Gusto Bistro & Coffee House এই কফি হাউজটি আমাদের তিন বন্ধুর জন্য সবসময় প্রিয়। ২৯ ফেব্রুয়ারী ২০২৪ আমরা তিন বন্ধু মিলে কফি হাউজ গেলাম আড্ডা দিতে। আড্ডার এক পর্যায় আমাদের ইচ্ছা হলো কিছু খাওয়া যাওয়া করতে। মেনুতে খুজতে লাগলাম কি খাওয়া যায়। যখন দেখলাম হাঁস পাওয়া যায় তাই আর দেরি করি নায়। অর্ডার দেয়ার ১৫ মিনিটের মধ্যে খাবার আনা হলো।
খাবার দেখার পর মনেই হলো আসাধারণ একটা খাবার হতে যাচ্ছে। দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু। এককথায় অসাধারণ লেগেছে আমাদের কাছে।
হসপিটালিটি বলেন আর প্লেস বলেন সবদিকেই এই কফি হাউজ টিকে আপনি ভালোবাসতে বাধ্য।