City of joy Kolkata [indian coffee House]Palashinendlessdestinations

ছোট্র বেলা থেকেই মান্না দের কালজয়ী বিখ্যাত সেই গান কফি হাইউজের সেই আড্ডাটি আজ আর নেই শুনে শুনে বড় হয়েছি। কখন যে কফি হাউজে এক কাপ কফি আর সোস্যাল মিডিয়ার কল্যানে দেখা বিখ্যাত সেই চিকেন কার্টলেট খাওয়ার জন্য মন স্থির করেছি নিজেই জানিনা।

তাই প্রথমবার কোলকাতা গিয়ে মিস করিনি। কফি হাউজে প্রবেশ করেই চলে যাই দ্বিতীয় তলায় বেলকনিতে কফি আর কার্টলেট ঝটপট অর্ডার করে মনোনিবেশ করি চারদিকে। কতজনের কতইনা গল্প চলছে কত আড্ডা আনন্দ হাসি আবার হয়তো কেও কেও ভারাক্রান্ত মন নিয়েও বের হয়। দেখতে দেখতে আমাদের অর্ডার ও চলে আসে।

খেতে খেতে বন্ধুদের সাথে বেশ জম্পেশ আড্ডা হয় বেশ কিছু ছবিও তোলা হয়। আমি আসলে এরকম জায়গাতে গেলে ভালোমন্দ খুজিনা জাস্ট উপভোগ করি স্মৃতি হাতরাই ভালো লাগে বেশ ভালো লাগে। আবার কখনো কোলকাতা গেলে হয়তো কফি হাউজে আবার যাবো।

লোকেশন↙️ https://maps.app.goo.gl/LNFxxpx8qMQ6emvL7

বের হবার আগে চারিদিক টা বেশ ভালো করে আরেকবার ঘুরে দেখলাম আমার কানে শুধু মান্না দের সেই গান কেও জেন গুন গুন করে গাইছে। আজ আর নেই আজ আর নেই।

#bdlg #localguidesbd #Bangladeshlocalguide #kolkata #indiancoffehouse #localguideconnect

21 Likes

বাঙ্গালিদের জন্য আমার কাছে মনে হইছে অভার হাইপড প্লেস এর খাবারের ম্যান আরো উন্নত করা দরকার বলে আমার কাছে মনে হইছে , নিজাম’স এর থেকে অনেক বেশি সুস্বাদু লাগছে @MohammadPalash

6 Likes

খুবই পুরাতন ও ঐতিহ্যবাহী জায়গা। আমিও এই বছর গিয়েছিলাম এবং @MahabubMunna ভাইয়ের সাথে সহমত যে দাম অনুযায়ী আমার কাছে ওভার হাইপড মনে হয়েছে। তবে কফির টেস্ট টা ভালো লেগেছে।
একটা আলাদা ভাইব বা পরিবেশ আছে যেটা এই প্লেস টা কে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ধন্যবাদ শেয়ার করার জন্য @MohammadPalash ভাই

6 Likes

@MohammadPalash
কিছুদিন পূর্বে কলকাতা সফরে গিয়েও কফি হাউজ ভিজিট করা হয়নি সময়ের অভাবে। নেক্সট টাইমে আশা করি ভিজিট করব। যাই হোক, কফি এবং কার্টলেটের টেস্ট এবং দাম কেমন ছিল?

5 Likes

@MohammadPalash I visited there during my study in India. Nice post.

4 Likes

@MohammadPalash ভাই কফি হাউজ নিয়ে সুন্দর একটি লেখা

3 Likes

নিজাম’স এর টায় গিয়েছিলাম কিন্তু দুপুরের পর নাকি চালু হয় তাই টেস্ট করা হয়নি @MahabubMunna

কার্টলেট মেবি ১২০ রুপি ছিলো মুটামুটি ১০০ আশেপাশেই @Designer_Biswajit

ধন্যবাদ বড় ভাইয়েরা @SanjayBDLG @RazzuilbakyRozzub @Soykot_azam

3 Likes