Dinner at Local Restaurant with Family

কিছুদিন আগে পরিবার নিয়ে খেতে গিয়েছিলাম ঢাকার খিলগাঁওয়ের একটি রেস্তোরাঁতে। খিলগাঁও ইতিমধ্যে রেস্তোরাঁয় ভরপুর। প্রচুর রেস্তোরাঁ এখানে গড়ে উঠেছে ভোজন রসিক বাংলাদেশীদের কল্যাণে। রেস্তোরাঁটির লোকেশন ও নাম Churrasko, আমরা লাহরি বিফ প্লেটার নিয়েছিলাম। এটা চারজনের জন্য বেশ উপভোগ্য হবে। এটার সাথে দুইটা নান
রুটি ও দুইটা পরোটা ছিলো এছাড়া একটি রেশমি কাবাব ও বটি কাবাবের প্লেট ছিলো। রেস্তোরাঁটি বেশ পরিস্কার পরিচ্ছন্ন ও পরিপাটি। বাচ্চারা বেশ উপভোগ করেছে।

খাবারের সাথে দুই রকমের সালাদও ছিলো।

ঢাকার যেকেনো জায়গা থেকে খুব সহজই খিলগাঁও আসা যায়। প্রতিদিন দুপুর ১২ টার পর থেকে রাত ১০/১১ টা পর্যন্ত খোলা থাকে। আমি নিজেও খিলগাঁও থাকি তাই এই এলাকার খাবার খুব উপভোগ করি।

খুব মজার বিষয় হলো এখানে একটা লাইভ রিভিউ লেখ পোস্ট করার একটি বোর্ড আছে। খাওয়া দাওয়া শেষ করার পর অনেকেই এই বোর্ডে রঙিন কাগজের দ্বারা রিভিউ লিখে পিন আপ করে যায়।

ধন্যবাদ

20 Likes

@sumanbd the food looks so delicious :yum::drooling_face:

2 Likes

Beautiful restaurant and the food looks delicious. Thank you for sharing @sumanbd

2 Likes

The restaurant looks beautiful and the food looking delicious and amazing :heart_eyes:.

2 Likes

Thanks @SarathUpendran @Ssiddharth2000 @Sairus

3 Likes