Bixby Creek Bridge - The Most Photographed Bridge in California

Carmel Highlands যাওয়ার পথে Bigsur নামে এক এলাকায় পড়ে এই ব্রিজ টি । প্রচুর হলিউড সিনেমা হয়েছে এখানে আর সারা বছর দর্শনার্থী দের ভীর লেগেই থাকে । যারা ক্যালিফোর্নিয়া থেকে লস এঞ্জেলস লং ড্রাইডে জান তাদের প্রথম পছন্দ থাকে এই রোড যেখানে ক্যালিফোর্নিয়ার বহু বৈচিত্র্য চোখে পড়ে ।

আপনি যদি Bigsur লিখে ইন্টারনেটে সার্ছ দেন তবে সরবপ্রথম এই ছবি দেখাবে । wiki মতে এই ব্রজে সবচেয়ে বেশি মানুষ ছবি তুলে গোল্ডেন গেট ব্রিজের পর ।

বিক্সিবে ক্রেক ব্রিজ ।

এক নজরে Bixybay Creek Bridge

ব্যাবহার করার জন্য খুলে দেয়া হয় : 1932 সালে

ব্রিজটির দৈর্ঘ্য : 110M

ব্রিজের কাঠামো গত ডিজাইন ও পাহাড় সমুদ্রের এক প্রাকিতিক পরিবেশের কারনে পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান ।

ব্রিজের পাশ থেকে দেখলে নিচে সমদ্র সৈকত দেখা যায় , যারা হাইকিং পছন্দ করেন তারা অনেকে নিচে জান ঘুরতে

এমন অনেক গাড়ি চোখে পরবে এই সরকে যারা লং ট্যুরে বের হয়েছে ।

দেখা হয়েছিল মেক্সিকান কিছু বাইকার দের সাথে

Transportation :

এখানে যাওয়ার জন্য কোন পাব্লিক ট্রান্সপোর্ট নেই বলা চলে মহা সরকের মাঝে একটি স্থান তাই নিজেদের গাড়ি ভাড়া করে বা বাবস্থা করে যেতে হবে ।

Food :

আসে পাশে কোন খাবারের দোকান নেই তাই সঙ্গে করে খাবার নিয়ে যাওয়া ভাল । বেশির ভাগ মানুষ তাই করে এছাড়া মনেটেরি শহর এ গিয়েও সি ফুড খেতে পারেন ।

ছবি তে আমি এবং আমার বন্ধুর পরিবার জাদের সাথে আমি লং ড্রাইভে বের হয়েছিলাম

পেনারোমা ভিউ তে বিক্সবে ক্রেক ব্রিজ

89 Likes

Wow, Thanks for Sharing with us @MahabubMunna

7 Likes

আপাতত যেতে না পারলেও, @MahabubMunna আপনার চোখে দেখে নিলাম। ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করার জন্য

14 Likes

আপনার মতো আমারও যাওয়ার সৌভাগ্য হোক! :sleeping:

9 Likes

@Saiyen করোনা ভাইরাস যা শুরু করেছে, এ বছর কানেক্ট লাইভ হয় কিনা সেটাই দেখার বিষয়!

6 Likes

Great post @MahabubMunna vaia . Thanks for sharing

6 Likes

@Designer_Biswajit দাদা এ কি শুনাইলেন! :disappointed_relieved: :disappointed_relieved:

7 Likes

Beutiful bridges, In Indonesian some long bridges at out of Java Island, at Sumatra, Borneo, Papua and others Islands thanks @MahabubMunna for your sharing

6 Likes

@Designer_Biswajit দাদা, হ্যাঁ

আমি ঠিক একই আশঙ্কা প্রকাশ করছি

12 Likes

Would have thought the most photographed bridge was the Golden Gate Bridge :slightly_smiling_face:

4 Likes

পাহাড় আর সমুদ্রের কারণে এটা ট্যুরিস্টদের পছন্দের জায়গা! তাছাড়া ব্রিজটার একটাআর্কিটেকচারাল ভিউ তো আছেই! @MahabubMunna

5 Likes

করোনার কারণে CS এর প্রোগ্রাম ষ্টপ করে রেখেছে! এবছর আর হয় কিনা সন্দেহ আছে! ২-৩ মাসের মধ্যে করেনা সমস্য সমাধান না হলে connect live 20 নিয়ে আমার আসঙ্কাই সত্য হতে পারে!

@Saiyen @AbdusSattar

5 Likes

@Designer_Biswajit দাদা, চলেন গুগল টিমকে বলি আমরা করোনা ভয় পাইনা! আমাদের করোনা আছে কি না চেক করে ইনভাইট করে দিতে! :3

6 Likes

এই ব্রিজ টি সম্পর্কে আগেই জানতাম ধন্যবাদ @MahabubMunna ভাইয়া আরো তথ্য

শেয়ার করার জন্য।

3 Likes

সুন্দর অনেক

3 Likes

Hello @MahabubMunna thanks for the shared photos. Could you share more about the Hollywood movies that were made on the Bixby Creek Bridge because it’s interesting.
Thanks! Greetings from Bulgaria!

3 Likes

@MahabubMunna , thanks a lot for sharing photograph of an amazing place. I was on a long drive from Sandiego to Loss Angels for 120 miles in 1979, but at that time I didn’t have any camera with me.

3 Likes

@Designer_Biswajit , সারা বিশ্বে ‘করোনা’ হলেও আমরা এখনও নিরাপদ!!!

3 Likes

@MahabubMunna bhai, thanks for sharing beautiful bridge information. From this post I learned a lot of things about this historical bridge.

3 Likes

এই টাইপ ব্রিজ একটা ইন্ডিয়ায় পাইছিলাম, শিলিগুড়ি থেকে গ্যাংটক যাওয়ার পথে

সেভক নামক জায়গায় তিস্তা নদীর উপর এইটা। ২০১৬ সালে তোলা।

1 Like