প্রিয় বাংলাদেশী লোকাল গাইড সদস্যবৃন্দ
আপনারা জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ লোকাল গাইড 2022 সালের মেগা মিট আপ আয়োজন করতে যাচ্ছে।
আপনারা জানেন লোকাল গাইড প্ল্যাটফর্মের অতি পরিচিত এই কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইড, প্রতিবছর এই কমিউনিটি একটি মেলার আয়োজন করে থাকে সমগ্র বাংলাদেশ সদস্য বিভিন্ন অঞ্চলের লোকাল গাইড এর উপস্থিতিতে।
এবারের মেগা মিট আপের নাম দেয়া হয়েছে “ Connect Day Bangladesh’22 “ , রাজধানী ঢাকার অদূরে একটি ইকো পার্কে আমরা আয়োজন করেছি দিনব্যাপী একটি লোকাল গাইড মিলনমেলা।
এক নজরে মিটআপের সারসংক্ষেপ তথ্যগুলো
Meetup Name: Connect Day Bangladesh’2022
BDLG Meetup No: 190
Date: August 05,2022 [ Friday ]
Time: 11:00 AM -06:00 PM
Contribution fee : 1020Tk / 10.80$ [ For Lunch, T-shirt , Venue fee, and many more ]
Location: Zinda Park
মেগা এই আয়োজনে আমরা দিনব্যাপী লোকাল গাইড এর বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, কিছু ফান অ্যাক্টিভিটি হবে আশা করি আমরা সবাই মিলে আনন্দমুখর ভাবে দিনটি উদযাপন করতে পারব।
অনুষ্ঠানের বিষয়ে যে কোন প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন
এবারের মিট অ্যাপের হ্যাশট্যাগ গুলো হচ্ছে
#connectdaybangladesh #localguidesconnect #localguidesbd #localguides #meetup #meetup190
নিমন্ত্রনে
বিষ্ণু মধু
বাংলাদেশ লোকাল গাইড