Unplanned Trip
Mymensingh to Durgapur
Here are some photos of
Blue Water Lake
Photos of
Bijoypur Someswari River
Top view from Bijoypur
ময়মনসিংহ থেকে দুর্গাপুর
আমাদের ঘুরার কোন পরিকল্পনা ছিল না।
এক বড় ভাই ওইদিন (২২/১১/২০২৪) সকাল নয়টায় আমাকে ফোন দেন বলেন দুর্গাপুর যাবেন।
আমি বললাম সকালের ট্রেন চলে গেছে।
তারপর আমরা সকাল ১১ টার ট্রেন দিয়ে জারিয়া যাই।
ওইখান থেকে অটো দিয়ে দুর্গাপুর তারপর বিজয়পুর, নীল পানি, চিনামাটি পাহাড়, সোমেশ্বরী নদী।
দেরিতে পৌঁছানোর কারনে আমরা ভালো করে ঘুরতে পারি নাই ।
বি: দ্র: দুর্গাপুর ঘুরতে গেলে অবশ্যই আপনাকে যত তারাতাড়ি (সকাল) যেতে হবে তা না হলে ছবি তুলতে পারবেন না ।
ভালো ছবি তুলতে গেলে অবশ্যই পর্যাপ্ত আলোর দরকার হয়।