আপনারা দেখছেন এই মহামারিতে আমরা সবাই জখন করোনার ভয়ে ঘরের মধ্যে বসে আছি আর কিছু যুদ্ধা কি সাহশ নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। কত সাহশ আর কত মানবাতা ও দেশপ্রেম থাকলে দেশকে টিকিয়ে রাখার জন্য দেশের মানুষকে বাচিয়ে রাখার জন্য নিজের জীবনের মায়া না করে এভাবে আমাদের ও আমাদের দেশকে বাচিয়ে রাখতে নিজেকে উৎসর্র্গ করতে পারতনা। আমি এই সকল যুদ্ধাদের মা দের দেখিনি তাদের দেখার আমার অনেক ইচ্ছা যে যুদ্ধাদের মারা কেমন হয় কেমন আদর্শে মানুষ করলে এভাবে মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তান এর মায়া ছেড়ে এভাবে লড়ে যেতে পারে।
<<<<করোনা>>>লেখাটা অনেক বড় হলেও পড়ে আশাকরি চোখ থেকে একফুটা পানি হলেও তাদের জন্য ফেলবেন…
আমাদের এই মহাবিশ্বকে যে এক মুহূর্তে থমকে দিয়েছে তা হচ্ছে করোনা। আমরা ১৯২০ সালের প্লেগ রোগের মহামারি দেখিনি। দেখিনী ১৯৫২ সালের ভাষা আন্দোলনের যুদ্ধ দেখিনি ১৯৭১ সালের রক্তক্ষয়ী যুদ্ধ। তবে ২০২০ সালের COVID-19 করোনা আমাদের দেখার সুযোগ করে দিয়েছে আসলে যুদ্ধারা কেমন হয়। আমার এই লেখাটা করোনা নিয়ে নয় আমার লেখাট মুলত হচ্ছে করোনা সাথে যারা সম্মক যুদ্ধ করে যাচ্ছে তাদের নিয়ে।
পুলিশঃ
পুলিশ নামটা শুনলেই কেমন জানি নাকটা ছিটকে উঠে তাইনা । আজ সেই পুলিশ আমাদের যেই পরিচয়টা দিল তা আপনারা ভুলে গেলেও যে ব্যাক্তির সন্তান ও আত্মিয়স্বজন অঢেল অর্থ সম্পদ থাকার পরেও মরে যাওয়ার পর তার লাশটা কাধেঁ নেয়ার মত যখন কেউ ছিলনা তখন কিছু ঘুষখুর পুলিশ বিনা ঘুষে তার সেই লাশট নিজের কাধে নিয়ে , নিজ হাতে কবর খুড়ে, এমনকি নিজে জানাযা পড়ে কবরস্থ করল।এইটা গেল শুধু একটি ঘটনা তারপর থেকে পুলিশ ছাড়া এমন কোন লাশের কাছে কোন আত্মীয়স্বজন ই দেখা যায় নাই এখন পর্যনত্ তখন মনে হয় পুলিশ ছাড়া অন্তত দুণিয়ায় তাদের আপন আজ আর নোই। ছেলে-মেয়েরা , আস্তীয়স্বজনরা, প্রতিবেশিরা, এমনকি সবথেকে কাছের মানুষগুলোও যখন লাশ নেওয়াতো দূরেরকথা দেখতেও অসিকৃতী জানায় তাদের মধ্যে যখন কোন মায়া, কোন রক্তের বন্ধন, কোন ভালবাসার অনুভুতি তাদের হৃদয় পর্যন্ত পৌছাতে পারেনা তার আগেই পৌছে যায় আমাদের দেশের কিছু অবাহেলিত ও ঘুষখুর পুলিশ তারা হাজার চেষ্টা করেও নিজেকে আটকিয়ে রাখতে পারেনা বিবেকের তারনায় তখন শুধু পুলিশেই হয়ে যায় প্রত্যেকটা লাশের আপনজন।
আমাদের আইজিপি মহোদয় বলেছিলেন “পুলিশ হবে মানুষের একমাত্র ভরসার জায়গা” কথাটা অনেক তারাতারিই ফলে গেছে। আজ পুলিশ ছাড়া কেউ নাই যে লাশটা কাদেনিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। সবার লাশ আর সবার জীবনের নিশ্বয়তা দিতে দিতে যখন বদ্ধ পরিকর তখন হঠাৎ করে মনে পড়ে “ আমর পরিবার ঠিক আছে তো?” বুকা পুলিশ নিজের যে পরিবার আছে সেই কথাটাই তার না মনে আছে আর না মাথায় আছে। শেষে এতটুকু ই বলবো আল্লা পুতিটি পুলিম সদস্যকে হেফাজত করুক এবং উত্তম প্রতিদান দিক।
ডাক্তারঃ
এই মহামারিতে আরেকটি সম্মক যুদ্ধা হচ্ছে ডাক্তার ডাক্তারদের মত সাহশী যুদ্ধাদের দেখে আমরা জাতি আজ সত্যি অভাক। এক ডাক্তার বলেছিলেন “ যতদিন করোনা না যাবে আমি আয়না দেখবোনা” তার কারন হয়তবা আয়না দেখলে হয়তো নিজেকে তিনি চিনতে পারবেন না । উদার মনের মানুষগুলো কখনো নিজের চিন্তা করেনা অন্যের মাঝেই হয়তো বেচেঁ থাকে।
যখন আমার আপনার মত কারো চিকিৎসা জীবনের ঝুকি নিয়ে করে তথন আমি আপনিই আবার তাকে ঢুকতে দিচ্ছিনা তার ঘরে। কেমন মানুষনা আমরা !! ইস্ আমাদের যদি একটু লজ্জা থাকতো। কোন সন্তান মায়ের কাছে যাওয়ার জন্য কেদেঁ কেদেঁ ঘুমিয়ে যায় আর তার মা একটিবারের জন্য কুলেনিয়ে দেখেওনা এমন পাষন্ড মাকি পৃথীবিতে আছে ?? হ্যা আছে আপনার আমার নিরাপত্তার জন্য চিকিৎার জন্য এমন হাজার ডাক্তার মা কলিজা ছিরে যাওয়ার পরও তার সন্তানকে দুধ খায়ানোত দূরের কথা তার কাছ পর্যন্ত যাচ্ছেনা। কতটা মহান মানুষ হলে বলতে পারেরন এমন ত্যাগ করতে পারে। আল্লাহাপাক আপনাদের উত্তম প্রতিদান দিক।
সাংবাদিকঃ
এমন কাউকে হয়তো পাওয়া যাবেনা বিনা কারনে কোন সাংবাদিক কে কয়েকটা গালি না দিয়েছেন। অথচ দেশের তথা সারা বিশ্বের মহা বিপদের সময় ঘরে বসে নাথেকে সামনের কাতারের যুদ্ধার ভূমিকা পালন করছে তারা।
আপনি কখনো অস্ত্রছাড়া যুদ্ধা দেখেছেন ?? আমি দেখেছি দেখেছি তাদের মুখের অস্ত্র দিয়ে যুদ্ধ চালিয়ে যেতে । মানুষযেন আতংকিত না হয় সবাই যেন বুঝতে পারে বর্তমানের বয়াবহতা কতটা ঝুকি নিয়ে তা আপনার আমার বুঝার জন্য চোখের সামনে তুলে ধরছে তা হয়তোবা আপনার আমার চিন্তায়ও আসেনা। আমার হয়তো মনে করি সাংবাদিকের কাজটা কি তাইলে!!আরে ভাই যেই আপনি বাজার থেকে লবন আনার মত সাহস হয়না সেই আপনাকে বুঝানোর ক্ষমতা আমার নেই। সারাটাদিন কষ্ট করে জখন বাসায় ফিরে একটু বিশ্রামের জন্য বিশ্বাস করেন নিজের বউ-বাচ্চার চেহারাটা না দেখিই সেই আলাদা রোমটার মধ্যে ইদুরের মত পালিয়ে থাকে যে নিজের পরিবারটাকেও একটু নিরাপদে রাখার জন্য মুড়ি খেয়ে কতরাত ঘুমিয়েছে তা আপনার আন্দাজেরও বাহিরে। এই সকল যুদ্ধাদের আল্লাহ উত্তম প্রতিদান দিন।
সেনাবাহিনীঃ
তাদের দেখলেতো বাংগালী জাতীর এমনিতেই মাথা সম্মানে নত হয়ে যায় তার পর ও তাদের জন্য কিছু লিখতে মন চায়।
করোনা তাদের নতুন যুদ্ধ কৌশর শিখিয়ে দিচ্ছে। শেষ কবে সকালের নাস্তা খেয়েছে হয়ত তাদের মনেও নাই শুধু মাত্র আপনাকে নিরাপদে রাখার জন্য । দাড়িয়ে থাকতে থাকতে পা গুলো হয়তো ফুলে পেন্টের সাথে লেগে গেছে তা আপনার আমার চোখে কখনো পরবেনা। আপনার আমার পরিবারকে বাচানোর জন্য নিজের পরিবারে কথা ভুলে গেছে। আরো ভূলে গেছে সদ্য বিয়ে করে আসা বউয়ের কথা। নিজেদের থেকে কতঘুন বেশি আপনাদের আমাদের নিয়ে চিন্তায় ভিবোর তা হয়তো আমাদের আয়ত্বের বাইরে। আল্লাহ আমাদের প্রতিটি সেনাসদস্যকে উত্তম প্রতিদন দিন।
###
এছাড়াও আরো অনেক যুদ্ধা রয়েছে জাদের কথা লেখলাম না পরবর্তী অংশে লিখব।… তারপরও এতটুকু বলতে চাই সকলের কাছে আমারা যুদ্ধ করতে না পারি অন্তত আমাদের এই বীর যুদ্ধাদের সহায়তা করার মত ক্ষমতা আল্লাহ আমাদের দিয়েছেন আমারা সেই ক্ষমতা কাজে লাগাই তাদের কথামত চলি তাহলেই এই মাহান যুদ্ধাদের সঠিক সম্মান প্রদান করা হবে।###
আসুন আমাদের জায়গাথে কিছু করতে পারি আর না পারি , তাদেরজন্য কিছু করতে পারি আর না পারি মন থেকে তাদের জন্য অন্তত দোয়া করি এবং মন থেকে তাদের একবার স্যালুট জানাই।
ইনশাআল্লাহ পরিস্থিতি সাভাবিক হলে তারা আমাদের জন্য যা করেছেন আমার তার প্রতিদান দেয়ার চেষ্টা করব।
**@stayhome @ShafiulB @ShakilAK @ShahMdSultan @OmarBD @Tanvir_Hasan @SolaimanHossain **