গত ১৯শে এপ্রিল রোজ শনিবার আমাদের সহকর্মীদের নিয়ে বরিশাল শহর এবং তৎসংলগ্ন নিম্নলিখিত দর্শনীয় স্থানসমূহে ঘুরতে গিয়েছিলাম। একদিনের ডে লং ট্রিপে এই সব দর্শনীয় স্থানসমূহ দেখতে দেখতেই আমাদের সহকর্মীগণ হাঁপিয়ে গিয়েছিলো।
১। বিবির পুকুর
২। জীবনানন্দ দাশের বাড়ি
৩। অক্সফোর্ড মিশন চার্চ
৪। গুঠিয়ার বিখ্যাত সন্দেশ
৫। সুপ্রাচীন গুঠিয়া জামে মসজিদ
৬। দূর্গাসাগর দিঘী
৭। ৫০০ বছর পুরনো কড়াপুর মিয়া বাড়ি মসজিদ
৮। বরিশাল শহরে চট্টগ্রাম মুসলিম হোটেলে কীর্তনখোলা নদীর লোকাল মাছ দিয়ে দুপুরের খাবার
৯। কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া ব্রীজ
১০। বরিশাল বিশ্ববিদ্যালয়
১১। স্মৃতি ৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি
১২। তিরিশ গোডাউন
১৩। বেলস পার্ক
১৪। এডামস পার্ক
১৫। বেলাশেষে কীর্তনখোলা নদীর পাড়ের বশিরের চায়ের দোকানের চা
আশাকরি আপনারা কখনো বরিশাল গিয়ে থাকলে এসব দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থানগুলো দেখে চোখে এবং মনে শ্রান্তি পাবেন।
ধন্যবাদ…।।