গুগল ম্যাপ্স এ কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে।
আমি অন্যের উপকারের উদ্দেশ্যে প্রতিনিয়ত নানান ধরনের কাজ করি।
ইনশাআল্লাহ সব সময় চেষ্টা করবো নিজে সঠিক পথ দেখতে
এবং অন্যকে সঠিক পথ খুজে পেতে সহায়তা করতে।
এবং এ কাজ করতে করতে স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ব্যাজ পেয়ে থাকি।
এবার ও পেয়েছি সুপার পপুলার ব্যাজ।
গুগল ম্যাপ্স কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই ভালো কাজে তাদের সাথে রাখার জন্য।
মাহবুব ইসলাম
মেম্বার বাংলাদেশ লোকাল গাইড গ্রুপ
গাইডিং স্টার ২০২২