Dragon fruit orchard tour in rural Bangladesh

বাংলাদেশের গ্রামাঞ্চলে ড্রাগনের ফলের বাগানে ভ্রমণ।

গুগল লোকাল গাইড কানেক্ট এ আমার প্রথম পোষ্ট। আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করে নিব। আজকের পোস্ট হবে বৃষ্টির সময় মিষ্টির সেই ড্রাগন ফল নিয়ে।

প্রথমেই বলার কথা যেটি ড্রাগন বাগানটি কোথায় অবস্থিত। ড্রাগন বাগানে আপনি কিভাবে পৌঁছাবেন।

ড্রাগন বাগানটি চুয়াডাঙ্গা জেলার বড়বাজার থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত। যেখানে আসতে হলে আপনাকে প্রথমে বড়বাজার থেকে হসপিটাল এ পৌঁছাতে হবে ভাড়া 10 টাকা। তারপর হসপিটাল থেকে মাখালডাঙ্গা গ্রামে আসতে হবে ভাড়া 15 টাকা করে।

আমি নিচে গুগল ম্যাপ এর একটি লিংক দিয়েছি।

Map Link

পৌঁছে গেলাম ড্রাগণ বাগানে। ড্রাগন বাগানটি আকারে অনেক বড় যা 2 বিঘা জমির উপরে।

ড্রাগন বাগানের পরিপূর্ণ ছবি।

ড্রাগন বাগানে চলাচল করার আগে সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা হল এটার ভিতর বেড়ানোর সময় খেয়াল রাখবেন এগুলোর গায়ে কাঁটা আছে। কাঁটাগুলো আপনারা গায়ে অথবা হাতে ফুটে যেতে পারে যা অনেক কষ্টদায়ক। যেটা আমি অনুভব করেছি।

কাঁটাওয়ালা একটি ফটো।

ড্রাগন এর ফুল গুলা দেখতে অনেক সুন্দর। ড্রাগনের ফুলগুলো নিচের দিকে মাথা নুইয়ে থাকে।

ড্রাগনের একটি ফুলের ছবি।

ড্রাগনের ফলগুলো যখন পেকে যায় তখন দেখতে অনেকটা সুন্দর মনে হয়। যার পাতা গুলো শাপলা ফুলের মত বিছিয়ে থাকে।

ড্রাগন ফলের ছবি।

এবার আসি ড্রাগন ফলের ভিতরে দেখতে কেমন। ফলটির ভেতরে দেখতে অতিশয় লাল টকটকে। ফলের ভিতরে রয়েছে কাল কাল ধরনের ছোট ছোট বিচি। লাল এই ফলটি দেখে অনেক সুন্দর লাগলো যা উপভোগ করার মতো।

ড্রাগন ফলের ভিতরের দেখতে কেমন তার একটি ছবি।

ফলটি খেতে অনেক সুস্বাদু। ফুলটি লাল টকটকে আপনার যিহোবা এবং ঠোট লাল টকটকে ধারণ এনে দেয়। লাল টকটকে অবস্থায় আপনাকে দেখতে অসাধারন লাগবে। লাল টকটকে ধারণকৃত সেই আমি।

ড্রাগন ফলের স্বাদ সম্পর্কে যে আমাকে বলছিল তার সাথে একটি ছবি।

ড্রাগন খাওয়ার সময় ছবি।

ড্রাগন ফল 200 থেকে 500 গ্রাম ওজনের হয়ে থাকে। ড্রাগন ফলের দাম একেক সময় একেক রকম হয়ে থাকে। আমি বাজারে একসময় খবর নিয়ে দেখেছিলাম 400 থেকে 500 টাকা কেজি বিক্রি হচ্ছিল।

ড্রাগন ফল বাজারজাতকরণের জন্য প্যাকিং করা হচ্ছে।

কানেক্টিং কেমন হয়েছে লেখা তা আপনাদের মতামত এর জন্য অপেক্ষায় রইলাম।

আগামীতে আরো মাঠ-ঘাট এর সুন্দর সুন্দর ফল-ফুল শাক-সবজি পোস্ট করার চেষ্টা করব।

ফলের ভেতরে আম জাম কাঁঠাল লিচু পেয়ারা ইত্যাদি।

সবজির ভিতর পুঁইশাক লাল শাক লাউ বেগুন করলা ইত্যাদি।

উপরে উল্লেখিত ফলমূল-শাকসবজি এধরনের কানেক্ট পোস্ট করা যাবে কিনা তা জানালে ভালো হবে।

Follow me

Facebook || Instagram || Twitter || linkedin

166 Likes

আপনার এই পোস্টটি অনেক সুন্দর হয়েছে, অনেক বিস্তারিত লিখেছেন, আর ছবি গুলো ও অনেক সুন্দর হয়েছে @ArjullaHossain ভাই

আশা করি ভালো থাকবেন এবং আবারও লিখবেন, ধন্যবাদ

3 Likes

@AbdullahAM ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর মতামত প্রদান করার জন্য। সামনে আরো ভালো করতেে পারি এই দোয়া করেন।

1 Like

Hi @ArjullaHossain

So nice and informative post of Dragon fruits! I known many about this fruits from your post!

Thank you so much for your sharing with us such amazing photos amd post!

Have a great day !

Here is my recent posts for you!

4 Likes

আপনাকে অনেক ধন্যবাদ আমাকে উৎসাহ প্রদান করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। @MAHBUB_HYDER

1 Like

Good post of Dragon fruit! :+1: :purple_heart:

Thanks for sharing with us @ArjullaHossain

1 Like

Thank you very much.

@ArjullaHossain какой интересный, красивый, большой сад)

1 Like

প্রথম পোস্ট সুন্দর করে লিখেছেন

ছবি ও সুন্দর হয়েছে, ভালো লাগছে

দেখে @ArjullaHossain :smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts:

2 Likes

সম্পুরক একটি পোস্ট ধন্যবাদ সুন্দর করে তুলে ধরার জন্য @ArjullaHossain

4 Likes

Yo tengo una en casa, desde hace mas o menos un año. Es bastante mas fea que las del huerto pero tengo esperanzas en que flor salga, que salga fruta menos.

Pero si la he mantenido viva en una casa de Madrid, todo puede ser !!!1https://youtu.be/Pl4_uJonnaY

1 Like

Excellent post & congratulations on your first connect post.

3 Likes

ড্রাগন ফল দুই একবার খেয়েছি কিন্তু বাগানে কখনো যাওয়া হয়নি আপনার এই পোস্ট দেখে বাগানে যাওয়ার ইচ্ছা জেগে উঠলো। দেখি সুযোগ হলে ড্রাগণ বাগান ঘুরে আসবো ইনশাল্লাহ।

@ArjullaHossain আপনার প্রথম কানেক্ট পোস্ট হিসেবে অসাধারণ লিখেছেন। সবকিছু সাজানো গোছানো এবং বিস্তারিত বর্ণনা সহ ছবিগুলোও দারুন। আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

2 Likes

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার এই কানেক্টিং পড়ার এবং দেখার জন্য। আমার কানেক্ট লেখা সুন্দর হয়েছে এটা বলে আমাকে আরও উৎসাহ প্রদান করলেন। ধন্যবাদ আপনাকে। @AbdusSattar

2 Likes

ধন্যবাদ।।। আমার কানেক্টে পোস্ট টির সৌন্দর্যতা সম্পর্কে বলার জন্য।

1 Like

ধন্যবাদ। আপনাকে আমার কানেক্ট পোস্টটির সৌন্দর্য তার সম্পর্কে বলার জন্য।

1 Like

অনেক ধন্যবাদ সুন্দর একটি মতামত প্রদান করার জন্য। আগামীতে আরও ভাল করার চেষ্টা করব।

1 Like

Yeah Al that sounds pretty crap to me, Looks like BT aint for me either. Thanks for the feedback.

1 Like

@ArjullaHossain какой сладкий потрясающий сад

2 Likes

Thank you so much for congratulating me. Thank you one more time for reading my Connect.

1 Like