স্কটল্যান্ড এর এডিনবার্গ শহর এর পুরনো অংশ ভ্রমণ প্রেমী বা ইতিহাস জানতে ইচ্ছুক যে কাউকে আকৃষ্ট করবে,
পুরনো সব ক্যাসেল চার্চ আর এরিনবার ইউনিভার্সিটির স্থাপত্য শৈলী যে কারো মনে দাগ কেটে যাবে এবং বারবার তার স্মৃতিতে ফিরে আসবে এর সৌন্দর্য।
এডিনবার্গ শহরের এক কোণে ক্যালটন হিল রয়েছে যেখান থেকে মোটামুটি পুরো শহর দেখা যায় এছাড়া আরো কিছু পুরনো স্থাপত্য এবং ঐতিহাসিক ঘটনাবলী রয়েছে এই পাহাড়কে ঘিরে।
সেই বর্ণনা লিখতে গিয়ে আমি আমার পোস্ট দীর্ঘ না করে এই পাহাড়ের সৌন্দর্য এক বৃষ্টিস্নাত ভরে দেখা তার ছবিগুলো শেয়ার করলাম।
যদি এডিনবার্গ শহরের রূপ বৈচিত্র ধরা বেশ কষ্টসাধ্য ব্যাপার কারণ এই বৃষ্টি এই রোদ এই পুরো আকাশ জুড়ে কালো মেঘের ছায়া আবার কখনো মিটিমিটি রোদের আলো-ছায়ার খেলা যা আপনাকে ইমোশনাল করে তুলবে।
Thanks a lot @MahabubMunna bhai for sharing your experience with us , glad to know about this place , this place is so beautiful hope someone day I’ll be able to visit this place too .