সাদা বকের অবাধ বিচরণ/Eastern Great Egre

বাংলাদেশি রয়েছে বিভিন্ন প্রজাতির বক তার মধ্যে সাদা এই বক গুলো খুব সুন্দর এবং আকাশ দিয়ে যখন উড়ে যায় দেখতে খুবই সুন্দর লাগে। বর্তমানে এই বক বিলুপ্তির পথে খুব কম দেখা যায় আমরা ছোটবেলায় নদীর কিনারে খালে বিলে বিভিন্ন জায়গায় অনেক সাদা বক দেখতাম কিন্তু বর্তমানে সে তুলনায় 10 ভাগও সাদা বক দেখা যায় না।

খাবারের সন্ধানে বিল নদী জলাশয়ে আসে ঝাঁকে ঝাঁকে সাদা বক কীট পতঙ্গ ও মাছ ওদের প্রিয় খবার।

আমাদের গ্রামে একটি নিচুভূমি আছে, ওই স্থানটির তিনদিকে ঘরবাড়ি আর একদিকে সড়ক। বছরে দু-তিন মাস এই স্থানটি শুকনো থাকে আর বাকি মাসগুলো বর্ষার পানিতে জলাবদ্ধ হয়ে থাকে। বর্ষার মৌসুমে জলাবদ্ধতা হয় যখন তখন এই স্থানের মালিক এখানে মাছ চাষ করেন।

আস্তে আস্তে যখন এই স্থানের পানি শুকিয়ে যায় তখন মাছ ধরা হয় আর বড় মাছ গুলো ধরা হয়ে গেলে এখানে বেশ অনেক প্রজাতির ছোট ছোট মাছ থাকে, যেমন : পুটি,চান্দা,খলিশা,চেলা,কাইক্কা,বকথুরিনা ও ইত্যাদি এগুলো খাওয়ার জন্য এই ধরনের সাদা বক এখানে জমায়েত হয়। সারাদিন তারা খাবারের সন্ধানে এখানে ওখানে উড়াউড়ি করে তারা খাবার খায় এবং বাচ্চা বকের জন্য খবার নিয়ে যায়।

ঠিক শীতের শেষের দিকে এখানে সাদা বকের বিচরণ দেখা যায়।

Kamal_Hossen_Rana_1-1613531956102.gif

ক্যাপশন : জলাশয় জুড়ে সাদা বকের বিচরণে GIF

এখানে সারাদিনই থাকে সাদা বকের অবাধ বিচরণ। এ যেন মাছ আর বকের অভয়াশ্রম। প্রকৃতির এমন নয়নাভিরাম দৃশ্য কত সুন্দর না দেখলে বোঝা মুশকিল।

স্থান : 6 নং পলাশপুর, 5 নং ওয়ার্ড বরিশাল সিটি কর্পোরেশন, বরিশাল সদর।

কিভাবে আসবন :

বরিশাল লঞ্চঘাট থেকে 40 টাকা রিকশা ভাড়া দিয়ে আপনাকে কাজির গোরস্থান আসতে হবে। কাজির গোরস্থানের পূর্বদিকে এই জলাশয়টি অবস্থান। এখানে এই অপরূপ সুন্দর দৃশ্যটি দেখতে হলে আপনাকে সকাল অথবা বিকালে এখানে আসতে হবে, দিনের দুপুর দিকে সাদা বকের বিচরণ তেমন দৃষ্টিগোচর হয় না।

  • কোন টিকেট প্রয়োজন নেই
  • হুইল চেয়ার নিয়ে এখানে আসতে পারবেন
  • হুইলচেয়ার পার্কিংয়ের ব্যবস্থা নেই
  • পাবলিক টয়লেটের ব্যবস্থা নেই

স্থানটি নির্ধারিত কোন নাম নেই তাই আমি পিন ড্রপ করে আপনাদেরকে লিংক শেয়ার করলাম।

Dropped pin

https://maps.app.goo.gl/Ph4V9C8QAMesXbNXA

#BDLGCPC #connectcontest #bangladesh

13 Likes

ব্যাস্ততার কারণে আপনাদের ওখানে গিয়েও এই জায়গাটি দেখতে না পেরে এখন খুব আফসোস হচ্ছে @KamalHossenR ভাই। তবে আবার যখন যাব তখন নিশ্চয়ই দেখে আসব। বক নিয়ে সামনে আমারও একটা পোস্ট আসবে, আশা করি আপনার ভালো লাগবে। সুন্দর পোষ্টের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেব।

3 Likes

সত্যিই স্থানটি খুবই সুন্দর আমি প্রতিদিন সকালে ওখানে হাঁটতে যাই।

@MukulR

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য এবং আমি আপনার পোস্টের অপেক্ষায় রইলাম

2 Likes

ছোট বেলার কথা মনে পারে গেলো, আমাদের পুকুরে আগে অনেক সাদা বক দেখা যেত আর আমাদের বাশের ডগায় বক গুলো বাসা বানাতো, এমনকি অনেক বাচ্চা ত দিত, বিশেষর করে এই শীতের দিনে @KamalHossenR

1 Like

Dear @AbdullahAM

অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর মন্তব্যের জন্য। আসলে ছোটবেলায় আমিও খুব দেখেছি আমাদের বাসায় আশে পাশে এবং খালে বিলে বর্তমানে বক বিলুপ্তির পথে আমাদের এই বক সংরক্ষন করা উচিত।