বাংলাদেশের গ্রামাঞ্চলে ড্রাগনের ফলের বাগানে ভ্রমণ।
গুগল লোকাল গাইড কানেক্ট এ আমার প্রথম পোষ্ট। আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করে নিব। আজকের পোস্ট হবে বৃষ্টির সময় মিষ্টির সেই ড্রাগন ফল নিয়ে।
প্রথমেই বলার কথা যেটি ড্রাগন বাগানটি কোথায় অবস্থিত। ড্রাগন বাগানে আপনি কিভাবে পৌঁছাবেন।
ড্রাগন বাগানটি চুয়াডাঙ্গা জেলার বড়বাজার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে আসতে হলে আপনাকে প্রথমে বড়বাজার থেকে হসপিটাল এ পৌঁছাতে হবে ভাড়া 10 টাকা। তারপর হসপিটাল থেকে মাখালডাঙ্গা গ্রামে আসতে হবে ভাড়া 15 টাকা করে।
আমি নিচে গুগল ম্যাপ এর একটি লিংক দিয়েছি।
পৌঁছে গেলাম ড্রাগণ বাগানে। ড্রাগন বাগানটি আকারে অনেক বড় যা 2 বিঘা জমির উপরে।
ড্রাগন বাগানের পরিপূর্ণ ছবি।
ড্রাগন বাগানে চলাচল করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা হল এটার ভিতর বেড়ানোর সময় খেয়াল রাখবেন এগুলোর গায়ে কাঁটা আছে। কাঁটাগুলো আপনারা গায়ে অথবা হাতে ফুটে যেতে পারে যা অনেক কষ্টদায়ক। যেটা আমি অনুভব করেছি।
কাঁটাওয়ালা একটি ফটো।
ড্রাগন এর ফুল গুলা দেখতে অনেক সুন্দর। ড্রাগনের ফুলগুলো নিচের দিকে মাথা নুইয়ে থাকে।
ড্রাগনের একটি ফুলের ছবি।
ড্রাগনের ফলগুলো যখন পেকে যায় তখন দেখতে অনেকটা সুন্দর মনে হয়। যার পাতা গুলো শাপলা ফুলের মত বিছিয়ে থাকে।
ড্রাগন ফলের ছবি।
এবার আসি ড্রাগন ফলের ভিতরে দেখতে কেমন। ফলটির ভেতরে দেখতে অতিশয় লাল টকটকে। ফলের ভিতরে রয়েছে কাল কাল ধরনের ছোট ছোট বিচি। লাল এই ফলটি দেখে অনেক সুন্দর লাগলো যা উপভোগ করার মতো।
ড্রাগন ফলের ভিতরের দেখতে কেমন তার একটি ছবি।
ফলটি খেতে অনেক সুস্বাদু। ফুলটি লাল টকটকে আপনার যিহোবা এবং ঠোট লাল টকটকে ধারণ এনে দেয়। লাল টকটকে অবস্থায় আপনাকে দেখতে অসাধারন লাগবে। লাল টকটকে ধারণকৃত সেই আমি।
ড্রাগন ফলের স্বাদ সম্পর্কে যে আমাকে বলছিল তার সাথে একটি ছবি।
ড্রাগন খাওয়ার সময় ছবি।
ড্রাগন ফল 200 থেকে 500 গ্রাম ওজনের হয়ে থাকে। ড্রাগন ফলের দাম একেক সময় একেক রকম হয়ে থাকে। আমি বাজারে একসময় খবর নিয়ে দেখেছিলাম 400 থেকে 500 টাকা কেজি বিক্রি হচ্ছিল।
ড্রাগন ফল বাজারজাতকরণের জন্য প্যাকিং করা হচ্ছে।
কানেক্টিং কেমন হয়েছে লেখা তা আপনাদের মতামত এর জন্য অপেক্ষায় রইলাম।
আগামীতে আরো মাঠ-ঘাট এর সুন্দর সুন্দর ফল-ফুল শাক-সবজি পোস্ট করার চেষ্টা করব।
ফলের ভেতরে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ইত্যাদি।
সবজির ভিতর পুঁইশাক লাল শাক লাউ বেগুন করলা ইত্যাদি।
উপরে উল্লেখিত ফলমূল-শাকসবজি এধরনের কানেক্ট পোস্ট করা যাবে কিনা তা জানালে ভালো হবে।
Follow me