বাংলাদেশ লোকাল গাইডের একটি মিট আপ ব্যানার যেখানে অনেক লোকাল গাইড গোল হয়ে বসে আছে এমন একটি ছবি এবং ডান দিকের অংশে অনুষ্ঠানের নাম ও সময়সূচী
প্রিয় ঢাকাস্থ লোকাল গাইড বৃন্দ,
আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্প্রতি বাংলাদেশের চলমান COVID-19 lockdown উঠে গেছে এবং বিগত তিন মাসের লকডাউনে বাংলাদেশ লোকাল গাইড কমিউনিটির প্লান করা অনেক মিটাপ পরিবর্তন করা হয়েছে।
সার্বিক দিক বিবেচনা করে আগামী 15 ই আগস্ট ঢাকা সরোয়ারদী উদ্যানে একটি উন্মুক্ত মিটআপের আয়োজন করা হয়েছে যেখানে ঢাকায় অবস্থিত কোন লোকাল গাইড ফ্রি থাকলে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা গেল।
এবারের মিটআপের বিষয়বস্তু
- বছরের বাকি চার মাসের পরিকল্পনা ঠিক করা।
- ঢাকার বাহিরে অবস্থিত লোকাল গাইড এর জন্য আলাদা প্রোগ্রাম নিয়ে আলোচনা।
- মিটাপ কিংবা অন্য প্রোগ্রাম সংক্রান্ত পরিকল্পনা গ্রহণ
যে সকল বিষয় অংশগ্রহণকারীকে অবশ্যই খেয়াল রাখতে হবে
- স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই মাস্ক পরে উপস্থিত হতে হবে
- কোন অবস্থাতেই কেউ অসুস্থ হলে অংশগ্রহণ করা যাবে না.
- পার্কে উন্মুক্ত স্থানে মিটআপ হবে তাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে আনতে হবে.
মিটআপের তারিখ এবং সময়
Meetup Name: বৈঠক-Boikhak
BDLG Meetup no: 167
Meet update: August 15, 2021
Meet up time: 03:30PM- 05:30PM
Reporting Location: The institute of engineers, Bangladesh [ পশ্চিম গেট অর্থাৎ উদ্যানের প্রবেশ গেটের পাশে ]
Reporting time : 3:30pm - 4:00pm