Captionঃ দুবাই ডিউটি ফ্রি শপের একটি ফ্রন্ট ছবি।
আস সালামুওয়ালাইকুম সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। আমার সৌদি সফরে বাংলাদেশ থেকে বিমান ছিলো Fly Dubai এবং তারা ট্রানজিট দিয়েছিলো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাবার পথে এবং ফিরতি পথে উভয় সময়ই দুবাই তে ট্রানজিট ছিলো। আকার এবং আয়তন উভয় ক্ষেত্রে দুবাই ডিউটি ফ্রি শপ বিশ্বের অন্যতম বৃহত্তম । দুবাই ইন্টারন্যাশনাল (DXB) এবং আরও সাম্প্রতিক দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল (DWC) জুড়ে প্রায় ৪০০০০ বর্গমিটারের বেশি পরিচালনা করে , যা আল মাকতুম ইন্টারন্যাশনাল নামেও পরিচিত, এটি দুবাইয়ের বৈশ্বিক স্থিতির সাথে ও মিল আছে।
দুবাই ডিউটি ফ্রি শপ দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিশ্বের বৃহত্তম বিমানবন্দর খুচরা বিক্রেতাদের মধ্যে একটি। এটি প্রসাধনী, পারফিউম, ইলেকট্রনিক্স, গয়না, বিলাসবহুল ঘড়ি এবং আরও অনেক কিছু সহ বিস্তৃত পণ্য সরবরাহ করে। দোকানটি তার গ্রাহকদের জন্য নিয়মিত প্রচার এবং ডিসকাউন্ট পরিচালনা করে। উপরন্তু, দুবাই ডিউটি ফ্রি তার বিখ্যাত র্যাফেল ড্রয়ের জন্য পরিচিত, যা গ্রাহকদের বিলাসবহুল গাড়ি, নগদ এবং অন্যান্য মূল্যবান পুরস্কার জেতার সুযোগ দেয়। এটি সপ্তাহের সাত দিন 24 ঘন্টা খোলা থাকে এবং দুবাই ভ্রমণকারীদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য।তাই আজকের পর্বে দুবাই ডিউটি ফ্রি শপ বা দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিয়ে আমার সামান্য অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করবো।
Caption ঃ এটা ঠিক এয়ারপোর্টে প্রবেশ গেট।
ঢাকা থেকে জেদ্দাহর উদ্দ্যেশ্য যাবার সময় আমাদের বিমান প্রায় এক ঘন্টা লেট করে তাই দুবাই এয়ারপোর্টে ট্রানজিট এ খুব বেশী সময় পাইনি। তবে ফেরার পথে প্রায় তিনঘণ্টা সময় পেয়েছিলাম। এবং লিমিটেশন এর ভিতর অনেকটা ঘুরে দেখার সুযোগ হয়েছে। তবে কেও যদি অল্প সময়ে দুবাই এদিক সেদিক ঘুরতে চান তবে অবশ্যই দুবাই ঘুরার ট্রানজিট ভিসা নিয়ে আসবেন।
Captionঃ একটি ওয়াইন এর দোকান।
আগমন এবং প্রস্থান উভয় ক্ষেত্রেই প্রায় সমস্ত টার্মিনালেই তাদের স্টোর রয়েছে, আউটলেটগুলির সবচেয়ে বড় হল দুবাই ইন্টারন্যাশনালের টার্মিনাল ৩। সবচেয়ে বিক্রিত বিক্রিত অফারগুলির মধ্যে রয়েছে পারফিউম এবং সোনা, এবং প্রচুর বিলাসবহুল সামগ্রী।দুবাই ডিউটি ফ্রি শপে মুলত অনেক অনেক পন্যেই পাওয়া যায় তারমধ্য অন্যতম হচ্ছে বিভিন্ন ব্রান্ডের মদ সিগারেট এমনকি মদের দোকান গুলোতে চমকপ্রদ অফার ও লক্ষনীয়। এখানে যেমন আপনি পাচ রিয়ালে এক কাপ কফি পাবেন আবার চাইলে অনায়েসে পাচশত রিয়াল খরচ করতে পারেন। বিশ্বের অনেক বড় বড় খাবারের শাখাই এখানে পাবেন। পাবেন ইচ্ছেমতো চকলেট ক্যান্ডি জুস বিভিন্ন ব্রান্ডের অথেনটিক কসমেটিক্স।
Captionঃ চকলেটের একটি গ্যালারি।
Captionঃ কেনাকাটা করার সুবিধার জন্য আছে ট্রলি।
Captionঃ একটি অথেনটিক কসমেটিক্স এর গ্যালারি।
Captionঃ ওয়াইনের গ্যালারি থরে থরে সাজানো বিভিন্ন ব্রান্ডের ওয়াইন।
Captionঃ টয়লেট এর প্রবেশ।
এখানে নামাজের যেমন সুবিধা আছে আছে পরিস্কার পরিচ্ছন্ন টয়লেট। আছে হুইল চেয়ার এক্সসেস।
Captionঃ ওয়াশ রুমের ভিতরের একটি চিত্র।
Captionঃ ওয়াশ রুম এর চিত্র।
তবে দুবাই ডিউটি ফ্রি শপে এর আশেপাশে একটা জিনিস খুব উপভোগ করেছি। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন রকমের মানুষের দেখা মিলে। মিলবে বিভিন্ন সংস্কৃতির মানুষের মানে চোখ ধাধানো সব ব্যাপার স্যাপার।
Captionঃ থরে থরে সাজানো ওয়াইনের বোতল।
এখানে খাবার দাবারের প্রচুর আইটেম পাবেন আমি নিরামিষ থেকে শুরু করে প্রায় সব সব আইটেম। তবে আমি এখান থেকে কিছু চকলেট এবং কফি নিয়েছিলাম।
সর্বোপরি দুবাই এয়ারপোর্টে কাটানো তিনঘণ্টা আমার প্রায় দারুন এক অভিজ্ঞতা ছিলো। তবে কিছু বিষয়ে কিছুটা বিব্রত ছিলাম যাক সে গল্প আরেকদিন বলবো।
#BDLG #BangladeshLocalguide #Triptosaudi #Localguideconnect #Letsguide