Connect Day Bangladesh 22 উপলক্ষে আমার ক্যামেরায় তোলা কিছু ছবি

গেল সপ্তাহে ঢাকার কাছে সুন্দর এক ইকু পার্কে হয়ে গেলো বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির সব থেকে বড় আয়োজন Connect Day Bangladesh 22. বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক লোকাল গাইড এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। আমি বাংলাদেশ লোকাল গাইডের একজন মেম্বার হিসাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম।

এই পোস্টে আমি আমার ক্যামেরায় তোলা এই অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করবো।

এতক্ষন সময় নিয়ে দেখার আপনাদের অনেক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাভ রিয়েক্ট দিবেন।

34 Likes

চমতকার ছবি তুলেছেন @rashedul-alam

3 Likes

অনেক সুন্দর :heart: :heart: :heart: :heart:

2 Likes

ছবিগুলো খুব মনোমুগ্ধকর। অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ।

1 Like

@Mazharul_BDLG ভাই অনেক ধন্যবাদ।

1 Like

@Shakilbd0 @jakiripsc ভাই অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

2 Likes

@rashedul-alam স্বাগতম ভাই :heart: :heart: :heart:

1 Like

I’m sure you all enjoyed a lot @rashedul-alam as it’s a mega event. It’s very good to see so many local guides in one place. Thanks for sharing it here :blush: .

1 Like