একটি ছবিতে কালো জামের জুস হাতে নিয়ে ছবি তুলেছেন লোকাল গাইড মাহাবুব হাসান পিছনে বেশ কয়েকজন লোকাল গাইড জুস বারের বাহিরে বসা
" বৈকালিক বৈঠক " এর সরল অর্থ হচ্ছে শেষ বিকেলের আড্ডা কিংবা খোশগল্প । সম্প্রতি বাংলাদেশ লোকাল গাইড চেস্টা করছে মিট আপ গুলোর নাম একটু বাঙালি ঘরনার নাম রাখতে তাই এমন নাম দেয়া ।
বাংলাদেশ লোকাল গাইড শুধু দায়সারা ভাবে মিট আপ আয়োজন করে না প্রতি মিট আপে চেষ্টা করে আন্তরিকতার সাথে কাজ করতে তাই Small business , renewable energy , Women empowerment সহ নানা দিক নিয়ে মিট আপ করে ।
এবারের মিট আপ ছিল ঢাকার সদ্য বেশ পরিচিতি পাওয়া এক জুস বারে গিয়ে তাদের তৈরি ফ্রেশ জুসের স্বাদ নেয়া আর সকলের কাছে পরিচিত করে তোলা ।
জুসবারের বাহিরে অপেক্ষারত ও জুস পান করছে কিছু ভিজিটর
Meetup Summary
Meetup Name: Boikalik Boithok [ বৈকালিক বৈঠক ]
BDLG Meetup no: 172
Date: October 29, 2021
Meetup type: Food Crawl & Photowalk
Total Attendee : 15
Location: Town hall , Mohammadpur
উন্মুক্ত স্থানে আলোচনারত কয়েকজন লোকাল গাইড ছবি ঃ আব্দুস সাত্তার
কি হয়েছিল মিট আপে
আমাদের আয়োজিত মিট আপ গুলো সাথারনত কয়েকটি ভাগ থাকে এবার ও বাতিক্রম হয় নি । এই মিট আপ ৩ ভাবে ভাগ করা ছিল
-
আলোচনা পর্ব
-
জুস বারে জুসের স্বাদ গ্রহণ
-
পার্লামেন্ট এর সামনে Photowalk
আলোচনা পর্ব
- এবারের আলোচনায় মূল বিষয় ছিল এ বছরের শেষ ৩ টি মিট আপ কি ধরনের হতে পারে আর কোথায় কোথায় ।
- বাংলাদেশের লোকাল গাইড গনের activity কমে গেছে তা কিভাবে বৃদ্ধি করা যায়
- South Asia Meetup এর সম্ভাব্যতা যাচাই
মৌসুমি ফলের জুসের তালিকা দেখছে অর্ডার করার পূর্বে কয়েকজন লোকাল গাইড
জুস বারে লোকাল গাইড দের জুসের স্বাদ গ্রহণ
Singapore Juice Bar টি বেশ ৫/৬ বছর আগে মোহাম্মদপুর টাউন হলে চালু হয় এবং বেশ জনপ্রিয় হয়ে উঠে যার কারনে লোকাল গাইডদের নিয়ে এক বিকেলে সেখানে যাওয়া । মৌসুমি ফলের নানা রকম জুস তৈরি করে বিক্রি করে যার দাম 50-200 Taka এর মাঝে ।
লোকাল গাইড গণ যে যার পছন্দমত জুস অর্ডার করে পান করে এবং ছবি তুলে Maps এ Contribute করে ।
জুস বারের ভিতরের একটি ছবি যেখানে টেবিলে সাজান রয়েছে ফ্রুট ফালুদা এবং ব্যাগে জুলছে তাজা ফল
একটি ট্রেতে পেস্তা বাদাম , কদবেল [ eliphentfoot apple ] , কালো জামের সরবত রয়েছে ছবি ঃ সিরাজুল আজাদ
লোকাল গাইড বিষ্ণু মধু সেলফি তুলছেন অন্য লোকাল গাইড দের সাথে নিয়ে ছবি : বিষ্ণু মধু
আমি এবং ইঞ্জিনিয়ার নাসিরুদ্দিন
রাতের আলোয় বাংলাদেশ এর পার্লামেন্ট ভবন যা " সংসদ ভবন " নামে পরিচিত ছবি : মাহাবুব মুন্না
ফটোওয়াক
আমরা জুস পান করে হেটে চলে আসি সন্ধ্যার পর জাতীয় সংসদ ভবন [ পার্লামেন্ট হাউজ ] এর সামনে সেখানে কিছু সময় ছবি তোলা হয় আর চলে আড্ডা বাদাম খাওয়া ঘন্টা খানেক সময় অতিবাহিত করে আমরা নিজ নিজ গউন্তব্বএর দিকে যাত্রা করি ।
পার্লামেন্ট হাউজ এর সামনে একজন হকার ঝাল চানাচুর মাখা বিক্রি করছে ছবি ঃ মাহাবুব মুন্না