Recap: এসো মাতি বর্ষবরণে ১৪২৬ -ঢাকা মিট আপ
Bangladesh local Guides 102 meetup
Photos album: এসো মাতি বর্ষ বরণে ১৪২৬
এপ্রিল ১৪ তারিখ বাংলাদেশে এ বাংলা ক্যালেন্ডার অনুসারে নতুন বছর শুরু হয় । বাংলা দিন গণনা শুরু হয় সূর্য উদোয় থেকে । প্রতি বছর বাংলাদেশ লোকাল গাইড আয়োজন করে বর্ষবরণ মিট আপ। এবার ও তাই ঢাকা , কুমিল্লা ,চট্টগ্রাম , রাজশাহী, শরীয়তপুরে আয়োজন করা হয়েছিল ফটোওয়াক ।
ঢাকার ফটোওয়াক নিয়ে লিখব আজ কিছু । আমরা সর্বমোট উপস্থিত হয়েছিল ২৮ জন । সবাই ঠিক মত উপস্থিত হয়ে না পারায় এক ফ্রেমে সকল কে বন্দী করা জায়নি । আমরা চেষ্টা করেছি আমাদের সংস্কৃতি ও বর্ষবরণ আয়োজন কে সকলের সামনে তুলে ধরতে ।
বর্ষবরণ শুরু হয় সকালে মঙ্গল শোভা যাত্রার মধ্য দিয়ে । এ নিয়ে একটি পোস্ট করেছেন @JoinalAbedin তা হল Pohela Boishakh, memorial of Bengali heritage [ You must read this post for better understand about this new year celebration Program ]
ছবিঃ চারুকলা ( ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস বিভাগ) এর একজন ছাত্র শোভাযাত্রার মুখোশ তৈরি করছে
মঙ্গল শোভা যাত্রায় প্রতি বছর বিভিন্ন ম্যাসেজ বা বাংলার হারাতে বসা ঐতিহ্য কে তুলে ধরা হয় । মনে করিয়ে দেয়া হয় সেই ফেলে আশা সোনালী অতীত কে ।
ছবি: তৈরি সম্পন্ন এক রাজা -রানীর মুখোশ
ছবি: সভা যাত্রার জন্য তৈরি করা হচ্ছে বাঘের মুখ আবয় মুখোশ
ছবি : সিংহের বিয়ে । পুরানো রিক্সার পিছনের চিত্র
এবার আকা হয়েছিল চারুকলার দেয়াল জুড়ে রিক্সার পিছনে আকা ছবি গুলো । আজ হারিয়ে যাওয়ার পথে
মঙ্গল শোভাযাত্রার ছবি তুলেছেন লোকাল গাইড জোনায়েদ জাফর
ছবিঃ ট্র্যাডিশনাল মিষ্টি জাতীয় খাবার
ছবিঃ কয়েকজন লোকাল গাইড গল্পে মশগুল
ছবি: ঘি ,চিনি ,গুঁড়া দুধ , নাড়ু , বাতাসা মিলানো মুড়ি মাখা
ছবিঃ Photo walk এ ছবি তুলছে একজন লোকাল গাইড
ছবি: সাপের খেলা দেখছে ঘুরতে আশা লোকজন
Other City New Year Celebration Photowalk meetup
Meetup 103: পহেলা বৈশাখে ১০৩ তম মিট-আপ সম্পন্ন হল চট্টগাম
Meetup 106: Recap: এসো মাতি বর্ষবরণে- শরিয়তপুর