Distribution of blankets among the cold

প্রতিবারের ন্যায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছিলাম আমরা আমাদের এবারের কার্য্যক্রম ছিলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চৌমুহনি কদমতলায়। প্রায় দুইশতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

Caption: কম্বল বিতরণ এর কার্যক্রম শুরুর আগে আগতদের কে সারিবদ্ধ ভাবে দাঁড়ানোর জন্য বলা হচ্ছে। ছবি লোকাল গাইড ইয়াসিন আলী।

এই কার্যক্রম কে সফল করার জন্য ঢাকা থেকে আমরা ৪ জন যোগ দেই। যদিও কম্বল তার একদিন আগেই কুড়িগ্রামে পৌছে যায় এবং সেখানে থাকা স্থানীয় শুভাকাঙ্ক্ষী গন তা বিতরণ এর সব বন্ধোব্যাস্ত আগে থেকেই করে রাখেন। আমরা রওনা হই ২৫ তারিখে।

রাতে এবং ২৬ তারিখ সকালে কুড়িগ্রাম পৌছাই। সেখানে আগে থেকে প্রায় দুইশতাধিক মানুষজন অপেক্ষামান ছিলেন।

Caption: কম্বল গ্রহন করতে আসা স্থানীয় দের সারিবদ্ধ ভাবে কম্বল বিতরণ চলছে মোহাম্মদ পলাশ লোকাল গাইড রিমন। ছবি লোকাল গাইড ইয়াসিন আলী।

প্রতিবছরই আমরা প্রায় সুবিধাবঞ্চিত দের জন্য বিভিন্ন কার্যক্রম করে থাকি এবং এটা করতে আমরা বন্ধু শুভাকাঙ্ক্ষী মিলে Work For Awake Foundation নামে একটি সংগঠন করি যার পরিচালনা দায়িত্বে আছি।

১/ আমি লোকাল গাইড মোহাম্মদ পলাশ

২/ লোকাল গাইড ইয়াসীন আলী

৩/ লোকাল গাইড রিমন

৪/ লোকাল গাইড লিফন

Caption : বিতরণ এর জন্য প্রস্তুত করে রাখা কম্বল। ছবি লোকাল গাইড ইয়াসিন আলী।

সুবিধাবঞ্চিত দের জন্য যেমন কিছু করতে চেয়েছি ঠিক তেমনি আত্নসমর্পন করে এসেছি তাদের সেই ভারাক্রান্ত চাহনীর কাছে। কারন তাদের চাহিদার তুলনায় আমাদের কাছে শীতবস্ত্র ছিলো খুবই সামান্য। তবে কথা দিয়ে এসেছি তাদের কাছে আবার আসবো যে কোন দুর্যোগে তাদের পাশে দাড়াতে।

কৃতজ্ঞতা জানাই সেই সকলের প্রতি যাহারা মহৎ এই কাজে শ্রম/আর্থিক/মানসিক ভাবে আমাদের নিঃস্বার্থ সাপোর্ট দিয়েছেন। যাদের ছাড়া আমাদের এই কার্য্যক্রম সম্পাদন করা ছিলো অসম্ভবপ্রায়।

Captain : সবাই সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আমাদের কার্যক্রম কে এগিয়ে নিতে খুব সহযোগিতা করেছে। ছবি লোকাল গাইড ইয়াসিন আলী।

Caption : কম্বল পেয়ে বেজায় খুশী স্থানীয় এক চাচী ছবিতে তাই প্রতিফলিত হয়েছে। ছবি লোকাল গাইড রিমন।

Caption: কম্বল বিতরণ এর একটি স্থিরচিত্র ছবি আমি মোহাম্মদ পলাশ এবং লোকাল গাইড লিফন।

Caption : কম্বল বুঝে নিয়ে ফিরছেন স্থানীয় একজন।

বিশ্বাস করেন সুবিধাবঞ্চিত দের জন্য কিছু করার মধ্যে আপনি সেই প্রসান্তি লাভ করবেন জগতের অনেক কিছুতেই তা খুজে পাবেন নাহ এবং বিশ্বাস করি তাদের জন্য কিছু করতে পারা সৃষ্টিকর্তার এক দারুন মহিমা।

Caption: কম্বল বিতরণ এর একটি মুহুর্ত। ছবি লোকাল গাইড ইয়াসিন আলি

সুবিধাবঞ্চিত দের জন্য কিছু করার মাধ্যমে একটাই উপলব্ধি আমরা যদি সবাই যার যার জায়গা থেকে তাদের পাশে দাড়াই তাহলে যে কোন দুর্যোগ মোকাবেলা খুব সহজ হয়ে যায়।

#localguidesconnect #localguides #letsguide #localguidesbd #BDLG #Bangladesh #localguidesbd

33 Likes

মানবিক কাজ আল্লাহ কবুল করুক :heart:

4 Likes

ভাই সত্যিই অনেক ভালো উদ্দ্যেগ, দেখে খুব ভালো লাগছে @MohammadPalash

4 Likes

ধন্যবাদ নিবেন আপু আপনি প্রসংসা করেছেন জেনে খুব খুশী @Ayeshashimu

4 Likes

আমিন ধন্যবাদ ভাই আপনাকে @KhanSayfullah

4 Likes

Best wishes brother @MohammadPalash

onk dur agaia jan

khub e valo kaj

4 Likes

ধন্যবাদ ভাই ইন শা আল্লাহ দোয়ার দরখাস্ত রইলো @Papel_Mahammud

3 Likes

আপনাদের সবার জন্য শুভকামনা!

4 Likes

ধন্যবাদ ভাই @MdFerozKabir

1 Like

এই ধারা অব্যাহত থাকুক আগামী দিনগুলিতে @MohammadPalash ভাই।

3 Likes

ইন শা আল্লাহ ধন্যবাদ ভাই @NasimJ

1 Like

@MohammadPalash ভাই

সুবিধাবঞ্চিতদের জন্য দুর্দান্ত একটি উদ্যোগ নিয়েছেন, আপনার কর্মকান্ড আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

1 Like

পাশে থাকার জন্য ধন্যবাদ @KamalHossenR

1 Like