হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছি, সামনে সারি সারি সবুজ পাহাড়। এই বিশালতার মাঝে নিজেকে খুঁজে পাওয়া যেন এক নতুন অভিজ্ঞতা। মাথার উপরে নীল আকাশ, হাতে প্রিয় বাংলাদেশের পতাকা উড়ছে গর্বের সাথে। এই মুহূর্তটি শুধু প্রকৃতি উপভোগ করার নয়, বরং নিজের শেকড়কে অনুভব করার। ছবিটি তোলা হয়েছে সাঙ্গু ও মাতামুহুরি রিজার্ভ ফরেস্টের গহীনে আন্দালী পাড়ায় যাওয়ার পথে। পথে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অনুভব করছিলাম, প্রকৃতি কত বিশাল আর আমি কত ক্ষুদ্র। বিশুদ্ধ বাতাস, সবুজের অপার সৌন্দর্য আর নিরবতার মাঝে পাহাড় যেন কথা বলছিলো। এই দৃশ্য শুধু চোখে দেখার নয়, হৃদয়ে গেঁথে রাখার মতো। প্রতিটি পাহাড়ের বাঁকে, প্রতিটি গাছের পাতায় প্রকৃতির অপার রহস্য লুকিয়ে আছে। পাহাড়ের এই সৌন্দর্য ও বিশালতা আমাকে বারবার মনে করিয়ে দেয়, প্রকৃতির সাথে আমাদের আত্মার সম্পর্ক কত গভীর।
Standing a thousand feet high, surrounded by rows of green hills. Finding myself in this vastness feels like a whole new experience. The blue sky above, and in my hands, the beloved flag of Bangladesh waving proudly. This moment is not just about enjoying nature but also about feeling deeply connected to my roots. The photo was taken on the way to Andali Para, deep within the Sangu and Matamuhuri Reserve Forest. Standing atop a hill, I realized how immense nature is and how small I am in comparison. The pure air, the endless greenery, and the silence made the mountains feel alive, as if they were speaking. This view is not just to be seen but to be engraved in the heart. Every curve of the hills, every leaf of the trees holds nature’s endless mysteries. The beauty and vastness of the mountains constantly remind me of how deeply our souls are connected to nature.