ধানমন্ডি এলাকার লেকের পাশের ছবি আনুমানিক ১৯৭৩ সালের দিকের। সামনে জলাশয়টি ধানমন্ডি লেকের, ওপারে সাদা বিল্ডিংটি রাশিয়ান কালচার সেন্টার যা রাশিয়ান হাউজ ইন ঢাকা হিসাবে পরিচিত। ছবিটি মনে হয় তোলা হয়েছে বর্তমানে রবীন্দ্র সরোবরের কাছাকাছি এলাকা বা ৭/এ হতে। ছবিতে বামে ৮ নম্বর রোডের ব্রিজটি দেখা যাচ্ছে।
Dhaka, Bangladesh.
4 Likes
আপনাকে লোকাল গাইড কানেক্ট ফোরামে সাগতম , অনুগ্রহ করে এই ফোরামে অন্য কারো তোলা ছবি বা লেখা কপি পেস্ট নিষিদ্ধ , আসাকরি আপনি নিজের তোলা ছবি শেয়ার কবেন আর নিজের অভিজ্ঞতা লিখবেন ।
প্রয়োজনে এই লিখাটি দেখতে পারেন : Local Guides Connect 3.0 বাংলায় হাতে খড়ি