Delhi Travel Diary - স্মৃতির পাতায় দিল্লী

Kolkata Travel Diary - স্মৃতির পাতায় কলকাতা এই পোস্ট পড়ে আসেন বুঝতে সহজ হবে।

এরপর আমরা রওনা দিলাম কলকাতা থেকে দিল্লীর পথে। রাজধানী এক্সপ্রেস ট্রেনে করে ১৮ঘন্টা জার্নি করে চলে আসলাম দিল বালোকে শেহের দিল্লীতে। কলকাতা এসে ও মনে হয় নাই যে আমি অন্য কোন দেশে আছি কিন্তু এইবার মনে হচ্ছে আমি আমার দেশ থেকে অনেক দূরে আছি।

ট্রেনের অভিজ্ঞতা : লাইফের একটা বেস্ট এক্সপেরিয়েন্স ছিল এই জার্নি। আসলে আমি দেশে ও খুব একটা ট্রেন জার্নি করি নাই তাই এইটা হয়তো বেশি রোমাঞ্চকর ছিল। রাজধানী এক্সপ্রেসে যতটুকু জানি ৪ ধরণের সিট থাকে।

১। কেবিন যেইটা একেবারে প্রাইভেট ফ্যামিলি সহ গেলে যেতে পারেন।
২। ২ টায়ার যেইটাতে দিনে বসে যাবেন রাতে ঘুমাতে পারবেন।
৩। ৩ টায়ার সেম আগের মতই তবে এইখানে এক রোতে ৩টা থাকে আর ঐখানে ২টা থাকে।
৪। চেয়ার কোচ.

আমি সাজেশন করবো ৩টায়ার নিতে একে আরাম পাবেন আর এক একা গেলে কিছু মানুষ পাবেন আলাপ করার জন্য়।

ট্রেনের খাবার : ট্রেনের টিকেটের সাথে খাবারের দাম রাখা ছিল তারপর ও আমরা কেক , বিস্কুট আর কোক নিয়ে উঠলাম ভাবলাম ৩ বেলা খাবার ছাড়া হয়তো তেমন কিছু দিবে না। ট্রেন একেবারে টাইম মত চলা শুরু করলো। ৫ মিনিটের মাঝে চলে আসলো একজন এসে ১ বোতল পানি দিয়ে গেল। ঠিক পিছনে আরেক জন আসলো ভেজ খাব না নন ভেজ খাবো তা জানতে। ইন্ডিয়ান অনেক মানুষ নন ভেজ খায় না তাই এরা জেনে নেয় আপনার সুবিধার জন্যে। ১০মিনিট পর সুপ্ আর কি যেন নাস্তা আর চা দিল। খেলাম এরপর কিচ্ছুক্ষন পর দুপুরের খাবারের টাইমে দিয়ে গেল ভাত , ডাল , মুরগির মাংস আর দুইটা রুটি। এরপর ২০-২৫ মিনিট পর আবার চা এরপর সন্ধ্যার দিকে সেনডুইস আর চা এরপর আবার রাতের খাবার। খাবারের বাহার অনেক।

ট্রেনের স্টপিজ : এই ট্রেন চলার পথে ২-৩ মিনিটের জন্য দুইটা বা ৩টা স্টেশনে দাঁড়িয়েছে তবে কেউকে নেয়ার জন্যে না ট্রেনের যাত্রীদের খাবার উঠানোর জন্যে। আমাদের এই ট্রেন দিল্লী যেই টাইমে যাওয়ার কথা তার ১০-১৫ মিনিট আগেই চলে আসছে।

কি কি খেয়েছি : দুপুর আর রাতে বিরিয়ানি , ভাত , মাছ , মুরগীর মাংস , মুসলিম হোটেলে গরুর মাংস ও পাবেন। সকালে রুটি অথবা পরটা , ডাল , ভাজি , মাংস।

ঘুরার জন্য যা যা আছে :
১. দিল্লী জামে মসজিদ
২. রেড ফোর্ড
৩. ইন্ডিয়া গেইট
৪. হুমায়ন টাম্প
৫.লোটাস টেম্পল ইত্যাদি।
(দেখার মত অনেক কিছু আছে আমি অল্প করে দিলাম যদি কম সময় থাকে তবে এইগুলা না দেখলেই নয়)

খরচ : ট্রেন ভাড়া ১৫৫০± (আমাদের টিকেট বাংলাদেশ থেকে করা তাই ট্রাভেল এজেন্টের কিছু কমিশন ছিল সরাসরি কাটলে কম হতে পারে) প্রতিদিন হোটেল ভাড়া - ৫০০-১৫০০ , খাবার প্রতিদিন - ৫০০-৭০০ টাকা , ঘুরাঘুরি আপনার মত করে করবেন খরচ কম হবে।

ধন্যবাদ

39 Likes

Hello @kasarefin

The first picture looks like Sydney Opera House.

Too bad it was not near the sea. Hahahaha.

Thanks for sharing it here with us on connect.

Best regards. :grin:

3 Likes

Hey @Austinelewex Thank you & Nice to see you.

This picture is not Sydney Opera House The place name is Lotus Temple. If you want to go this beautiful place. The Lotus Temple, located in Delhi, India

Thank’s again

1 Like