Eid Celebration 2018, Comilla

Eid Celebration 2018, Comilla

Sreekail Govt. College

Muradnagar Upazila, Bangladesh

June 18, 2018 @ 02:00 (+06)

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ উপলক্ষে আমরা লোকাল গাইডস এবং গুগল ম্যাপসে যারা কন্ট্রিবিউশন করেন তাদের জন্য একটা-মিট আপ করে থাকি। তাই গত বছরের ন্যায় এই বছর ও আমরা মুরাদনগরে এই আয়োজন করতে যাচ্ছি। এটা আমরা লোকাল গাইডস এবং বন্ধুদের সাথে পুনর্মিলনী হিসাবে নিতে পারি পাশাপাশি গুগল ম্যাপস, লোকাল গাইডস প্রোগ্রামের মাধ্যমে কিভাবে আমরা সামাজিক কন্ট্রিবিউশন তৈরি করতে পারি এবং নিজ এলাকার প্রচার করতে পারি সেই ব্যাপারে আলোচনা করতে পারি। তাছাড়া যাদের গুগল ম্যাপস এ ম্যাপিং নিয়ে কৌতুহল আছে বা না বুঝেই অনেক কিছুই করছেন যা নিয়ে চিন্তিত, তাদের জন্য এটা একটা বিশাল এক সুযোগ। কারন গুগল ম্যাপস এ ভিজিট করলে আমরা অনেক স্প্যাম রিভিউ, ভুল ছবি আপলোডসহ অন্যান্য ভুল কন্ট্রিবিউশন দেখে থাকি যা আমাদের এলাকার এবং দেশ সম্পর্কে ভুল তথ্য বহন করে। তাছাড়া এই মিট-আপে কুমিল্লা অঞ্চলের অভিজ্ঞ ম্যাপার এবং লোকাল গাইডস এক্সপার্ট থাকবেন সবার সাথে অভিজ্ঞতা শেয়ার করার জন্য এবং সঠিক গুগল পলিসি ফলো করে কিভাবে ভুল ম্যাপিং সংশোধন করে একটা ট্রাস্টেড লেভেল অর্জন করা যায় এই ব্যাপারে আলোচনা করা হবে। মিট-আপের আলোচ্য বিষয়ঃ :diamonds: গুগল লোকাল গাইডস কি? :diamonds:গুগল ম্যাপস কন্ট্রিবিউশনস :diamonds:লোকাল গাইডস ফোরাম :diamonds:কুমিল্লা লোকাল গাইডস কি? :diamonds:বিভিন্ন প্রশ্নোত্তর। ★যে কেউ এই মিট-আপে অংশগ্রহণ করতে পারবেন। স্থান - শ্রীকাইল কলেজ, মুরাদনগর, কুমিল্লা। তারিখ- ১৮ জুন। সময় - বিকাল ০২ টা থেকে ০৪ টা মিট-আপ আলোচনা শেষে সাথে সবার সাথে গ্রুপ ছবি এবং আশেপাশের বিভিন্ন স্থানের তথ্য সংগ্রহ করা হবে গুগল ম্যাপস এর জন্য। আয়োজনে:- কুমিল্লা লোকাল গাইডস।

RSVP here

Facebook Event Link

15 Likes

@Kamalhasnainee @OmarBD @MohdDalwar @Golam_Kibria @Naiem @ShahMdSultan Take a look here…

2 Likes