It is really interesting to learn more about the local drinks in Bangladesh, as it seems to be overlooked by most of the major cuisine interest. : ]
By the photo, I would suggest that the ingredients in the glass container, would probably have most of the ingredients, with the optional addition of lime and cold water, would that be correct?
আপনি খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন, @Siddiqui-BA ভাই। তবে এই পানীয়ের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো উচিত হবে না। বরফের উৎস খুবই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে। তাছাড়াও যারা বানায় তাদের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন থেকে যায়।
@Tanvir_Hasan , ঠিক বলেছেন। এগুলি রাস্তার খাবার (street food) , আমাদের দেশে অনক বড় নাম করা কোম্পানী এর চেয়ে নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরী করে, যার কারনে মানুুষ মরন ব্যধি ক্যানসারে আক্রান্ত হয়। মন্তব্য করার জন্য ধন্যবাদ।