আগে থেকেই ছিল, মাহাবুব ভাইয়া ভাস্য মতে স্লাইড ইমেজ ও আমার দেখা ইমেজ গুলো মিলাচ্ছিলাম।

শুরুতেই তিনি তিন দিন ব্যাপি আয়োজনর বর্ণণা দেন, আর কিছু ছবি শেয়ার করেন। আসছে বছর কানেক্ট সম্পর্কে প্রস্তুতি ও প্রয়োজনীয় কর্মকান্ড সম্পর্কে বলেন৷ তিনি ম্যাপস " Most Q & Ans " ক্যাটাগরিতে অ্যওয়ার্ড পেয়েছেন।

সারা বছরের নানা কর্মকান্ড উপর ভিওি করে পুরুষ্কার বিতরনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের সাথে জারিত সকল কে অসংখ্য ধন্যবাদ। এছাড়া সার্বিক আয়োজনের সহযোগিতা করেন ইউআইইউ ডিএসএ, স্টার টেক ইন্জিনিয়ারিং লিঃ, রকমারি ডট কম, টিম নিসর্গ, জিনিম বাংলাদেশ৷ আশা করছি আগামী দিনের পথ চলায়ও তারা আমাদের পাশে থাকবেন।

Pictures from :BDLG photo Album

186 Likes

লেখা খুবই সুন্দর হয়েছে, ভবিষ্যতে অনুষ্ঠানের প্রথম থেকে থাকার চেষ্টা করবেন, নাহলে অনেক কিছুই মিস হয়ে যাবে।

25 Likes

পুরো প্রোগ্রামটা নতুনভাবে উপস্থাপন করেছেন, @Tahrima

খুবই অসাধারণ ছিলো এবারের মিট-আপ।

আপনার কাছে কোন বিষয়টা বেশি ভালো লেগেছে?

19 Likes

@Tahrima অনেক সুন্দর লিখেছেন, আপনার অভিজ্ঞতা জানতে পেরে আমরা অনেক খুশি। এখন থেকে সবসময় বাংলাদেশ লোকাল গাইডসের সাথেই থাকবেন। ধন্যবাদ

17 Likes

ধন্যবাদ ভাইয়া। @Tanvir_Hasan

আমার বরাবর ফটোসেশান আর আপুর গল্প শুনতে বেশ লেগেছে।

13 Likes

@Arafat_Zakir ধন্যবাদ ভাইয়া।

এবার শিক্ষা পেয়েছি সামনে থেকে খেয়াল রাখাবো।

14 Likes

জি ইনসাআল্লাহ ভাই। ধন্যবাদ @SunMoon

13 Likes

অনুষ্ঠানের বিবরণী সুন্দর হয়েছে @Tahrima আপু।

আশা করি ভবিষ্যতে আরোও বিষয় নিয়ে লিখবেন।

15 Likes

Good to see, go ahed @Tahrima

16 Likes

ধন্যবাদ ভাইয়া। জি ইনসাআল্লাহ আরো ভালো ভাবে লিখার চেষ্টা করব। @durbar

14 Likes

Thanks a lot @ShovanPaul

7 Likes

Hello @Tahrima

Thanks for your wonderful post with a creative composition about experience sharing meet up!

Cheers!

9 Likes

@Tahrima ১২৩ এ ১৮৬ হাঁসি!!!

অসংখ্য ধন্যবাদ অসাধারণভাবে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

7 Likes

Thanks a lot @MonirulBd

9 Likes

Thanks @SayeedP

8 Likes

বেশ সুন্দর গুছিয়ে লিখেছেন আপু। আশাকরি কানেক্টে নিয়মিত আপনার লিখা দেখতে পারবো। @Tahrima

13 Likes

ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটা মিটআপ হোস্ট করার জন্য। জ্বী ইনশাআল্লাহ নিয়মিত পোস্ট করার চেষ্টা করবো @SShuvo

11 Likes

@Tahrima সকলের সহযোগিতায়ই এই মিট-আপ টি সফল হয়েছে।

12 Likes

Hi @Tahrima

Your writing looks like you enjoyed the show a lot. Hope BDLG will rock you all again.

8 Likes

Yeah bro I really enjoyed a lot though I missed the 1st session bt itsy Okey , eagerly waiting for the 2020’s blasts. @RafsanRana

7 Likes