Picture Credit: Local Guides Team
অক্টবরের ২য় সপ্তাহে অনুষ্ঠিত হয়েছিল গুগল ম্যাপ ভিত্তিক বাৎসরিক অনুষ্ঠান “ লোকাল গাইডস কানেক্ট লাইভ ১৮ “ । গত অক্টোবরের ১৬ তারিখ ক্যালিফোর্নিয়ার রাজধানী সান ফ্রান্সিস্কোর এক অভিজাত ৫ তারকা হোটেলে উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই সামিট, ৫৯ টি দেশ থেকে ১৫১ জন অংশগ্রহণ করে বিভিন্ন পেশার মানুষ , শিক্ষক , গবেষক , প্রযুক্তিবিদ ,আইনজীবী সহ নানা পেশার মানুষ । অনুষ্ঠান এর উদ্ভোদনী স্বাগত বক্তব্য রাখেন গুগল লোকাল গাইড প্রধান “ মারা চমেস্কি “ “ Mara Chomsky “ । জানিয়ে দেন পরবর্তী দিন গুলোর কর্ম পরিকল্পনা , এর পর শুরু হয় নেটওয়ার্কিং সেশন এবং সাথে চলে বিভিন্ন দেশ থেকে আগত লোকাল গাইড দের বক্তব্য ধারন , ডামি গ্লোবে নিজ নিজ দেশের জায়গায় নিজের ছবি যুক্ত করন । এবং ইনডোর গেম।
এবার বাংলাদেশ থেকে ৪ জন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটি থেকে আমি মাহাবুব হাসান , সোনিয়া বিনতে খোরসেদ , আসিফ মুজতবা ।
সেখানে বাংলাদেশ লোকাল গাইড এর পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা গুগল কে দেয়া হয় যা তারা আনন্দের সাথে গ্রহন করে ।
দ্বিতীয় দিন keynote সেশনে মুল আকর্ষণ ছিল লরা স্লাবিন “ laura slabin “ ডিরেক্টর , কন্টাক্ট এবং কমিউনিটি বিভাগের ।
উনি গুগলের আগামি দিন গুলো তে আসছে এমন কিছু ফিচার সকলের সামনে তুলে ধরেন । এবং পাশাপাশি গত বছরে লোকাল গাইড রা বিশ্বব্যাপী কি কি ধরনের উন্নায়ন মূলক কাজে ভুমিকা রেখেছে তা তুলে ধরে ধন্যবাদ জানা ।
এর পর গুগল মাপ্স এর ভাইস প্রেসিডেন্ট ( প্রোডাক্ট ) ড্যান (Dane glasrow) তুলে ধরেন গুগল ম্যাপ এর গত বছরের কিছু কর্মকাণ্ডের তথ্য চিত্র , যে এখানে উপস্থিত যারা আছেন তারা গত এক বছরে গুগলম্যাপ এ ৭৭ হাজার রিভিউ লিখেছে প্রায় সাড়ে ৬ লাখ ছবি গুগল ম্যাপ এ যুক্ত করেছে । ৯৩ হাজার নতুন স্থান যুক্ত করেছে এবং এ থেকে ৩১ মিলিয়ন ইউজার সেবা পেয়েছে
এর পর শুরু হয় অনুষ্ঠানের মুল পর্ব
৮ টি সেশনে যোগ দেয় ১৫০ লোকাল গাইড তারা এ সব সেশন গুলোতে তারা আদের দেশের , গুগল ম্যাপ এর বিভিন্ন সমস্যা গুগল ম্যাপ এর বিভিন্ন টিম অফিসার দের কাছে তুলে ধরে তারা চেস্টা করে সমাধান দেবার । তারা সমস্যা গুলো নোট করে নেয় , এছাড়া কিছু নতুন ফিচার তারা সকলের সামনে তুলে ধরে এর ভাল মন্দ দিক জানতে চায় , জানতে চাওয়া হয় কি ভাবে আর ইউজ্জার ফ্রেন্ডলি অ লোকাল মানুষদের সাহায্য করবে এমন ম্যাপ ভিত্তিক কমিউনিটি করা যায় ।
বেশ কিছু জটিল ও গুরুত্ব পুর্ন সমস্যা গুলো নিজেদের মাঝে ভোটা ভুটি করে সিধান্ত নেয়া হয় কোন গুলো আগে সমাধান করা হবে ।
এর পর বিকেলে একটি photowalk আয়োজন করা হয় সানফ্রান্সিস্কোর বিখ্যাত টুরিস্ট এরিয়া পিয়ার ৩৯ (pier 39) ,পাশাপাশি ছিল গুগল অফিশিয়াল আওয়ার যেখানে লোকাল গাইড গন ম্যাপ এর নির্দিষ্ট সমস্যা বা আইডিয়া নিয়ে গুগল অফিসার দের সাথে একান্ত ভাবে আলাপ করেন ।
এর পর বিকেলে একটি পাবলিক হলে আয়োজন করে আফটার পার্টি যার মধ্য দিয়ে নেচে গেয়ে আনন্দের সাথে শেষ করে দ্বিতীয় দিন
শেষ দিন অনুষ্ঠান হয় গুগল হেড কোয়ার্টার এর কোয়ার্ড নামক স্থানে । সাগতিক বক্তব্য রাখেন jen fitzpatrick , তিনি প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে গুগলে যোগ দান করেন .
উনি গুগলে প্রথম নারী গুগল প্রোগ্রামার
তিনি ধন্যবাদ জানান যারা গুগল ম্যাপ এ ভ্লান্টিয়ার কাজ করে গুগল ম্যাপ কে সমৃদ্ধও করছে আর উপজোগি করে তুলছে , এছাড়া দেখান হয় আক্সেসিবিলিটি নিয়ে কারা আকজ করেছে , ভারতে পাবলিক টয়লেট মাপিং কচ্ছে আর নানা দিক গুলো ,
Delightful explore নামে এক সেশনে চান্দু টোটা গুগলের নতুন কিছু ফিচার সম্বন্ধে ধারনা দেন ,
এছাড়া দিন ব্যাপী গুগলের বিভিন্ন ম্যাপ ভিত্তিক প্রোডাক্ট নিয়ে আলোচনা ও টাকনিকাল সেশন হয় যেখানে সকলে তাদের আইডিয়া অ ভবিষ্যতে কি দেখতে চায় জানান হয় গুগল থেকে
বিকেলে সমাপনি অনুষ্ঠানে আয়োজন করা হয় এবং সবাইকে একটি করে ৩৬০ ক্যামেরা উপহার দেয়া হয় গুগলের পক্ষ থেকে । ছিল চকম হিসেবে নতুন স্ট্রিট ভিউ গাড়ি দেখা ।
সেখানে বাংলাদেশ থেকে নেয়া নকশী পিঠা , মাটির খেলনা দেয়া হয় উপস্থিত অন্য দেশের লোকাল গাইড ও গুগল অফিসার দের
রাতের জম কালো সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে সকলে নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে এক সাথে তার কিছু চিত্র
১৯ টি ক্যাটাগরিতে এবার ২০ জন কে এ্যাওয়ার্ড দেয়া হয় এর মাঝে বাংলাদেশ লোকাল গাইডের মডারেটর hashtag royalty ক্যাটাগরিতে একটি এ্যাওয়ার্ড জিতেন
অফিশিয়াল ভিডিও : https://www.youtube.com/watch?v=bFRjG8DlxgU
কিছু মুহুরতের ছবি
কিছু কমন প্রশ্ন উত্তর
প্রশ্ন : ভিসা কি তারা করে দেয় ???
উত্তর**:** না নিজের করতে হয় ।
প্রশ্ন : ভিসার টাকা কে দিবে আমি না গুগল ???
উত্তর**:** ভিসা ফি প্রথম এ আপনি দিবেন আপনি অনুষ্ঠানে যাওয়ার পর তারা আপনাকে দিয়ে দিবে।
প্রশ্ন**:** যদি ভিসা না পাই তাহলে ???
উত্তর**:** আপনার ভিসা ফি পড়ে ফেরত দিয়ে দিবে ।
প্রশ্ন : গুগল কয় দিন থাকা খাওয়া দেয় ???
উত্তর : আড়াই দিনের মাঝে ৩ রাত থাকা দিবে । তবে রুলের অতিরিক্ত খরচ নিজের
প্রশ্ন : এয়ারপোর্ট থেকে আশা যাওয়া ???
উত্তর : নিজের তবে কিছু ক্ষেত্রে যেমন অনুষ্ঠানের দিন কেহ আসলে তাকে এয়ারপোর্ট থেকে পিক করে
প্রশ্ন : অনুষ্ঠানের আগে পড়ে থাকা খাওয়া খরচ কার ???
উত্তর : নিজ ।
