Connect Day Bangladesh'22 -BDLG Mega Meetup

প্রিয় বাংলাদেশী লোকাল গাইড সদস্যবৃন্দ

আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ লোকাল গাইড 2022 সালের মেগা মিট আপ আয়োজন করতে যাচ্ছে।

আপনারা জানেন লোকাল গাইড প্ল্যাটফর্মের অতি পরিচিত এই কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইড, প্রতিবছর এই কমিউনিটি একটি মেলার আয়োজন করে থাকে সমগ্র বাংলাদেশ সদস্য বিভিন্ন অঞ্চলের লোকাল গাইড এর উপস্থিতিতে।

এবারের মেগা মিট আপের নাম দেয়া হয়েছে “ Connect Day Bangladesh’22 “ , রাজধানী ঢাকার অদূরে একটি ইকো পার্কে আমরা আয়োজন করেছি দিনব্যাপী একটি লোকাল গাইড মিলনমেলা।

এক নজরে মিটআপের সারসংক্ষেপ তথ্যগুলো

Meetup Name: Connect Day Bangladesh’2022

BDLG Meetup No: 190

Date: August 05,2022 [ Friday ]

Time: 11:00 AM -06:00 PM

Contribution fee : 1020Tk / 10.80$ [ For Lunch, T-shirt , Venue fee, and many more ]

Location: Zinda Park

মেগা এই আয়োজনে আমরা দিনব্যাপী লোকাল গাইড এর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, কিছু ফান অ্যাক্টিভিটি হবে আশা করি আমরা সবাই মিলে আনন্দমুখর ভাবে দিনটি উদযাপন করতে পারব।

অনুষ্ঠানের বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন

এবারের মিট অ্যাপের হ্যাশট্যাগ গুলো হচ্ছে

#connectdaybangladesh #localguidesconnect #localguidesbd #localguides #meetup #meetup190

নিমন্ত্রনে

বিষ্ণু মধু

বাংলাদেশ লোকাল গাইড

149 Likes

@Bishnu_Modhu দেখা হচ্ছে ইনশাল্লাহ। :smiling_face_with_three_hearts::smiling_face_with_three_hearts:

5 Likes

@Bishnu_Modhu অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করছি।

6 Likes

আসবো ইনশাআল্লাহ :+1:

4 Likes

দেখা হবে ভাই।

4 Likes

ধন্যবাদ, সুযোগ দেয়ার জন্য

3 Likes

ইনশাআল্লাহ দেখা হবে ভাই।

3 Likes

@Bishnu_Modhu

Best wishes, have a great day.

4 Likes

দারুন লিখেছেন। ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনের জন্য। দারুন একটি দিন কাটবে আশা করছি।

4 Likes

আমাকে মেগা মিটআপে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় সবাইকে অসংখ্য ধন্যবাদ

3 Likes

সুন্দর উপভোগ্য, ও শিক্ষনীয় একটি মিটআপ হবে, আশা করছি।

দেখা হবে🥰

3 Likes

মিটাপ খুব সুন্দর হোক এই শুভ কামনা থাকলো

2 Likes

উপরের বানানটা ঠিক করে দিয়েন ভাই,ইনশাআল্লাহ দেখা হবে।

3 Likes

সবার সাথে দেখা হওয়ার অপেক্ষায়। আশা করছি আমাদের সকলের সহযোগীতায় মিটআপটি খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারব।

#meetup190
#connectdaybangladesh
#localguidesconnect
#localguidesbd
#localguides

:bangladesh: :black_heart:

3 Likes

চিত্রকলা আইডিয়া ও তৈরি মনোমুগ্ধকর… দেখা হবে ইনশাআল্লাহ্

1 Like

বাংলাদেশ লোকাল গাইড-এর ১৯০তম মিটআপ এর সফলতা কামনা করি।

ধন্যবাদ। দেখা হচ্ছে :v:

1 Like

Dekha Hobe in sha allah

:heart_eyes: :heart_eyes: :heart:

2 Likes

Best wishes to the background team of Connect Day Bangladesh’22 -BDLG Mega Meetup.

#meetup190
#connectdaybangladesh
#localguidesconnect
#localguidesbd
#localguides

1 Like

দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ।

1 Like