Day-long trip to Barishal, the Venice of Bengal

গত ১৯শে এপ্রিল রোজ শনিবার আমাদের সহকর্মীদের নিয়ে বরিশাল শহর এবং তৎসংলগ্ন নিম্নলিখিত দর্শনীয় স্থানসমূহে ঘুরতে গিয়েছিলাম। একদিনের ডে লং ট্রিপে এই সব দর্শনীয় স্থানসমূহ দেখতে দেখতেই আমাদের সহকর্মীগণ হাঁপিয়ে গিয়েছিলো।
১। বিবির পুকুর
২। জীবনানন্দ দাশের বাড়ি
৩। অক্সফোর্ড মিশন চার্চ
৪। গুঠিয়ার বিখ্যাত সন্দেশ
৫। সুপ্রাচীন গুঠিয়া জামে মসজিদ
৬। দূর্গাসাগর দিঘী
৭। ৫০০ বছর পুরনো কড়াপুর মিয়া বাড়ি মসজিদ
৮। বরিশাল শহরে চট্টগ্রাম মুসলিম হোটেলে কীর্তনখোলা নদীর লোকাল মাছ দিয়ে দুপুরের খাবার
৯। কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া ব্রীজ
১০। বরিশাল বিশ্ববিদ্যালয়
১১। স্মৃতি ৭১ নির্যাতন কেন্দ্র ও বধ্যভূমি
১২। তিরিশ গোডাউন
১৩। বেলস পার্ক
১৪। এডামস পার্ক
১৫। বেলাশেষে কীর্তনখোলা নদীর পাড়ের বশিরের চায়ের দোকানের চা

আশাকরি আপনারা কখনো বরিশাল গিয়ে থাকলে এসব দৃষ্টিনন্দন ও দর্শনীয় স্থানগুলো দেখে চোখে এবং মনে শ্রান্তি পাবেন।

ধন্যবাদ…।।






12 Likes

দাদা অনেক দিন পর আপনার লিখা দেখলাম @kowshicks , ভিডিও এর পাশাপাশি আর কয়েকটা ছবি দিলে ভাল হইত

2 Likes

বার কয়েক সুযোগ হয়েছিল বরিশাল যাওয়ার, হয়ে ওঠেনি। ভিডিও টা সুন্দর এডিট করেছেন।

2 Likes

মাহাবুব ভাই, আপনার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর সাথে আরও কয়েকটা ছবি জুড়ে দিয়েছি, এখন আশাকরি আপনার ভাল লাগবে।।

1 Like

আপনার মতামতের জন্য ধন্যবাদ।

1 Like

Thank you so much for the support and the like!
It truly means a lot to me when fellow Local Guides take a moment to appreciate each other’s journeys.
Barishal looks like such a magical place — your post made me feel like I was right there on the boat!
Looking forward to seeing more of your amazing stories.

Warm greetings from Türkiye!