বই মেলায় বাংলাদেশ লোকাল গাইড এর সদস্যরা
অমর একুশে গ্রন্থমেলা মেলা / একুশে বই মেলা ২০২২ সাল
বই মেলা আমার একটি পছন্দনীয় মেলা। এই মেলায় আমি প্রতি বছরই অংশগ্রহণ করার চেষ্টা করি। এবারের অংশগ্রহণ টা একটু ভিন্ন ধর্মী। এবার আমি বই মেলায় অংশগ্রহণ করি বাংলাদেশ লোকাল গাইড এর মাধ্যমে। একমাস ব্যাপী একটি অস্থায়ী মেলা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত হয়।২০১৪ খ্রিষ্টাব্দ থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গনেও মেলার একটি অংশ আয়োজন করা হয়।
বাংলাএকাডেমি বইয়ের স্টল।
স্টল এ বই বিক্রয় চলছে।
স্টল এ বই সাজানো রয়েছে।
মেলায় আমি নিদিষ্ট সময়ে উপস্থিত হই।আমরা উপস্থিত লোকাল গাইডরা মেলা এলাকা পরিদর্শন করি। আমরা বিভিন্ন বই এর স্টল ঘুরে ঘুরে দেখি। এবছর বই মেলায় অনেক সুন্দর সুন্দর স্টল বসেছে।
মিটআপ এর আলোচনা চলমান।
মিটআপ এ আলোচনাঃ
বই মেলা এরিয়া ঘুরে দেখার পর । আমরা একটি নির্দিষ্ট স্থানে বসি।আমাদের মাঝে যে সব বিষয়ে আলোচনা হয়ঃ-
১.গুগল ম্যাপ নিয়ে আলোচনা হয়।
২. কানেক্ট ফোরাম সম্পকে আলোচনা হয়।
৩. বাংলাদেশ লোকাল গাইড এর ৮ম বর্ষ পূর্তি
উপলক্ষ্যে আলোচনা।
৪. মানসম্মত ভাবে গুগল ম্যাপে ও কানেক্ট ফোরামে
পোষ্ট করা।
পরিশেষে সকল লোকাল গাইড কে শুভেচ্ছা জানিয়ে মিটআপ শেষ হয়।
ধন্যবাদ
#BDLG