হ্যালো লোকাল গাইড,
আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করবো। আমরা সব সময় ম্যাপে কাজ করে থাকি।আমরা ম্যাপের মাধ্যমে ক্ষুদ্র বা ছোট ব্যবসায়ীদের, ব্যবসার উন্নতি জন্য কাজ করতে পারি। বিশেষ করে শহরে বা গ্রামে যে সকল ছোট ব্যবসায়ীরা আছে। তাদের ব্যবসার উন্নতির জন্য google map এর মাধ্যমে আমরা কাজ করতে পারি।
হাজী বিরিয়ানি হাউজ :
হাজী বিরিয়ানি হাউজ। এই রেস্টুরেন্টে টি একটি ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান। লক্ষ্মীপুর জেলা শহরে বিরিয়ানি হাউস টির অবস্থান। Covid19 পরবর্তী সময়ে এই ব্যবসা প্রতিষ্ঠানটি তার লোকশান গুছিয়, এখন মোটামুটি ভালো অবস্থানে আছে । আমি কিছুদিন আগে এই বিরিয়ানি হাউস টি পরিদর্শন করি।এবং এদের খাবারের স্বাদ নেই। অনেক ভালো মানের বিরিয়ানি। এখানে কয়েক ধরনের বিরিয়ানি,তেহারী ও পোলাও পাওয়া যায়।
যেমন,
১.স্পেশাল বাশমতি চাউলের কাচ্চি।
২.শাহী মোরগ পোলাও
৩.খাসির কাচ্চি বিরিয়ানি
৪.গরুর তেহারি
৫.ডিম পোলাও
৬. বোরহানি পাওয়া যায়।
এই বিরিয়ানী হাউস টি পরিদর্শনের সময় আমি অনেক কিছু তথ্য মিচিং দেখি। আমি প্রতিষ্ঠানের মালিকের সাথে কথা বলে তথ্যগুলো আপডেট করি। এবং Google my business এর মাধ্যমে ব্যবসার উন্নতির জন্য পরামর্শ দেই।
Map link # হাজী বিরিয়ানি হাউজ
01759-051140
https://maps.app.goo.gl/XVNBbGaCSN4XcgTR6
ধন্যবাদ
Gazi Salauddin
#mapediting #BDLG
#smallbusiness #letsguide




