Dhaka International Trade Fair 2023 Meetup!

হ্যালো! লোকাল গাইডস,

লোকাল গাইডস বাংলা আয়োজন করতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৩ মিটাপ।

বানিজ্য মেলাকে লোকাল গাইডস কমিউনিটির সাথে পরিচয় করিয়ে দিতে এই মিটাপের উদ্দেশ্য। তাছাড়া লোকাল গাইডসদের সাথে নিয়ে বানিজ্য মেলাকে একটু ভিন্নভাবে উপভোগ করা, বানিজ্য মেলায় নান্দনিক সৌন্দর্য তুলে ধরার চেস্টা করবো।

মিটাপ কার্যাবলীঃ

লোকাল গাইডস অভিজ্ঞতা শেয়ার।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা ছবি তোলা, ভিডিও করা ইত্যাদি।

এই মিটাপ সকল লোকাল গাইডসদের জন্য উন্মুক্ত। ( এন্ট্রি টিকেট এবং যেকোনো খাবার নিজ নিজ বহনযোগ্য)

আশাকরি লোকাল গাউডসদের সাথে অসাধারণ একটি মিটাপ হবে বানিজ্য মেলায়।

যারা যারা অংশগ্রহণ করবেন মিটাপ পেজে রেসপন্স করুন

RSVP Link :Dhaka International Trade Fair 2023 Meetup!

সময়: দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা, ৩০ শে জানুয়ারি ২০২৩।

আয়োজনেঃ লোকাল গাইডস বাংলা!

19 Likes

@SolaimanHossain অধীর আগ্রহে অপেক্ষা করছি মিটাপে যোগ দেওয়ার জন্য।

হ্যাপী গাইডিং!

1 Like

@SolaimanHossain

Good initiative. I will try to join with you.

2 Likes

@Designer_Biswajit @ShafiulB

চলুন দাদা আমরা সবাই মিলে বাকি লোকাল গাইডদের কাছে আমাদের বাণিজ্য মেলা কে পরিচিত করিয়ে দেবার চেষ্টা করি। আপনাদের অপেক্ষায় থাকবো :heart:

2 Likes

@SolaimanHossain

I will try my best to join you.

1 Like

আমিও আসবো ইনশাআল্লাহ।

2 Likes

I’ve joined already. And enjoying a lot :heart_eyes:

Hi, This is my first meetup in International trade fair 2023. I’m enjoying here.

2 Likes

Happy to Join today

2 Likes